দীপাবলি নির্বিঘ্ন করতে উদ্যোগ
মোটর বাইকে পুলিশ, নজরদারি ক্লাবেরও
লোর উৎসবের বাকি আর একটা দিন। প্রস্তুতি প্রায় সারা। প্রস্তুত হচ্ছে পুলিশ -প্রশাসনও। তাদের ভাবনা, শব্দবাজির দাপট আর মহিলাদের প্রতি অশালীন আচরণে উৎসবের ছন্দপতন না হয় !
যতই কড়াকড়ি হোক না কেন, কালীপুজোর সময়টা নিষিদ্ধ বাজির দাপট সে অর্থে নিয়ন্ত্রণ করা যায় না। সমস্যা তৈরি হয় মেয়েদের নিরাপত্তা নিয়েও। রাস্তাঘাটে মদ্যপ যুবকদের উপদ্রব এই সময় বাড়ে। ইভটিজিংয়ের মতো ঘটনাও ঘটে। এই পরিস্থিতিতে নিজ নিজ এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুজো কমিটিগুলিকেই উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ -প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত বলেন, “পুজো উদ্যোক্তারা সতর্ক থাকলে উৎসব সুষ্ঠু ভাবেই মিটবে। ইতিমধ্যে উদ্যোক্তাদের কাছে এই আবেদন রাখা হয়েছে।” উৎসবের ক’দিন অনভিপ্রেত ঘটনা এড়াতে তৎপর পুলিশও। জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “মোটর বাইকে করে বিভিন্ন এলাকায় নজরদারি চলবে। অবৈধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চলছে। ক্ষেত্রে পুজো কমিটিগুলির কাছেও আমরা সহযোগিতা করার আবেদন রেখেছি।”
মেদিনীপুর-খড়্গপুর, দুই শহরেই কালীপুজো দীপাবলি ঘিরে উৎসাহ-উদ্দীপনা থাকে। থিম পুজো হয়। মণ্ডপে মণ্ডপে থাকে ভিড়। অনেক সময় উৎসবের ছন্দ কাটে অনভিপ্রেত ঘটনায়। কোথাও শব্দবাজির তাণ্ডবে সাধারণ মানুষ অতিষ্ঠ হন, কোথাও বা ঠাকুর দেখতে বেরিয়ে মদ্যপদের দৌরাত্ম্যে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় মহিলাদের। এই সব এড়াতেই জেলা পুলিশ-প্রশাসনের আবেদন সাড়া দিয়ে নিজ নিজ এলাকায় নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটিগুলি। মেদিনীপুরের থেকে খড়্গপুর শহরেই বড় বাজেটের কালীপুজো বেশি হয়। রেলশহরে আবার বহু ভাষাভাষি মানুষের বাস। তাই এখানে অনভিপ্রেত ঘটনা ঘটার সম্ভাবনাও বেশি থাকে। খড়্গপুরের ঝাপেটাপুরে ‘২৭ ইউথ সেন্টারের’ পুজো। পুজো কমিটির অন্যতম সদস্য নিখিলেশ সিংহ বলেন, “আমরাও এলাকায় নজরদারি চালাব। ক্ষেত্রে পুলিশ-প্রশাসনের সঙ্গে সব রকম সহযোগিতা করব।” একই বক্তব্য ইন্দার ‘মহামায়া ক্লাবের’ পুজো উদ্যোক্তাদের। পুজো কমিটির সৌমেন দাস বলেন, “পুজোর সময় এলাকায় নজরদারি থাকেই। ক্লাবের সদস্যরা নিজেরা উদ্যোগী হয়েই নজরদারি চালান।”
