টুকরো খবর
ভুয়ো শংসাপত্রে ভ্রমণ, গ্রেফতার
নকল প্রতিবন্ধী শংসাপত্র নিয়ে রেলে ভ্রমণের সময়ে হাতেনাতে ধরা পড়লেন দুই ব্যক্তি। তাঁদের আসানসোল জিআরপির হাতে তুলে দিয়েছেন রেলের দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা। পুলিশ জানায়, ধৃতদের নাম মইনুল হক ও আতাউর রহমান আনসারি। তাঁরা নৈহাটির হাজিনগর এলাকার বাসিন্দা। পূর্ব রেলের সিআইডি (সদর) ইন্সপেক্টর দীপঙ্কর দে জানান, ধৃতেরা পঞ্জাব মেলের সংরক্ষিত কামরায় লখনউ থেকে হাওড়া ফিরছিলেন। আসানসোল ডিভিশনের দুর্নীতি দমন শাখার অফিসারেরা গোপনে খবর পান, জাল প্রতিবন্ধী শংসাপত্রের সুবিধা নিয়ে রেলে চড়েছেন ওই দু’জন। দুর্নীতি দমন শাখার আধিকারিক মলয় মজুমদারের নেতৃত্বে একটি দল তাদের ধরে আসানসোলে নামান। আসানসোল জিআরপি থানায় অভিযোগ দায়ের হয়েছে।

ডুলি আছড়ে আহত ৫ কর্মী
ভূগর্ভে নামার ডুলি বেশ কিছুটা উঁচু থেকে খনিতে আছড়ে পড়ায় জখম হলেন পাঁচ খনিকর্মী। মঙ্গলবার ভোরে অন্ডালের শ্যামসুন্দরপুর কোলিয়ারির ঘটনা। কোলিয়ারি সূত্রে খবর, ওই ডুলিতে ৯ জন কর্মী ছিলেন। আহতদের কাল্লা হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘক্ষণ উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখায় শ্রমিক সংগঠনগুলি। তাঁদের দাবি, দেখভালের নামে বহু টাকা খরচ হয়। কিন্তু ফল হয় না। খনি কর্তৃপক্ষ জানান, বিষয়টি তদন্ত হচ্ছে।

তালা ভেঙে চুরি
তালা ভেঙে আলমারি খুলে নগদ টাকা এবং সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। জামুড়িয়ার দরবারডাঙার একটি বাড়িতে ঘটনাটি ঘটে। গৃহকর্তা প্রকাশ ঘোষ জানান, সোমবার তাঁরা বাড়িতে ছিলেন না। সকালে এসে দেখেন, এমন ঘটনা। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

কোথায় কী
বর্ধমান

সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজগঞ্জ। সন্ধ্যা ৭টা। উদ্যোগ: গৈরিক সঙ্ঘ। ১৭ নভেম্বর পর্যন্ত।

ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী। বোরহাট কমলাকান্ত কালীবাড়ি। সারাদিন।

কেতুগ্রাম

সাহিত্যিক অবধূতের জন্মদিন পালন। উদ্ধারণপুর। সকাল ৯টা। অবধূত জন্মোৎসব কমিটি।

দুর্গাপুর

শিশু দিবস উপলক্ষে চিত্র কর্মশালা। সংস্থার প্রাঙ্গন। দুপুর ২টা।
উদ্যোগ: দুর্গাপুর বিধানগর চিলড্রেন ওয়েলফেয়ার সোসাইটি এবং স্বপ্ন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.