বিনোদন দিওয়ালির বাজি জিতে শাহরুখই ‘জান’
ড়াই শুরু। প্রথম দিনের রেজাল্টও বেরিয়ে গিয়েছে। কলকাতার দীপাবলিটা অন্তত শাহরুখ খানেরই।
এ বারের কালীপুজোয় দুটো ছবি মুক্তি পেল। যশ চোপড়ার শেষ ছবি, শাহরুখ অভিনীত ‘জব তক হ্যায় জান’ আর অন্য দিকে অজয় দেবগনের ‘সন অফ সর্দার’। যশরাজ ফিল্মসের বিরুদ্ধে অজয় কম্পিটিশন কমিশনে অভিযোগ আনার পরে লড়াইটা আরও স্পর্শকাতর হয়ে গিয়েছে। অভিযোগ খারিজ হয়ে গেলে কী হবে, দুই শিবিরের সম্পর্ক আর স্বাভাবিক হয়নি। ফলে বক্স অফিস কী বলছে, তার দিকে তাকিয়ে আছে সবাই।
প্রথম দিনের রিপোর্ট বলছে, এ রাজ্য-সহ গোটা দেশে ‘জব তক’-এর ৯৮ শতাংশ আসন ভর্তি থেকেছে। ‘সন অফ সর্দার’-ও অন্যত্র ব্যবসা খারাপ করেনি। ৮০ শতাংশ আসন ভর্তি। তরণ আদর্শের মতো বক্স অফিস বিশেষজ্ঞরা মনে করছেন, বলিউডের পক্ষে এই দিওয়ালি পয়া হতে যাচ্ছে। দুটো ছবিই ভাল চললে ইন্ডাস্ট্রিরই ভাল। কিন্তু এ রাজ্যে ‘সন অফ সর্দার’ অন্তত প্রথম দিনটায় একেবারেই দাগ কাটতে পারেনি। এক মাল্টিপ্লেক্স কর্তার হিসেব অনুযায়ী, সারা দিনে মাত্র ৪০% বিক্রি পেয়েছে অজয়ের ছবি। এ রাজ্যে হল-মাল্টিপ্লেক্স মিলিয়ে ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জব তক...’। ১০২টি প্রেক্ষাগৃহে এসেছে ‘সন অফ সর্দার’। দু’টিই গড়ে ১০টা করে শো পেয়েছে মাল্টিপ্লেক্সে। শুক্রবারের মধ্যে বিক্রিবাট্টার ছবিটা না পাল্টালে সপ্তাহান্তে জব তক-এর শো বাড়ানো হবে জানালেন এক মাল্টিপ্লেক্স কর্তা।
কথায় বলে, সকালটা দেখেই বোঝা যায় দিন কেমন যাবে। দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে গিয়ে মঙ্গলবার সেটা ফের প্রমাণ হল। কালীপুজোর ছুটিতে রাস্তাঘাট এমনিই ফাঁকা। শপিং মলেও তেমন ভিড় নেই। কিন্তু মাল্টিপ্লেক্সে ‘অফিসটাইমে’র ব্যস্ততা। শো পরপর হাউসফুল। অ্যাডভান্স বুকিংয়ের লাইন। ‘জব তক হ্যায় জান’-এর জন্য জান লড়িয়ে দিচ্ছে কলকাতা। সিঙ্গল স্ক্রিন হলে শাহরুখ-ভক্তরা কাড়ানাকাড়া নিয়ে হাজির। ম্যাটাডরে এসে ভিড় জমিয়েছেন সকলে। পর্দায় শাহরুখ আসতেই হর্ষধ্বনিতে ফেটে পড়েছে হল।
একে শাহরুখ, তায় যশ চোপড়ার শেষ ছবি। মিডিয়াতে যে পরিমাণ লেখালেখি হয়েছে গত ক’মাসে প্রত্যাশার পারদ এমনিতেই চুড়োয়। সোমবার রাজকীয় প্রিমিয়ার দেখেছে মুম্বই। সকালেই কলকাতা জেনে যায় অমিতাভ বচ্চন বলেছেন, স্বদেশ-এর পরে শাহরুখের এটাই সেরা অভিনয়। ভক্তদের মোবাইলে ঘুরেছে সেই মেসেজ।
প্রথম শো-এর ভিড়টার গড় বয়স ১৭ থেকে ৩৪। বোসপুকুর থেকে দময়ন্তী এসেছে মাকে নিয়ে। পুজোর দিনে মাকে নিয়ে সিনেমায়? জবাব যেন তৈরি ছিল। ‘‘ইট ওয়জ কম্পালসরি ফর মি। শাহরুখ হ্যাজ রিটার্নড আফটার আ লং টাইম!”
গত দিওয়ালিতেই মুক্তি পায় রা.ওয়ান। পরে ডন ২। সে দিক থেকে ‘জব তক’ যে অনেক দিন বাদে, তেমন নয়! আরও ক’জনের সঙ্গে কথা বলে বোঝা গেল, শুধু অনেক দিন পরে শাহরুখের ছবি, এমন নয়। ওরা বলতে চাইছে, বহুদিন পরে রোম্যান্টিক অবতারে শাহরুখের প্রত্যাবর্তনের কথা। ‘রব নে বনা দি জোড়ি’-র পর আর সে ভাবে এমন ছবি করেননি শাহরুখ। ভক্তদের অপেক্ষাটা লম্বাই ছিল। বিকেলে বাড়িতে পুজো আছে। দময়ন্তী তাই আগেভাগে ছবিটা দেখতে চায়। বালিগঞ্জের রোহিত বলল, “শাহরুখের দুটো আলাদা লুক দারুণ! এখন বন্ধুদের সঙ্গে দেখছি। পরের দিন বাড়ির সবাইকে নিয়ে আসব।”


দীপাবলির শুভেচ্ছা ...নতুন ছবির
প্রচারে অজয় দেবগণ এবং
সোনাক্ষী সিন্হা। ছবি: এএফপি

বিতর্ক সত্ত্বেও চলচ্চিত্র উৎসবে। রবীন্দ্রসদনে
ইরানের ছবি দেখতে ঢুকছেন মৃণাল সেন।
মঙ্গলবার রণজিৎ নন্দীর তোলা ছবি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.