উৎসবের ক’টা দিন নির্বিঘ্নে কাটাতে ইতিমধ্যে পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক হয়েছে। থানা এবং মহকুমাস্তরের পাশাপাশি বৈঠক হয়েছে জেলাস্তরে। কী করা যাবে আর কী কী করা যাবে না, বৈঠকে কমিটিগুলিকে তা স্পষ্ট ভাবে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুই শহর তার আশপাশ এলাকার উৎসবের দিনগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে। জন্য মেদিনীপুর -খড়্গপুর শহরকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এক একটি এলাকায় নজরদারির জন্য পৃথক পুলিশকর্মীরা থাকবেন। সকাল-দুপুর-রাত, যখন তখন এলাকায় হানা দেবেন পুলিশকর্মীরা। অলিগলিতেও ঢুকে পড়বেন। কালীপুজোর আগে বিশেষ অভিযান চালিয়ে ঘাটাল, চন্দ্রকোনা দাসপুর থানার পুলিশ ৫০ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। ঘাটালের সিআই অসিত সামন্ত জানান, “গত কয়েকদিনে টানা অভিযান চালিয়ে এদের পাকড়াও করা হয়।” পুলিশ সূত্রের খবর, ধৃতদের নামে বেআইনি মদ বিক্রি, মদ্যপ অবস্থায় মহিলাদের উত্ত্যক্ত করা, বাড়িতে চুরি, মোটর বাইক চুরি-সহ নানা অভিযোগ রয়েছে।
ভাবে উৎসব নির্বিঘ্নে কাটবে বলেই মনে করছে পুলিশ-প্রশাসন। জেলাশাসক বলেন, “সকলে সহযোগিতা করলে উৎসবের দিনগুলি নির্বিঘ্নেই কাটবে। কমিটিগুলিও সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।”জেলা পুলিশ সুপারেরও বক্তব্য, “বিভিন্ন এলাকায় নজরদারির ব্যবস্থা থাকছে। আশা করি, উৎসবের ক’টা দিন সুষ্ঠু ভাবেই কাটবে।” কালীপুজোর আগে জঙ্গলমহলেও নজকদারি বাড়ানো হয়েছে।
কালীপুজোর মদ্যপদের উৎপাত ঠেকাতে বার বিশেষ সতর্কতা নিয়েছে পূর্ব মেদিনীপুরের জেলাসদর তমলুকের পুলিশ-প্রশাসন। প্রতি বছর কালীপুজোর রাতে শোভাযাত্রা বেরয় তমলুক শহরে। ছোট-বড় মিলিয়ে ৫০টিরও বেশি পুজো হয় শহরে। এদের মধ্যে বেশ কিছু পুজোকমিটি বর্ণাঢ্য শোভাযাত্রা করে শহর পরিক্রমা করে কালীপুজোর দিনে। এই শোভাযাত্রা নিয়ে প্রতিযোগিতার ব্যবস্থা করে পুরসভা। শোভাযাত্রায় মদ্যপদেরই ভিড় থাকে বলে অভিযোগ। তমলুক পুরসভার পুরপ্রধান দেবিকা মাইতি এই সমস্যার কথা মেনে নিয়ে জানান, পুজোকমিটিগুলিকে এই বিষয়ে আগাম সতর্ক করে দেওয়া হয়েছে। তমলুকের এসডিপিও পারিজাত বিশ্বাস বলেন, “কালীপুজার রাতে শহরে মদ্যপদের উৎপাত বন্ধ করতে কড়া পুলিশি পাহারার ব্যবস্থা করা হচ্ছে। শব্দবাজির দৌরাত্ম্য রুখতে অভিযান চালানো হচ্ছে। টহলদারিও বাড়ানো হবে।” আদালতের নির্দেশ মেনে মাইক ব্যবহারের পাশাপাশি মণ্ডপে যথাযথ অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে বলে কাঁথির পুজোকমিটিগুলিকে জানিয়ে দিয়েছে মহকুমা পুলিশ। কাঁথির এসডিপিও ইন্দ্রজিৎ বসু বলেন, “শব্দবাজি ব্যবহার করলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাস্তায়-রাস্তায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.