দুষ্কৃতীদের ছবি আঁকল সিআইডি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
দুষ্কৃতীদের ধরতে সিআইডি-র শিল্পীকে দিয়ে অপরাধীদের ছবি আঁকাল পুরুলিয়া জেলা পুলিশ। আদ্রায় পর পর দু’টি বাড়িতে অভিনব কৌশলে প্রতারণা ও রঘুনাথপুরের একটি স্বল্প সঞ্চয়ের অফিসে ডাকাতির ঘটনার কিনারা করতে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে দুষ্কৃতীদের বর্ণনা অনুযায়ী ছবি আঁকান হয়। রঘুনাথপুরের এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, “আদ্রার ঘটনায় এক জন এবং রঘুনাথপুরের ঘটনায় দু’জনের ছবি আঁকান হয়। ঝাড়খণ্ডের বিভিন্ন থানাতেও ছবিগুলি পাঠান হবে।” পুলিশের একটি সূত্রে বলা হয়, দু’টি ঘটনা বিশ্লেষণ করে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দুষ্কৃতীরা বাইরের। ফলে ওই ছবি ধরে তাদের খোঁজ করতে সুবিধা হবে।
|
স্বাধীনতা সংগ্রামী প্রয়াত পুরুলিয়ায়
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
স্বাধীনতা সংগ্রামী মালতী দাশগুপ্ত (৮৮) রবিবার প্রয়াত হলেন। মানবাজারের মাঝিহিড়া আশ্রমের প্রতিষ্ঠাতা চিত্তভূষণ দাশগুপ্তর সহধর্মিনী ছিলেন তিনি। স্বাধীনতার আগে এই আশ্রম স্বদেশী আন্দোলনের অন্যতম প্রাণকেন্দ্র ছিল। স্বামী, চার ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিরা রয়েছেন। দর্শনার্থীদের জন্য মালতীদেবীর দেহ সোমবার সন্ধ্যা পর্যন্ত আশ্রমে রাখা হবে। |