টুকরো খবর |
ঘরোয়া লিগ নিয়ে রফাসূত্র মিলল না
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
১৬টি ক্লাবের জোটের হুমকি ছিল, ৩১ জানুয়ারির মধ্যে কলকাতা লিগ শেষ করার। শনিবার তা নিয়ে ক্লাব জোটের সঙ্গে আইএফএ-র বৈঠক হল। কিন্তু সমাধানসূত্র মিলল না। বরং আইএফএ সম্ভাব্য একটি সূচি ধরিয়ে দিল ক্লাবগুলোর হাতে। যা নিয়ে তারা ফের সভায় বসবে ১৯ নভেম্বর। আইএফএ-র সম্ভাব্য সূচি অনুযায়ী ২৪ জানুয়ারির মধ্যে অবনমনের ম্যাচ হয়ে যাবে। চ্যাম্পিয়নশিপ রাউন্ড শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। ক্লাবকর্তারা এই নতুন সূচি নিয়েই আইএফএ-র সঙ্গে ফের আলোচনায় বসবেন। ক্লাবগুলো জানাচ্ছে, আইএফএ যে নতুন করে পুরো ব্যাপারটা ভাবছে তাতে আপাতত স্বস্তি। কিন্তু জানুয়ারি পেরিয়ে গেলে যে আর্থিক ভাবে দল চালানোর অসুবিধা থাকবেই সে কথা ফের আইএফএকে জানিয়েছে তারা। এ দিকে মোহনবাগান এ দিনই আইএফএকে চিঠি দিল আগামী মরসুমের ঘরোয়া লিগ নিয়ে কিছু প্রস্তাব জানিয়ে। মোহনবাগানের বক্তব্য, আই লিগের তিন ক্লাবকে বাদ দিয়ে বাকিদের মধ্যে রাউন্ড রবিন লিগ করে সেখান থেকে সেরা তিন বেছে নেওয়া। পরে ওই তিন ক্লাবের সঙ্গে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও প্রয়াগ ইউনাইটেডের মধ্যে লিগ পর্যায়ে খেলা। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় জানান, মোহনবাগানের প্রস্তাব অবশ্যই ভেবে দেখবেন। |
ম্যাচ গড়াপেটা নিয়ে বই, তির সেই ভারত-পাক ম্যাচের দিকে
সংবাদসংস্থা • করাচি |
বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-পাক ম্যাচ গড়াপেটার অভিযোগ উড়িয়ে দিলেন পাকিস্তানের তারকা স্পিনার সইদ আজমল। এক ব্রিটিশ সাংবাদিকের আনা ওই অভিযোগের পাল্টা হিসেবে তিনি বলে রাখলেন, পুরো ব্যাপারটাই ঘটানো হচ্ছে আসন্ন ভারত-পাক সিরিজের সম্প্রীতিকে নষ্ট করতে।
ওই সাংবাদিক নিজের বইয়ে লিখেছেন, বিশ্বকাপ সেমিফাইনালে গড়াপেটা হয়ে থাকলেও থাকতে পারে। যা পুরোপুরি উড়িয়ে আজমল আবার বলেছেন, “আমার মনে হয় এই ব্যাপারটা ছড়ানো হচ্ছে যাতে আসন্ন ভারত সিরিজের মেজাজটাকে নষ্ট করা যায়। এই অভিযোগের পিছনে কোনও সারবত্তা আছে বলে মনে হয় না। আমি নিজে সেমিফাইনালটা খেলেছি বলে জানি, দু’দলের ক্রিকেটাররা কী ভাবে দাঁতে দাঁত চেপে সে দিন লড়েছিল।” সঙ্গে যোগ করেছেন, “আর এটা