কড়া নজরদারি, আশ্বাস হাওড়া জেলা পুলিশের |
হাওড়া গ্রামীণ এলাকায় কালীপুজোর সময়ে ইভটিজিং-এর ঘটনা রুখতে বিভিন্ন এলাকায় পুলিশের কড়া নজরদারি চলবে। এ ছাড়া শব্দদুষণ রুখতেও নজরদারি চালাবে পুলিশ। এ কথা জানা গিয়েছে জেলা পুলিশ সূত্রে।
পুলিশ জানিয়েছে, বাগনান, পাঁচলা, সাঁকরাইল প্রভৃতি এলাকায় সম্প্রতি কয়েকটি ইভটিজিং-এর ঘটনা ঘটেছে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই অবশ্য পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এ সবের পরিপ্রেক্ষিতে কালীপুজোর সময়ে যাতে মহিলারা ইভটিজারদের খপ্পরে না-পড়েন সে জন্য আরও বেশি করে নজরজদারি চালানো হবে বলে জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন। প্রতিটি থানা এলাকায় সাদা পোশাকের পুলিশ নজরদারি চালাবে। এ ছাড়া থাকবে মোটরবাইক নিয়ে পুলিশের মোবাইল-নজরদারি। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয় সে জন্য বিভিন্ন ক্লাব এবং গণসংগঠনকে থানার আইসি এবং ওসি-র মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও দেওয়া হয়েছে জেলা পুলিশের কন্ট্রোলরুমের টেলিফোন নম্বর। কালীপুজো উপলক্ষে প্রতিটি থানায় যে সমন্বয় কমিটি গড়া হয়েছে তার বৈঠকেও পুলিশের পক্ষ থেকে কী কী করণীয় তা জানিয়ে দেওয়া হয়েছে। হাওড়া জেলা পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে শব্দদূষণের অভিযোগ থাকলে তা যেন সরাসরি থানার আইসিকে। সমন্বয় কমিটির বিভিন্ন সদস্যকে জেলা পুলিশের কর্তা এবং জেলা পুলিশ কন্ট্রোলরুমের টেলিফোন নম্বরও দিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য, শব্দদূষণের কোনও ঘটনা ঘটলেই যেন দ্রুত তা পুলিশকে জানানো যায়। জেলা পুলিশের এক কর্তা জানান, মানুষ যাতে নিরুপদ্রবে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন তা সুনিশ্চিত করতেই পুলিশের পক্ষ থেকে এই সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
|
বাঁশবন থেকে উদ্ধার হল সদ্যোজাত। তার বাঁ পায়ের আঙুলগুলি খেয়ে ফেলেছিল কুকুর। শিশুটিকে উদ্ধার করে রবিবার সকালে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তির করেন আরামবাগের পাড়াবাগনান গ্রামের মাজিপাড়ার বাসিন্দা মিনতি মাজি। প্রাতঃকৃত্য সারতে গিয়ে তিনি ওই দৃশ্য দেখতে পেয়েছিলেন। হাসপাতালের সুপার নির্মাল্য রায় বলেন, “এক দিনের ওই পুরুষ শিশুটির বিশেষ পরিচর্যা চলছে।” মিনতিদেবী জানান, প্লাস্টিকের প্যাকেট জড়ানো ছিল শিশুটির গায়ে। কুকুর সেটি নিয়ে টানাটানি করছিল। কুকুরটিকে তাড়িয়ে শিশুটিকে রক্ষা করেন তিনি।
|
বালি পুরসভার বন্ধ থাকা বৈদ্যুতিক চুল্লিটি চালু হল রবিবার থেকে। পুরসভা সূত্রে খবর, ফেয়ার ব্রিক্স ভেঙে যাওয়ার জন্য গত ২২ অক্টোবর বালি পাঠকঘাট শ্মশানের এই চুল্লি বন্ধ করে দিতে হয়। মেরামতির পরে এ দিন সকাল থেকে তা খুলে দেওয়া হয়। |