পুলিশি টহলের আশ্বাস, উঠে গেল ট্রাক ধর্মঘট
দুষ্কৃতীদের গ্রেফতার ও বাণিজ্য চলাকালীন পুলিশি টহলের আশ্বাসে অনিদিষ্টকালের ট্রাক ধর্মঘট তুলে নিয়েছে মহদিপুর ট্রাক ওনার্স অ্যসোসিয়েশন। রবিবার থেকে মহদিপুর সীমান্ত দিয়ে ফের বাংলাদেশে রফতানি শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “যে সমস্ত দুস্কৃতীরা ট্রাক চালকের উপর হামলা করেছিল তাদের গ্রেফতার করতে পুলিশ ব্যাপক তল্লাশি শুরু করেছে। কিন্তু অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের ধরা যায়নি। পুলিশের পাশাপাশি বিএসএফও দুস্কৃতীদের ধরতে তল্লাশি চালাচ্ছে। দুষ্কৃতীরা যাতে ট্রাক চালকদের কাছ থেকে জোর করে তোলা আদায় করতে না পারে সেইজন্য মহদিপুর সীমান্তে যতক্ষণ পর্যন্ত রফতানি বাণিজ্য চলবে সেই সময় সুসতানির মোড় থেকে মহদিপুর পর্যন্ত পুলিশ টহল দেবে।” জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে দাবি মতো তোলা না দেওয়া খাসিমারি ও পিয়াসবাড়ির দুস্কৃতীরা দুই চালককে বেধড়ক মারধর করে। ওই ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে বাংলাদেশে সমস্ত রফতানি বাণিজ্য বন্ধ করে অনিদির্ষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল মহদিপুর সীমান্ত ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও মহদিপুর এক্সপোর্টার অ্যসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যসোসিয়েশনের ডাকা বন্ধকে সমর্থন জানিয়েছিলয় মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জল সাহা বলেন, “জেলা পুলিশ সুপার দুষ্কৃতীদের গ্রেফতার করার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশপাশি তোলাবাজি রুখতে পুলিশ টহলদারি শুরু করেছে। পুলিশের প্রতিশ্রুতির ভিত্তিতে আজ সকাল থেকে মহদিপুর সীমান্তে বাংলাদেশে রফতানি বণিজ্য শুরু হয়েছে।” উজ্জল সাহা দাবি করেন, একদিন বাংলাদেশে রফতানি বাণিজ্য বন্ধ থাকার ফলে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। মহদিপুর সীমান্ত ট্রাক ওনার্স অসোসিয়েশনের সম্পাদক জালসু সেখ বলেন, “পুলিশের কাছ থেকে নিরাপত্তার প্রতিশ্রুতি পেয়ে ধর্মধট তুলে নিয়েছিয়” মহদিপুর এক্সপোর্টার অ্যসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সমীর ঘোষ বলেন, “দুষ্কৃতীদের জুলমবাজিতে বহু রফতানিকারকরা মহদিপুরে আসতে ভয় পাচ্ছেন। সেইজন্য আমরা চাই নিরাপত্তা। নিরাপত্তা সুনিশ্চিত হলে বহু রফতানিকারকরা ফের মহদিপুরে ফিরে আসবেন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.