সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণ ও বিজয়া সম্মেলনী আয়োজিত হল কালনা শহরের সত্যময় পাঠাগারে। শনিবার ‘বেঙ্গল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’ উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবাশিস নাগ, কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল, কালনা থানার ওসি অমিত মিত্র প্রমুখ। কবি সুনীল গঙ্গোপাধ্যায় বিষয়ক আলোচনাচক্র ছাড়ায় ছিল সঙ্গীতানুষ্ঠান ও স্বরচিত কবিতা পাঠের আয়োজন। একটি সাহিত্য পত্রিকার উদ্যোগে কাটোয়ার সার্কাস ময়দানেও আয়োজিত হল কবি-সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ও সৈয়দ মোস্তাফা সিরাজের স্মরণসভা। এই সভায় অন্তত ১৪ জন ওই দুই কবির স্মরণে স্বরচিত কবিতা পাঠ করেন। দুই বাচিক শিল্পী সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করেন। ছিল ওই দুই কবি বিষয়ক আলোচনাচক্রও।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের বটতলায় বাদশাহী রোডে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ আজফর আলি (৪৮)। তিনি স্থানীয় খারিজি মাদ্রাসার মৌলানা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বাইকে চড়ে যাওয়ার সময়ে একটি গাড়ি তাঁর বাইকটিতে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমানের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানেই এ দিন বিকেলে মৃত্যু হয় তাঁর। |