সত্যি সত্যি হয়ে থাকলে এত দিন পড়ে থাকত? কেউ কোনও প্রমাণ দেখাতে পেরেছে?” নিজের বইয়ে ওই ব্রিটিশ সাংবাদিক লিখেছেন, ম্যাচে কী হবে না হবে, তা নিয়ে এক ভারতীয় বুকির কাছ থেকে মেসেজ পেয়েছিলেন তিনি। বইটা এখনও প্রকাশিত না হলে কী হবে, একটি ব্রিটিশ ট্যাবলয়েড বইয়ের কিছু অংশ ইতিমধ্যেই তুলে দেওয়ায় যত বিপত্তি। সংশ্লিষ্ট ওই বুকির সেমিফাইনাল নিয়ে ভবিষ্যদ্বানীও নাকি অনেকটা মিলে গিয়েছে। বিশ্বকাপ সেমিফাইনাল গড়াপেটার অভিযোগ অবশ্য আগেই খারিজ করেছে আইসিসি। |
টেবল টেনিস প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ স্টেট টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে সেমিফাইনালে উঠেছেন টেকমি সরকার, মেধা মৈত্র, নন্দীতা সাহা এবং সাগরিকা মুখোপাধ্যায়। শনিবার নিউ জলপাইগুড়ির রেল ইন্সস্টিটিউট হলে কোয়ার্টার ফাইনালের খেলাগুলি হয়। টেকমি-মেধা, নন্দীতা-সাগরিকা আজ, রবিবার লড়বেন। অন্য দিকে পুরুষ বিভাগে সেমিফাইনালে উঠেছে রাজ মণ্ডল, অভীক দাস এবং অর্ণব অধিকারী। রাজ এবং অভীক লড়বেন। অর্ণবের মুখোমুখি হবে শুভজিৎ সাহা। জুনিয়র বিভাগে ফাইনালে রাজীব সরকার লড়বে সোলাঙ্ক চক্রবর্তীর সঙ্গে। সাগরিকা মুখোপাধ্যায় খেলবে অনুষ্কা দত্তের সঙ্গে। সাবজুনিয়র বিভাগে ফাইনালে উঠেছে সাগরিকা। প্রতিদ্বন্দ্বী পূজা পাল। ছেলেদের বিভাগে রাজা কুণ্ডু ফাইনালে খেলবে সর্বজিৎ গুহের সঙ্গে। ক্যাডেট মেয়েদের বিভাগে ফাইনালে শ্রেয়া ঘোষ মুখোমুখি হবে দীক্ষা বিশ্বাসের। নার্সারি বিভাগে ফাইনালে শুভদীপ দাস এবং শুভ্রজ্যোতি পাল, দীক্ষা এবং সত্যপর্ণী দে। হোপ বিভাগে ফাইনালে দেবজিৎ দাস বনাম অগ্নিভ সরকার এবং অনুশ্রী গুপ্ত বনাম বিপাসনা থাপা। পুরুষদের ডাবলসে ফাইনালে উঠেছে রাজ মণ্ডল-বীরুপাক্ষ সাহা জুটি এবং রাজীব সরকার-শুভম বসাক জুটি। মহিলা বিভাগের ফাইনালে টেকমি সরকার-অন্তরা বন্দ্যোপাধ্যায় জুটি প্রতিদ্বন্দ্বিতা করবে মেধা-সায়নী বসু জুটির। |
ব্যাডমিন্টন লিগে আইকন সাইনা
সংবাদসংস্থা • মুম্বই |
|
জ্বালার সঙ্গে সাইনা। ছবি: পিটিআই |
