বৃষ্টি বিঘ্নিত সিঙ্গাপুর ওপেনে তৃতীয় দিনের খেলার শেষে যুগ্ম ছয়ে ভারতের দুই তারকা, অনির্বাণ লাহিড়ী ও গগনজিৎ ভুল্লার। আপাতত নয়-আন্ডার মোট স্কোরে লিডারবোর্ডে একে থাকা ডেন গল্ফার টমাস বিয়র্নের থেকে দু’জনেই পিছিয়ে চার শটে। এবং আজ যে রকম ফর্মে অসমাপ্ত তৃতীয় রাউন্ডে খেলেছেন, সেটা কাল ধরে রাখতে পারলে দু’জনেই খেতাবের লড়াইয়ে থাকবেন।
এ দিন মেঘ কেটে ঝলমলে রোদ ওঠার সঙ্গে সঙ্গেই ঝকঝকে হয়ে ওঠে দুই তারকার খেলা। দ্বিতীয় রাউন্ডের শেষে গগনজিৎ ছিলেন চব্বিশে আর অনির্বাণ পনেরোয়। দু’জনে পৌঁছে গিয়েছেন ছয়ে। তৃতীয় রাউন্ডের প্রথম নয় হোল-এ গগনজিৎ তিনটি বার্ডির সাহায্যে মোট পাঁচ-আন্ডার স্কোর করেছেন। অনির্বাণ আবার চারটি হোল খেলার মধ্যেই একটি বার্ডির পাশে একটি ঈগল করে বসে আছেন! ট্যুরে এগারো সপ্তাহ টানা খেলছেন গগনজিৎ। তবে ভারতীয় তারকা দ্বিতীয় রাউন্ডে কিছুটা সমস্যায় পড়েছিলেন। তাঁর নিজের কথাতে, “ম্যাপের সব জায়গায় শট মারছিলাম। এত এলোমেলো খেলছিলাম যে পাশ থেকে ইয়াং আমাকে জিজ্ঞাসাই করে বসে যে কাল রাতে ভাল করে ঘুমিয়েছি কি না!” কাল তৃতীয় রাউন্ডের খেলা শেষ হবে।
সেপাং সেনটোসা গল্ফ কোর্সে এ দিন গ্ল্যামারের ছটা নিয়ে হাজির ছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা ক্যারোলাইন ওজনিয়াকি। গল্ফে বিশ্বের এক নম্বর ররি ম্যাকিলরয়ের বান্ধবী তিনি। দু’জনে সারাদিন কাটালেন পাশাপাশি। তবে ক্যারোলাইনের উপস্থিতিও আইরিশ তারকাকে লিডারবোর্ডে তেরোর উপরে তুলতে পারল না। তৃতীয় রাউন্ডের প্রথম নয়ে একটি ঈগলের পাশে ডাবল বোগি ও দু’ডি বার্ডি পেয়েও বিয়র্নের থেকে পাঁচ শটে পিছিয়ে তিনি। ম্যাকিলরয়ের পাশে আছেন ভারতের আরও দু’জন। তৃতীয় রাউন্ডে পাঁচ হোল খেলে কলকাতার শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া মোট চার-আন্ডার স্কোরে আছেন তেরোয়। একই স্কোর শিব কপূরেরও। এক আন্ডার স্কোরে সাঁইত্রিশে জ্যোতি রণধাওয়া। |