অনুমতি ছাড়াই পোস্টারে মুখ, ক্ষুব্ধ অমিতাভ
নিজস্ব সংবাদদাতা • পটনা ও মুম্বই |
খবরের কাগজেই প্রথম চোখে পড়ে নিজের ছবিটা। শিশুদের শিক্ষা-সংক্রান্ত প্রচারে তাঁর ছবি ব্যবহার করেছে বিহার পুলিশ। এ হেন কাজে প্রচণ্ড ক্ষুব্ধ অমিতাভ বচ্চন। অভিযোগ, তাঁর কোনও রকম অনুমতি নেওয়া হয়নি। এই ঘটনার পরেই অমিতাভ টুইট করেন, তিনি আইনি পদক্ষেপ করবেন। প্রায় সঙ্গে সঙ্গেই অবশ্য পোস্টারগুলো সরিয়ে ফেলে পুলিশ। মাওবাদী-অধ্যুষিত এলাকায় শিশুদের শিক্ষা, তা ছাড়া মাওবাদী প্রভাব থেকে তাদের সরিয়ে আনা এমন কিছু বিষয় নিয়ে প্রচার শুরু হয়েছিল। এসপি উমাশঙ্কর সুধাংশু স্বীকার করে নিয়েছেন, ওই প্রবীণ অভিনেতার অনুমতি না নিয়েই প্রচার অভিযানে তাঁর ছবি ব্যবহার করা হয়েছিল। “আমরা সব পোস্টার সরিয়ে ফেলেছি। ছোটদের শিক্ষা-অভিযানে ওঁর ছবি ব্যবহার করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি”, বলেন সুধাংশু। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রচারে অমিতাভ বচ্চনের ছবি ব্যবহার করার সিদ্ধান্ত এক মাস আগেই নেওয়া হয়েছিল। যদিও তাঁকে জানানো হয়নি। অমিতাভের টুইট, “আমার ছবি ব্যবহার করার ব্যাপ্যারটা খবরেই চোখে পড়ল...। এটা বেআইনি।”
|
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিষিদ্ধ চলচিত্র দেখানোর দাবিতে মিছিল করার অভিযোগে নন্দন থেকে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম চন্দন প্রসাদ ও অভিনব সরকার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর নাগাদ ওই নিষিদ্ধ ছবি প্রচারের জন্য ওই দুই যুবক নন্দন চত্বরে স্লোগান দিচ্ছিল। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রবিবার সন্ধ্যায় ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|
চলচ্চিত্র উৎসব উপলক্ষে নন্দন চত্বরে তাঁবুতে ছবি দেখানো হচ্ছে। তারই উদ্বোধনে অভিনেত্রী
কোয়েল মল্লিক,
লকেট চট্টোপাধ্যায় এবং পরিচালক হরনাথ চক্রবর্তী। রবিবার। —নিজস্ব চিত্র। |
চলচ্চিত্র উৎসব উপলক্ষে নন্দনে ভিড়।—নিজস্ব চিত্র। |