টুকরো খবর
পেত্রাইউস কাণ্ডে ফাঁস হয়নি তথ্য, দাবি ওবামার
আফগানিস্তানে মার্কিন উচ্চপদস্থ কম্যান্ডার জন অ্যালেনকে ই-মেলে নাকি আগেই সতর্ক করেছিলেন অপরিচিত এক ব্যক্তি। মে মাসে তিনি জানিয়েছিলেন, ওয়াশিংটনে অ্যালেনের সঙ্গে এমন এক বান্ধবীর দেখা হবে, যার জেরে সমস্যায় পড়তে হবে কম্যান্ডারকে। এফবিআই-ও পরে খোঁজ পায় সেই ই-মেলের। কেলি-ঘনিষ্ঠ এক মহিলা জানিয়েছেন, অ্যালেন ভেবেছিলেন তাঁর সঙ্গে মজা করতে কেউ ওই ই-মেলটি পাঠিয়েছেন। ফ্লোরিডার বান্ধবী জিল কেলির সঙ্গে তিনি দেখা করতে চলেছেন, এটা যে আর কেউ জানতে পারে, তা এক বারের জন্যও মনে হয়নি ওই কম্যান্ডারের। তবে ওই ই-মেল আসার পর থেকেই পেত্রাইউসের পদত্যাগ, অ্যালেনকে মার্কিন ইউরোপীয় কম্যান্ডের দায়িত্ব না দেওয়ার মতো ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এর মধ্যে দাবি করেছেন, যৌন কেলেঙ্কারিতে প্রাক্তন সিআইএ প্রধান ডেভিড পেত্রাইউস বা আফগানিস্তানে মার্কিন উচ্চপদস্থ কম্যান্ডার জন অ্যালেনের নাম জড়ালেও তা দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনও বিঘ্ন ঘটায়নি। তিনি বিষয়টি নিয়ে এই প্রথম মুখ খুললেন। বললেন, “ওই ঘটনায় এমন কোনও বিশেষ তথ্য ফাঁস হয়নি যাতে দেশের নিরাপত্তা বিপন্ন হয়। এ ধরনের কোনও প্রমাণ আমি পাইনি। তদন্ত চলছে। এ নিয়ে তাই আর কিছু বলতে চাই না।” অ্যালেনকে ঘিরে যতই বিতর্ক হোক, মার্কিন সেনার এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন, অ্যালেনকে নেটোর প্রধান কম্যান্ডার করা হতেই পারে।

লাহৌরে শান্তি-সওয়াল নীতীশের
ভারত-পাকিস্তানের পারস্পরিক লড়াই থামিয়ে ক্ষুধা ও গরিবির বিরুদ্ধে যৌথ লড়াই শুরু করা উচিত বলে মনে করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজ লাহৌরের একদা গভর্নমেন্ট কলেজ, বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের এক সভায় বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন নীতীশ। উপস্থিত ছিলেন পাক্ পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফও। নীতীশ তাঁর দীর্ঘ হিন্দি ভাষণে বলেন, “পাকিস্তান সফরে এসে মনে হচ্ছে না আমি ভিন দেশে রয়েছি।” সদিচ্ছা থাকলে যে বহুবিধ বাধা পেরিয়েও নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছনো সম্ভব তা নীতীশ তাঁর দেশিয় অভিজ্ঞতায় বুঝেছেন। সেই বোধ তিনি ভাগ করে নেন লাহৌরের শিক্ষিত সমাজের সঙ্গে। বিহারে তিনি কী ভাবে শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে লড়াই চালিয়ে যাচ্ছেন সে গল্প শোনান তিনি।

পাকিস্তানি বন্দি
পাকিস্তানের প্রায় ৮ হাজার নাগরিক সারা পৃথিবীর বিভিন্ন দেশের জেলে বন্দি হয়ে রয়েছেন। ভারতে পাক বন্দির সংখ্যা ৪০৩। সবচেয়ে বেশি পাকিস্তানি বন্দি রয়েছেন সৌদি আরবে, ২৩৭৩ জন। পাক পার্লামেন্টের উচ্চ কক্ষে বৃহস্পতিবার এই পরিসংখ্যান পেশ করা হয়েছে।

লাদেনের ফোন
আমেরিকার এক উচ্চ পদস্থ সেনাকর্তা জানিয়েছেন, বিন লাদেনের বিরুদ্ধে অভিযান চালানোর সময়ে অ্যাবটাবাদের যে বাড়িতে তিনি লুকিয়ে ছিলেন সেখান থেকে একটি টেলিফোন উদ্ধার করা হয়েছিল।

