তাজমহল না দেখতে পারার আক্ষেপ আর দোসা খাওয়ার তৃপ্তি মারিয়া শারাপোভার প্রথম বার ভারতে আসার অভিজ্ঞতা হয়ে থাকছে। টেনিসের গ্ল্যামার রানি রবিবাসরীয় দিল্লিতে নিজেই স্বীকার করেছেন, ভারতে আসতে তাঁর বহু দিন লেগে গেল। পরক্ষণেই যোগ করেছেন, “এখানে আসতে পেরে আমার দারুণ লাগছে। এ দেশে আমার প্রচুর ভক্ত আছে। আশা করি কোনও এক দিন ভারতে আমার ভক্তরা আমার খেলা স্বচক্ষে এখানে দেখবেন।” ঝটিতি সফরে এ দেশের কী স্মৃতি নিয়ে যাচ্ছেন প্রশ্নে এ বছরই কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা ২৫ বছর বয়সি রুশ টেনিস সুন্দরী বলেছেন, “গতকালই রাতে আমি এখানে পৌঁছেছি। সকালে হোটেলের শ্যেফকে জিজ্ঞেস করলাম, কোন ভারতীয় মেনু আমার খেয়ে দেখা উচিত? শেষ পর্যন্ত দোসা খেয়ে দেখলাম। অপূর্ব স্বাদ। |
এই দারুণ অভিজ্ঞতাটা সঙ্গে নিয়ে যেতে চাই।” শারাপোভা আরও জানাচ্ছেন, এ বার সময়াভাবে তাজমহল দেখতে যাওয়া হল না বলে খারাপ লাগছে তাঁর। তার বদলে দিল্লির শপিংমল ঘুরে ফ্লোরিডায় তাঁর বন্ধুদের জন্য যত পারবেন ভারতীয় স্মারক কিনে নিয়ে যাবেন। সানিয়া মির্জার সঙ্গে তাঁর সাত বছর আগের যুক্তরাষ্ট্র ওপেন প্রি-কোয়ার্টার ম্যাচের প্রসঙ্গ উঠল। এবং ভারতীয় টেনিসের গ্ল্যামার কন্যার বিরুদ্ধে শারাপোভা তাঁর একমাত্র ম্যাচ নিয়ে বলেন, “সে তো অনেক দিন আগের কথা! তবে মেয়েটা খুব লড়াকু ছিল।” সানিয়ার ডাবলসে বেশি মনোযাগী হওয়া নিয়ে শারপোভার ব্যাখ্যা, “টেনিসে সিঙ্গলস-ডাবলস দু’টোই চালিয়ে যাওয়াটা অসম্ভব কঠিন। তার জন্য প্রচণ্ড শক্তিশালী শরীর চাই। সে জন্য পরিস্থিতি বুঝে যে কোনও একটা ত্যাগ করা ভালই।” |