টুকরো খবর |
তালা ভেঙে ডাকাতি বীজপুরে |
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
জগদ্দলের পর এবার বীজপুরেও মাঝরাতে বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির ঘটনা ঘটল। পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে আলমারি খুলে টাকা, গয়না, ল্যাপটপ-সহ জামাকাপড় নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে বীজপুরের পলাশি মাঝিপাড়ায় রেলকর্মী পঞ্চানন ওঁরাওয়ের বাড়িতে হানা দেয় সাত-আটজনের সশস্ত্র দুষ্কৃতী দল। গ্রিলের দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে তারা। আওয়াজে পঞ্চাননবাবুদের ঘুম ভাঙলেও চিৎকার করার সুযোগ পাননি। তালা ভেঙে সটান শোওয়ার ঘরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। পঞ্চাননবাবু বলেন, ‘‘সকলের বয়স ছিল তিরিশ-পঁয়তিরিশের মধ্যে। মুখ বাঁধা ছিল। আগ্নেয়াস্ত্র ছাড়াও ছুরি ও ভোজালি ছিল ওদের হাতে। কথা বললেই মেরে ফেলার ভয় দেখাচ্ছিল।’’ সবাইকে একটা ঘরে এনে হাত, পা বাঁধে। আলমারির চাবি নিয়ে লকার থেকে গয়না ও টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা গাড়ি নিয়ে এসেছিল বলে পুলিশের অনুমান। ব্যারাকপুরের এডিসি শুভঙ্কর ভট্টাচার্য বলেন, ‘‘তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীরা স্থানীয় কি না দেখা হচ্ছে। পরিচিত কোনও সূত্র থেকে খবর পেয়ে ডাকাতির ছক কষা হয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।’’
|
সভায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ রেজ্জাকের |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
কয়েকদিন আগে জীবনতলার কালীতলা বাজারে সিপিএমের একটি শাখা অফিস দখল করে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমলের বিরুদ্ধে। সিপিএমের দুই কর্মীকে মারধরের অভিযোগও ওঠে। তারই প্রতিবাদে জানাতে রবিবার ক্যানিং- নাগরতলা মোড়ে এক সভার আয়োজন করে সিপিএম। উপস্থিত ছিলেন সদ্য হজ ফেরত প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা। তিনি বলেন, “কেন্দ্র ও রাজ্য কোথাও বনিবনা হচ্ছে না অহঙ্কারী মুখ্যমন্ত্রীর। তৃণমূল নিজেদের হতাশা থেকেই সিপিএম কর্মীদের পেটাচ্ছে। এর ফলে তৃণমূলের পতন হবে।” পুলিশ তৃণমূলের কথায় চলছে অভিযোগ করে তিনি বলেন, “ওঁরা ঘুষের টাকায় স্ত্রীদের বেনারসী কিনে দিতে পারেন, কিন্তু ওই টাকায় তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়া হবে না।”
|
আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাট স্টেশনে |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
স্টেশনে যাত্রী ও ব্যবসায়ীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাট চালিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। রবিবার ভোরে ঘটনাটি ঘটে হাসনাবাদ -বারাসত শাখায় হাড়োয়া স্টেশনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, এ দিন ভোর ৪টে নাগাদ কয়েকজন মাছ ব্যবসায়ী স্টেশনে একটি চায়ের দোকানে বসেছিল। সেই সময়েই মুখে কালো কাপড় বাঁধা ৮-১০ জনের সশস্ত্র একটি দল হামলা চালায়।
|
সেতুর শিলান্যাস |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
রবিবার ক্যানিংয়ের ডাবু খালের উপর দুমকি সেতুর নিমার্ণ কাজের শিলান্যাস অনুষ্ঠান আয়োজিত হল। উপস্থিত ছিলেন, রাজ্য সরকারের সেচ ও জলপথ দফতরের রাস্ট্রমন্ত্রী শ্যামল মণ্ডল এবং সংশ্লিষ্ট দফতরের সচিব তুষার কান্তি ঘোষ। শ্যামল মণ্ডল জানান, “১০০ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া ওই সেতু নির্মাণ করতে সেচ দফতরের প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যায় হবে।” এর ফলে ওই এলাকার প্রায় ২৫ হাজার মানুষ উপকৃত হবেন বলেও তিনি জানান।
|
বসিরহাটে থানায় বিক্ষোভ, ঘেরাও আইসি |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
|
—নিজস্ব চিত্র। |
সম্প্রতি কয়েকটি চুরি-ডাকাতির ঘটনায় দুষ্কৃতীদের ধরতে না পারা ও লুঠ হওয়া জিনিসপত্র উদ্ধার না হওয়ায় রবিবার বসিরহাট থানার মধ্যে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘেরাও হলেন আইসি। প্রায় দু’ঘণ্টা বিক্ষোভ চলার পরে এক মাসের মধ্যে দুষ্কৃতীদের ধরার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা শান্ত হন।
|
গড়িমসির নালিশ |
সংবাদসংস্থা • মগরা |
অ্যাসিডে পুড়ে গিয়েছিল পিঠ-হাত। সেই অবস্থায় থানায় ছুটে গিয়েছিলেন এক বধূ। অভিযোগ, এফআইআর না নিয়ে উল্টে গালমন্দ করে তাঁকে ফিরিয়ে দেন হুগলির মগরা থানার পুলিশ কর্মীরা। সেই থানাই তিন দিন পরে ওই অভিযোগ নিল। তবে পদস্থ পুলিশ অফিসারদের হস্তক্ষেপে। ১০ নভেম্বর গ্রেফতারও করা হয়েছে অভিযুক্ত স্বামীকে। |
সোনারপুরে ছিনতাই, ধৃত অপর এক দুষ্কৃতী |
সোনারপুরের ছিনতাই কাণ্ডে জড়িত সন্দেহে আরেক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার শিয়ালদহ স্টেশন থেকে আশিস সিংহ সর্দার নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি। গত বৃহস্পতিবার প্রতাপনগর এলাকায় এক মহিলার হার ছিনতাইয়ের সময় গুলি চালিয়েছিল আশিস। ঝর্না নস্কর নামে এক মহিলা জখম হন। ওই দিন মোটরবাইকে চেপে দুই দুষ্কৃতী হামলা চালিয়েছিল। শনিবার সকালে সোনারপুর এলাকা থেকে দেবাশিস মণ্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। ধৃতকে জেরা করে আশিসের খোঁজ শুরু করেন তদন্তকারীরা। বৃহস্পতিবারের এই ঘটনার পর আশিস বারুইপুর থানা এলাকার কল্যাণপুরে এক ডেরায় লুকিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।
|
আত্মহত্যায় প্ররোচনার দায়ে |
ট্রেনের ধাক্কায় এক যুবতীর মৃত্যু ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের হল। শনিবার রাতে শিয়ালদহ উত্তর শাখার মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন লেভেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মৌসুমী ঘোষ (১৮) নামে এক যুবতীর মৃত্যু হয়। রবিবার যুবতীর পরিজনরা বারাসত জিআরপিতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেন। |
|