|
|
|
|
|
|
|
• ২০১০ সালে টাটা স্টিল, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, এডুকম্প এবং অবনের শেয়ারে লগ্নি করেছিলাম। এই মুহূর্তে আমার লোকসান প্রায় ৫০%। কী করব?
জয় চৌধুরী, হুগলি কোন্ননগর
শেয়ার বাজারের গতিবিধি নজরে রাখুন। এত দিন যখন অপেক্ষা করেছেন। আরও কয়েক দিন অপেক্ষা করে দেখুন। কেন্দ্রীয় সরকারের সংস্কার কর্মসূচি সঠিক ভাবে কার্যকর হলে এবং সমস্ত আর্থিক পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী দিনে শেয়ার বাজার ওঠার সম্ভাবনা রয়েছে। ফলে আপনার ক্ষতির অঙ্ক কিছুটা হলেও কমতে পারে।
তবে প্রতিটি শেয়ারের গতিবিধি কিন্তু নজর রাখতে হবে। যেমন, টাটা স্টিলের ব্যবসা এখন বিশ্ব জুড়ে। তাই বিশ্ব অথর্নীতির ভাল-মন্দ দুই প্রভাবই পড়ছে সংস্থার শেয়ার দরের উপর। দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করছে সংস্থাগুলি। খেয়াল রাখুন তাও। এ ভাবে আপনার লগ্নি করা প্রতিটি শেয়ারের দিকে বিশদে নজর রাখুন। যাতে সুযোগ পেলে তা বেচে বেড়িয়ে আসতে পারেন।
• আমার ব্যবসা রয়েছে। বোলেরো এসি গাড়ি ভাড়ায় খাটানো ছাড়াও, এডুকেশন ফ্র্যাঞ্চাইজি আছে। আমার স্বামী বেসরকারি সংস্থায় কাজ করেন। হোটেল ব্যবসা চালু করতে চাই। যে কারণে ঋণ প্রয়োজন। এর জন্য কী করতে হবে?
মৌসুমী মজুমদার, কলকাতা
যে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে চান, তাদের সঙ্গে কথা বলুন। তাদের দেওয়া সমস্ত শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, তা হলে সেখানে থেকে ঋণ পেতে অসুবিধা হওয়ার কথা নয়।
• গোল্ড সেভিংস ফান্ডে লগ্নি করতে চাই। কী ভাবে এগোতে হবে?
বিকাশ রায়, দমদম
গত সংখ্যাতেই সোনায় লগ্নি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর সেখানেই পেয়ে গিয়েছেন। |
|
|
|
|
|