মা উধাও, হাসপাতালে শিশু
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
প্রায় আড়াই মাসের এক শিশুকন্যাকে নিয়ে বিপাকে পড়েছেন উলুবেড়িয়া হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২৭ সেপ্টেম্বর সদ্যোজাত ওই শিশুকন্যা ও তার মাকে রাস্তার ধার থেকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছিলেন কয়েক জন পথচারী। কয়েক ঘণ্টার মধ্যে শিশুটিকে হাসপাতালে ফেলে রেখে উধাও হয়ে যান মা। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করা হলেও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি ওই মহিলার। প্রায় আড়াই মাস ধরে হাসপাতালে নার্স এবং স্বাস্থ্যকর্মীদের হেফাজতে রয়েছে শিশুটি। আইনানুযায়ী শিশুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিউসি)-র। জেলা স্বাস্থ্য দফতরের বক্তব্য, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের বিভিন্ন স্তরে পুরো বিষয়টি জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একাধিকারবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনও সদুত্তর মেলেনি। উলুবেড়িয়ার মহকুমাশাসক সুজয় আচার্য অবশ্য বলেন, “আমাদের কাছে হাসপাতাল থেকে একটি চিঠি সদ্য এসেছে। শিশুটিকে সিডব্লিউসি-র কাছে রেফার করানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।”
|
অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল তিন বছরের এক শিশুর। মঙ্গলবার রাতে খানাকুলের শঙ্করপুর গ্রামে ওই দুর্ঘটনায় মৃতের নাম মঙ্গল মিদ্যা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘরের লম্ফ উল্টে কোনও ভাবে আগুন লেগে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘরে লম্ফ জ্বেলে শিশুটিকে ঘুম পাড়িয়ে রেখে তার বাবা সমর মিদ্যা বাজি পোড়ানো দেখতে গিয়েছিলেন। শিশুটির মা পাড়ার পুজোয় ব্যস্ত ছিলেন। রাত ৭টা নাগাদ ঘরের খড়ের চাল জ্বলতে দেখে পড়শিরা মনে করেন বাজি থেকে আগুন লেগেছে। তাঁরা ঘর থেকে শিশুটিকে মৃত অবস্থাতেই উদ্ধার করেন। পুড়ে গিয়েছিল বিছানাও। ঘটনাস্থলে উত্তেজনা ছড়ানোয় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠায়।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ তাঁর ঘর থেকে উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে খানাকুলের সেনগাট গ্রামের ঘটনা। মৃতের নাম ভূতনাথ মাজি (৪৫)। তিনি দিনমজুরি করতেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মঘাতী হয়েছেন।
|
আরামবাগের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী শিবনাথ বসুর মৃত্যু হল মঙ্গলবার রাতে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। বয়স হয়েছিল ৬২ বছর। ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিবনাথবাবু ক্যানসারে ভুগছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে। প্রতিদিন তিনি ৫০ জন দুঃস্থ মানুষকে নিখরচায় চিকিৎসা করতেন এবং ওষুধ দিতেন।
|
আগুনে পুড়ে গেল কৃত্রিম ফুলের একটি শোরুম। বুধবার, শরৎ বোস রোডে। পুলিশ ও দমকল সূত্রে খবর, একটি পাঁচতলা বাড়ির দোতলার এই বন্ধ শোরুমটি থেকে এ দিন স্থানীয়েরা ধোঁয়া বেরোতে দেখেন। দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যায় বালি হল্টের কাছে একটি টায়ারের গুদাম ভস্মীভূত হয়। |