কালীপুজোয় থিমে জেলার অন্যান্য এলাকাকে টেক্কা দেওয়ার জন্য তৈরি জঙ্গলমহলের সদর শহর খাতড়া।
অশোককাননে বন্দিনী সীতা থেকে পথের পাঁচালির অপু-দুর্গার ট্রেন দেখতে যাওয়ার দৃশ্যপট কিংবা আদিবাসীদের চালচিত্র দর্শনার্থীদের কাছে তুলে আনছেন এখানকার পুজো উদ্যোক্তরা। এবারও ছোট-বড় মিলিয়ে ৪০টির বেশি কালীপুজো হচ্ছে খাতড়ায়। খাতড়া সিনেমা রোড পুজো কমিটির পুজো ভাবনা ‘অশোককাননে বন্দিনী সীতা’। কমিটির সভাপতি অঞ্জনাভ চক্রবর্তী জানান, বাঁশ, থার্মোকল, বাটাম ও কাপড় দিয়ে তৈরি গাছগাছালিতে ঘেরা তাঁদের মণ্ডপ। ভিতরে গাছের তলায় বসে বন্দিনী সীতা। আলোর কারুকার্যে ফুটিয়ে তোলা হবে বানর বাহিনীর সেতুবন্ধনের দৃশ্য। সাংস্কৃতিক অনুষ্ঠানও অন্যতম আকর্যণ। |
সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ সিনেমার অপু-দুর্গার গ্রাম ছাড়িয়ে ছুটতে ছুটতে ট্রেন দেখার ছবি ফুটে উঠছে মেধাবী সঙ্ঘের মণ্ডপে। মেধাবী সঙ্ঘের সম্পাদক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জানান, খড়, মাটি, বাঁশ, কাপড় দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে। প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে পথের পাঁচালি সিনেমা। এখানে মেলা বসবে। অভিনব মণ্ডপের চমক থাকছে খাতড়া নাইন স্টার ক্লাবের পুজোয়। ক্লাব সম্পাদক নিতাই বাউরি জানান, সুড়ঙ্গের মধ্যে মাটির টিলা, তার নিচে বড় বড় মাশরুম। পাশে ছোট ডোবে। মাশরুমের তলায় কালীপ্রতিমা।
পিছিয়ে নেই খাতড়া স্টার ক্লাব। পাটকাঠি দিয়ে এই মণ্ডপের ভিতরেও রয়েছে সুন্দর নকশার কারুকার্য। ক্লাব সভাপতি গৌতম কুণ্ডু জানান, কাঁথির শিল্পীরা পাট কাঠি দিয়ে মন্ডপটি তৈরি করেছেন। আদিবাসীদের জীবনযাত্রার খন্ডচিত্র ফুটে উঠেছে খাতড়া উত্তরপল্লির মন্ডপসজ্জা।
থিম পুজোয় জেলার অন্যান্য এলাকাও। পাত্রসায়র সর্বজনীনের সম্পাদক সুব্রত দত্ত জানান, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে। বালসি মেলবন্ধনের সাংস্কৃতিক সম্পাদক সম্পদ খাঁড়াৎ জানান, তাঁদের থিম অশোককাননে বন্দিনী সীতা। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। |