|
|
|
|
টুকরো খবর |
স্থগিত সফর |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
স্থগিত হয়ে গেল প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জাপান সফর। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জাপানের রাজনৈতিক পরিস্থিতি এখন অস্থির। সে দেশের প্রধানমন্ত্রী ইয়োসিহিকো নোডা হঠাৎই পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছেন। নির্বাচনের দিন ধার্য হয়েছে ১৬ নভেম্বর। জাপান সফর বাতিল না হলে সেই সময় টোকিওতেই থাকতেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা অনুযায়ী, প্রধানমন্ত্রী মনমোহন সিংহ যোগ দেওয়ার কথা ছিল বেশ কিছু দ্বি-পাক্ষিক বৈঠকে। কিন্তু অস্থির রাজনৈতিক পরিবেশের পরিপ্রেক্ষিতে জাপান-ভারত বৈঠকগুলির সাফল্য নিয়ে প্রশ্ন উঠেছিল। এই অবস্থায় কিছু দিনের জন্য প্রধানমন্ত্রীর সফর পিছিয়ে দেওয়াই শ্রেয় বলে মনে করছে বিদেশ মন্ত্রক।
|
উত্তাল ইউরোপ |
|
বিপুল করের বোঝা আর সরকারি খরচ ছাঁটাইয়ের প্রতিবাদে বুধবার পথে নামল ইউরোপ। হাঁটল ধর্মঘটের রাস্তায়। গ্রিস, স্পেন, ইতালি, বেলজিয়াম, ফ্রান্স-সহ অনেক দেশেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়াল জনতা। ছুড়ল পাথর, পেট্রোল বোমা। শুনশান স্টেশন। বন্ধ অসংখ্য উড়ান। স্তব্ধ বন্দর, কারখানাও। সাধারণ মানুষের অভিযোগ, নতুন আর্থিক নীতিতে দেশের হাল ফেরা তো দূরের কথা, বরং বাড়ছে বেকারত্ব। আমজনতার টাকায় ব্যাঙ্কগুলিকে বাঁচাতে গিয়ে তাঁদেরই চরম যন্ত্রণার মধ্যে ঠেলে দিচ্ছে সরকার। যার প্রতিবাদে এ দিন যেন কিছুটা তাহরির স্কোয়ারের স্মৃতি উস্কে দিল ইউরোপের রাস্তা। অনেক বিশেষজ্ঞের অবশ্য ধারণা, অর্থনীতির হাল ফেরাতে এ ধরনের অপ্রিয় সিদ্ধান্ত না-নিয়ে উপায় নেই ইউরোপীয় দেশগুলির। |
ছবি: রয়টার্স, এএফপি |
|
|
|
|
|