টুকরো খবর
বুড়ি মা’র মেলা শুরু
বুড়ি মা কালী ও বাউরী কালী পুজোর ছবি দু’টি তুলেছেন বাপি মজুমদার।
মালদহে হরিশ্চন্দ্রপুরের মোবারকপুর কালীতলায় বুড়ি মা কালীপুজোর মেলা শুরু হল মঙ্গলবার। চলবে চার দিন। চাঁচলের রাজার উদ্যোগে ওই পুজো ও মেলা শুরু হয়। এখানে দেবী বুড়ি মা কালী নামে পরিচিত। প্রতিমার সঙ্গে মিল রয়েছে চাঁচলের সাকরকোলা ও রতুয়ার লস্করপুরের কালীর। স্থানীয়দের বিশ্বাস, তিনটি কালী সম্পর্কে বোন। মোবারকপুরের কালী বড় বোন। এখানকার দেবী বুড়ি মা নামে পরিচিতি পেয়েছে। চাঁচল, হরিশ্চন্দ্রপুর ছাড়াও লাগোয়া বিহারের প্রচুর মানুষ এখানে ভিড় করেন। বুড়ি মা কালীর পুজো হয় খোলা আকাশের নীচে। মাথার উপরে শুধু একটি চাঁদোয়া থাকে। প্রতিমা ১২ ফুট উঁচু। চারদিনের মেলায় বসবে গানের আসর। পুজো কমিটি সম্পাদক সুধীর মালো বলেন, “বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মেলায় আসেন। আক্ষরিক অর্থে এটা মিলন মেলা।” আর একটি প্রাচীন পুজো হয় হরিশ্চন্দ্রপুরের কনুয়ায়। এখানে দেবী বাউরি কালী নামে পরিচিত।

মারধরের অভিযোগ
কালী পুজোর রাতে বাজি ফাটানো নিয়ে গোলমালের জেরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে। বুধবার দুপুরে ওই ঘটনা কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ থানার মিলনপাড়ায়। বালিকার পরিবারের সদস্য, প্রতিবেশীরা অভিযুক্ত কিশোরের এক আত্মীয়ের বাড়ির সামনে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ দেখান। কিশোরটি ওই বাড়িতেই থাকে। পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই বালিকার পরিবার থানায় অভিযোগ জানিয়েছে। পুলিশ জানাচ্ছে, ওই কিশোর পালতক। রাতে বাজি ফাটানো নিয়ে দু’জনের ঝগড়া হয়। সেই সময় ওই কিশোর বালিকাকে মারধর করে বলে অভিযোগ। তাকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। রায়গঞ্জ থানার টাউন অফিসার অতনু চক্রবর্তী বলেন, “মামলা শুরু হয়েছে। অভিযুক্তকে ধরা হবে।”

বেতন হয়নি স্কুলে
নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পরেও দিনহাটার গোপালনগর মহেশ সাহা শরণার্থী হাইস্কুলের শিক্ষকরা অক্টোবরের বেতন পাননি। স্কুল সূত্রে খবর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, স্কুল পরিচালন সমিতির সম্পাদক থেকে অর্থ সাব কমিটির শিক্ষক প্রতিনিধি একযোগে জেলার বাইরে থাকায় বেতন তোলা হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় বামফ্রন্ট প্রভাবিত স্কুল পরিচালন সমিতির কর্তৃপক্ষের ‘ষড়যন্ত্র’ রয়েছে সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূল শিক্ষাসেল। তৃণমূল শিক্ষা সেলের জেলা সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সই করে শিক্ষা দফতরের মাধ্যমে ট্রেজারিতে বরাদ্দ চেয়ে চিঠি দিতে হয়। তার কপি পাঠাতে হয় ব্যাঙ্কেও। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরে থাকলে পরিচালন সমিতির সম্পাদক ও অর্থ সাব কমিটির শিক্ষক প্রতিনিধি যৌথভাবে ওই চিঠি পাঠাতে পারেন। তিন জনেই জেলার বাইরে। রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ করতে পরিকল্পিত ভাবে পরিচালন সমিতির ষড়যন্ত্রে সমস্যা তৈরি করা হয়েছে।

শিশুদিবসে অনুষ্ঠান
রেল স্টেশন লাগোয়া এলাকার দুঃস্থ শিশুদের নিয়ে শিশু দিবস উদযাপন করল এক স্বেচ্ছাসেবী সংস্থা। বুধবার কেচবিহার টাউন রেল স্টেশন চত্বরে ওই অনুষ্ঠান হয়। উদ্যোক্তারা জানান, দুঃস্থ পরিবারের শিশুদের ৪০ জন অনুষ্ঠানে অংশ নেয়। বসে আঁকো, সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সকলকে নতুন পোশাক দেওয়া হয়েছে বলে সংস্থা সূত্রে জানানো হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা সমাজ কল্যাণ আধিকারিক কাজি রুহল আমিন।

দুর্ঘটনায় মৃত্যু
বাইকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকালে রায়গঞ্জ জেলা হাসপাতালে তিনি মারা যান। পুলিশ জানায়, মৃতার নাম প্রমীলা রায় (৫৫)। তাঁর বাড়ি মালঞ্চ হরিগ্রাম এলাকায়।

ধৃত ৯
মদ্যপ অবস্থায় বেপরোয়া বাইক চালানোয় কালীপুজোর রাতে রায়গঞ্জ শহর থেকে ৯ যুবককে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তদের বাইক আটক করে তাদের বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.