বুদ্ধির আকাল পড়েছে মানুষের, দাবি গবেষণায়
সংবাদসংস্থা • লন্ডন |
সেই কোন ছোটবেলা থেকেই কানের কাছে বড়দের ঘ্যান ঘ্যান। যত অঙ্ক কষবে, মাথা খুলবে। বাড়বে বুদ্ধি। তখন পাত্তা না দিলেও এ বার বিজ্ঞানীরাও কথাটির সারবত্তা মেনে নিচ্ছেন। কারণ যে বুদ্ধির গর্বে গর্বিত মানুষ অন্য প্রাণীদের থেকে নিজেদের অনেকটাই উন্নত মনে করে সেই বুদ্ধিরই নাকি আকাল পড়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণায় দেখা গিয়েছে, বিবর্তনের পথে মিউটেশনের ফলে মানুষের দেহের বেশ কয়েকটি জিনে রকমফের দেখা গিয়েছে। আর তারই ফলে মানুষের বুদ্ধি কমে যাচ্ছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তবে প্রযুক্তির উন্নতিতে সেই বুদ্ধির ঘাটতি খুব একটা বোঝা যাচ্ছে না বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।
|
আদিম মানুষ ঘাস খেত গরুর মতো
সংবাদসংস্থা • লন্ডন |
শিম্পাঞ্জি নয়, বরং গরুর সঙ্গেই এ বার খানিকটা মিল পাওয়া গেল আদিম মানবের। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক পরীক্ষা করে দেখেছেন ৩৫ লক্ষ বছর আগে আফ্রিকার সাভানা অঞ্চলে যে আদিম মানব (অস্ট্রালোপিথেকাস বাহ্রেলঘাজালি) ঘুরে বেড়াত, তাদের পছন্দের খাবার তালিকায় ছিল ঘাস-পাতা। এদের জীবাশ্ম পরীক্ষা করে দেখা গিয়েছে, এদের দাঁতের গঠনও এমন ছিল যাতে ঘাস-পাতা চিবোতে সুবিধা হয়। বিজ্ঞানীদের অনুমান, আশপাশে প্রচুর গাছ-গাছালি থাকায়, পরিবেশের তাগিদেই ঘাস-পাতা বেছে নেয় এই আদিম মানবেরা।
|
টাইটানের রেকর্ড
সংবাদসংস্থা • লন্ডন |
এখন যে সমস্ত সুপার কম্পিউটারের চল আছে, তার থেকে প্রায় দশ গুণ শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করেছেন বিশেষজ্ঞরা। নাম টাইটান। মার্কিন যুক্তরাষ্ট্রের ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে তৈরি এই সুপার কম্পিউটার এক সেকেন্ডে ১৭ লক্ষ ৫৯ হাজার কোটি হিসাব-নিকাশ করতে পারে।
|
সুনীতার শুভেচ্ছা
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
মহাকাশ কেন্দ্র থেকেই ভারতীয়দের দীপাবলির শুভেচ্ছা জানালেন সুনীতা উইলিয়ামস। গত জুলাই মাসে আর্ন্তজাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে পাড়ি দেন সুনীতা। সেই থেকে আরও দুই মহাকাশচারীর সঙ্গে মহাকাশ কেন্দ্রেই গবেষণা চালাচ্ছেন তিনি। ভারতীয়দের উদ্দেশে দীপাবলির শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। |