সাইনা নেহওয়াল-সহ পাঁচ ভারতীয় তারকাকে আইকন প্লেয়ার করল ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগ। ভারতের ছ’টি শহরকে নিয়ে ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার মূল্যের টুর্নামেন্টে পাঁচ শহরের প্রতিনিধিত্ব করবেন এই পাঁচ জন। সাইনার বেস প্রাইস ঠিক হয়েছে ৫০ হাজার মার্কিন ডলার। বাকিরা হলেন পারুপল্লি কাশ্যপ, জ্বালা গাট্টা, অশ্বিনী পোনাপ্পা এবং পি ভি সিন্ধু। দিল্লি, নাগপুর, পুণে, মুম্বই, লখনউ, চেন্নাই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর মধ্যে ছ’টি ফ্রাঞ্চাইজিকে প্রথম বছর তোলা হবে নিলামে। এদের বেস প্রাইস ঠিক হয়েছে ৩.৫ কোটি টাকা। টুর্নামেন্ট চলবে ২০১৩-র ২৪ জুন থেকে ১১ জুলাই। |
ট্রিপল সেঞ্চুরি যাদবের |
ঘরোয়া ক্রিকেট মরসুমের প্রথম তিনশো রানের সাক্ষী থাকল পুণে। মহারাষ্ট্রের কেদার যাদব উত্তর প্রদেশের বিরুদ্ধে রঞ্জির দ্বিতীয় দিনে করলেন ৩২৭। বল খেললেন মাত্র ৩১২। ছয় মাত্র দু’টো মারলেও বাউন্ডারি মেরেছেন ৫৪টি! মহারাষ্ট্রের রান দ্বিতীয় দিনের শেষে ৭৩৮-৫।
অন্য ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ভিভিএস লক্ষ্মণের সেঞ্চুরির উপর ভর করে রানের পাহাড় গড়ল হায়দরাবাদ (৩৪১)। লক্ষ্মণ করলেন ১২০। |
থামানো যাচ্ছে না লিয়েন্ডারদের |
বিশ্বমিটের সেমিফাইনালে তাঁরা আগেই চলে গিয়েছিলেন। এ দিন লন্ডনে ডাবলসে গ্রুপ ‘এ’-র শেষ ম্যাচে শীর্ষ বাছাই ব্রায়ান ভাইদেরও হারিয়ে দিয়ে গ্রুপে অপরাজিত থাকলেন লিয়েন্ডার পেজ এবং তাঁর চেক পার্টনার রাদেক স্টেপানেক। তিন বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে লিয়েন্ডাররা জিতলেন ৬-৪, ৬-৭(৬), ১০-৭। শেষ চারে উঠে গিয়েছেন মহেশ ভূপতিরাও। |
বোল্টের ইচ্ছা |
নতুন কিছু করতে চান উসেইন বোল্ট। বিখ্যাত শেফ গর্ডন র্যামসের সঙ্গে লন্ডনে একটা অ্যাথলেটিক্স থিম-এর উপরে রেস্তোরাঁ খোলার ইচ্ছা জামাইকার স্প্রিন্টারের। বোল্ট বলেছেন, “খাবার ভালবাসি, খেলা ভালবাসি। দু’টোকে মেলাতে চাই।” |
‘গেইলের মতো খেলো’ |
ভাল বিড়ম্বনায় পড়েছেন রাহুল দ্রাবিড়। বাড়ির উঠোনে খেলার সময় তাঁর দুই ছেলেই বাবাকে বলেছে, “নিজের মতো ব্যাট না করে একটু গেইলের মতো করো না।’ যা শুনে ‘দ্য ওয়াল’ বলেছেন, “আমাদের দেশে সবাই যে ক্রিকেট সমালোচক, তা ফের বোঝা গেল।” |
স্নেইডারের টুইট আটক |
সোশাল নেটওয়ার্কিং সাইটে তিনি কোনও দুষ্টুমি করেননি। তবু ডাচ তারকা স্নেইডারকে টুইট করা থেকে আটকে দিল তাঁর ক্লাব ইন্টার মিলান। স্নেইডারের স্ত্রী টুইট করে এ খবর দিয়েছেন। ইন্টারের এই ফতোয়ার কারণ খুঁজে পাওয়া যায়নি। ইনিয়েস্তা নিজেও যথেষ্ট বিস্মিত। |
|