নদিয়ায় জগদ্ধাত্রী পুজো ঘিরে বচসা |
জগদ্ধাত্রী পুজো ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল নদিয়ার তেহট্টে। পুলিশ পুজোর অনুমতি না দেওয়ায় প্রতিবাদে পথ অবরোধ করে স্থানীয় পুজো কমিটির সদস্যেরা। অবরোধ তুলতে পুলিশ গুলি চালালে মৃত্যু হয় অশোক সেন নামে এক ব্যক্তির। গুলিতে আহত হন আরও একজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে তেহট্টের এসডিপিও-র বাড়িতে হামলা চালায় স্থানীয় বাসিন্দারা। আত্মরক্ষার্থেই তিন রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। তেহট্টের ঘটনায় রীতিমত নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। নিহতের পরিবারকে সবরকম আর্থিক সাহায্য করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
|
বর্ধমানে একাধিক জায়গায় জুয়ার ঠেকে হামলা চালাল পুলিশ। বর্ধমানের রুবি প্যালেস, কালনা ও কাটোয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৩ লক্ষাধিক টাকা। অভিযান এখনও জারি রেখেছে পুলিশ। |