|
|
|
|
তিস্তা-জটেও দিল্লিতে আস্থা ঢাকার |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
তিস্তা এবং সীমান্ত চুক্তি নিয়ে ভারত এবং বাংলাদেশের দীর্ঘদিনের জট ছাড়ার এখনও কোনও সম্ভাবনা নেই। কিন্তু সেই মতপার্থক্য যাতে দু’দেশের সম্পর্কে স্থায়ী সমস্যা তৈরি না করতে পারে সে জন্য সক্রিয়তা বজায় রয়েছে কূটনৈতিক স্তরে। কৃষিমন্ত্রী শরদ পওয়ারের আমন্ত্রণে চার দিনের ভারত সফর সেরে আজ দেশে ফিরে গেলেন বাংলাদেশের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরি। ভারত এবং বাংলাদেশের মধ্যে কৃষিক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তিনি ধারাবাহিক বৈঠক করেছেন ভারতীয় নেতৃত্বের সঙ্গে। খরা মোকাবিলা থেকে উপকূলবর্তী এলাকায় ধান চাষের সুযোগ বাড়ানো— বিভিন্ন বিষয় নিয়ে ভারতীয় বিশেষজ্ঞদের সঙ্গে তিনি কথা বলেছেন।
কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী হরিশ রাওয়াতের সঙ্গে তিস্তা নিয়েও আলোচনা করেছেন বাংলাদেশের কৃষিমন্ত্রী। তাঁর কথায়, “ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে তিস্তা নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা রাখা হবে। কিন্তু কিছুটা সময় লাগবে।” এ ব্যাপারে কোনও নির্দিষ্ট সময়সীমা ভারতের পক্ষ থেকে দেওয়া হয়নি বলেই জানিয়েছেন মতিয়া। সে কারণে কি হতাশা বাড়ছে ঢাকায়?
অত্যন্ত ইতিবাচক স্বরেই বাংলাদেশের কৃষিমন্ত্রী জানিয়েছেন, “হতাশার কোনও প্রশ্নই নেই। মুক্তিযুদ্ধে যে দেশ আমাদের পাশে ছিল তার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।” রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গেও বৈঠক করেছেন মতিয়া। যৌথ ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই নিয়ে আলোচনা হয়েছে দু’তরফে। |
|
|
|
|
|