ফিরছেন সুনীতা
অবশেষে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস ও তাঁর দু’জন সহকর্মী। চার মাস অন্তরীক্ষে থাকার পর ১৮ নভেম্বর ভারতীয় সময় ভোর চারটে নাগাদ কাজাকস্তানের মাটিতে নামবেন তাঁরা। সুনীতা, ফ্লাইট ইঞ্জিনিয়ার আকি হোশিদে এবং ইউরি মালেশেঙ্কো রবিবার আন্তর্জাতিক সময় দশটা ছাব্বিশ মিনিটে মহাকাশ থেকে রওনা দেবেন। সোমবার রাত একটা তিপান্ন মিনিটে মাটি ছোঁবেন বলে আশা করা হচ্ছে।

মহিলারাই পছন্দের
পুরুষ নয়, অন্য মহিলাদের লক্ষ করতেই বেশি সময় ব্যয় করেন মেয়েরা। আশপাশের মহিলাদের পোশাক, চুল বাঁধার ধরন, ত্বকের রং, জুতো, ব্যাগ ইত্যাদি খুঁটিনাটি লক্ষ করে তাদের সঙ্গে নিজের সৌন্দর্য তুলনা করতে পছন্দ করেন বেশির ভাগ মহিলা। ২০০০ মহিলাকে নিয়ে একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, পুরুষের প্রশংসার চেয়ে কোনও মহিলার মুখে নিজের প্রশংসা শুনলেও বেশি খুশি হন মহিলারা।

ওবামাকে আমন্ত্রণ
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিজেদের শহরে আমন্ত্রণ জানালেন হিরোশিমা ও নাগাসাকি শহরের দুই মেয়র। জাপানে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে ওবামাকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন তাঁরা। চিঠিতে ওবামাকে উদ্দেশ করে লেখা হয়েছে, “পৃথিবীকে পরমাণু অস্ত্রমুক্ত করার যে সংকল্প আপনি নিয়েছেন, এই দু’টি শহরের মাটি থেকেই আপনি সেই বার্তা বিশ্বের কাছে পৌঁছে দিন।”

মৃতদের শ্রদ্ধার্ঘ্য
কতর্ব্যরত অবস্থায় গত এক বছরে প্রাণ হারিয়েছেন রাষ্ট্রপুঞ্জের ২৯ জন কর্মী। তাদের মধ্যে দু’জন ভারতীয়। বুধবার রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে নিহতদের সকলের উদ্দেশে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন। মুন বলেন, রাষ্ট্রপুঞ্জের কর্মীদের নিরাপত্তার ঝুঁকি দিন দিন বাড়ছে। প্রতিটি রাষ্ট্রকেই এ ব্যাপারে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

তদন্তে ঘাটতি থাকবে না, দাবি পাকিস্তানের
পাক হাইকমিশনার, সলমন বশির জানিয়েছেন, ২৬/১১-র হামলার পূর্ণ তদন্ত চালাচ্ছে পাকিস্তান এবং দোযীদের শাস্তি দিতে তাঁদের দিক থেকে কোনও ঘাটতি থাকবে না। মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বশির জানান, আইনের চোখে সবাই সমান। প্রমাণ পাওয়া গেলে সইদকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। এ দিকে, লস্কর-ই-তইবা তাদের কার্যকলাপ চালানোর জন্য শেয়ার বাজারে প্রচুর টাকা ঢালছে বলে সংবাদমাধ্যমে খবর। করাচি স্টক এক্সচেঞ্জে জামাত-উদ-দাওয়ার মাধ্যমে তারা এই কাজ করছে বলে জানা গিয়েছে।

নোডার ফোন
প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জাপান সফর স্থগিত হওয়ার পর দিনই সে দেশের প্রধানমন্ত্রী ইয়োসিহিকো নোডা ফোন করলেন মনমোহনকে। জাপান লোকসভার নিম্নকক্ষের নির্বাচনের দিন ধার্য করা হয়েছে, শুক্রবার, ১৬ নভেম্বর। সে কারণেই আপাতত জাপান সফর স্থগিত করেছেন মনমোহন। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, নির্বাচন শেষ হওয়ার পরেই, মনমোহনের সফরের দিন নির্ধারিত হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.