পেত্রাইউস-কাণ্ডে তাঁর নাম জড়ালেও আফগানিস্তানে মার্কিন উচ্চপদস্থ কম্যান্ডার জন অ্যালেন সম্পর্কে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয় বলে সতর্ক করলেন মার্কিন প্রতিরক্ষা সচিব লিওন পানেত্তা। অভিযোগ, পদত্যাগী সিআইএ প্রধান ডেভিড পেত্রাইউসের প্রাক্তন প্রেমিকা পলা ব্রডওয়েল যে মহিলাকে হুমকি মেল পাঠান, সেই জিল কেলির সঙ্গে ‘আপত্তিজনক যোগাযোগ’ ছিল অ্যালেনের। যদিও তাঁর দাবি, তিনি কোনও ভুল করেননি।
অ্যালেনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। মার্কিন ইউরোপীয় কম্যান্ডের দায়িত্ব পাওয়ার কথা ছিল অ্যালেনের। কিন্তু গত কাল পানেত্তার দেওয়া বিবৃতির জেরে তা আটকে গিয়েছে। প্রকাশ্যে এসেছে অ্যালেনের সঙ্গে পেত্রাইউসের পরিচিত জিল কেলির সম্পর্কের বিষয়টি। প্রতিরক্ষা বিভাগের তদন্তে জানা গিয়েছে, গত দু’বছরে অ্যালেন-কেলি প্রায় ২০-৩০ হাজার পাতার ই মেল আদানপ্রদান করেছেন। আর এই মেল থেকেই তাঁদের মধ্যে ‘আপত্তিকর যোগাযোগ’ রয়েছে বলে দাবি করেছেন তদন্তকারীরা।
হোয়াইট হাউস অবশ্য অ্যালেনের পাশেই রয়েছে। পানেত্তা যেমন বলেছেন, এখনই অ্যালেন সম্পর্কে কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাবে না। বিদেশসচিব হিলারি ক্লিন্টন, মার্কিন সেনা অফিসার জেনারেল মার্টিন ডেম্পসি এবং পানেত্তা এ বিষয়ে বৈঠক করেছেন।
তবে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক সেনেটররা বেনগাজি হামলা নিয়ে প্রাক্তন সিআইএ প্রধান পেত্রাইউসের সাক্ষ্য দাবি করেছেন। এমনিতেই পুনর্নির্বাচিত হওয়ার পরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা দল নতুন করে ঠিক করতে হবে। কিন্তু ভোটের আগে বেনগাজিতে হামলায় মার্কিন দূতের মৃত্যুর ঘটনা নিয়ে সমালোচনার জেরেই এ বার পেত্রাইউসকে সাক্ষ্য দিতে হবে বলে দাবি করেছেন সেনেটররা। |