টুকরো খবর |
ফের অরুণাচলে সংবাদপত্র অফিসে হামলা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ফের দুষ্কৃতী হানার ঘটনা ঘটল অরুণাচল প্রদেশের সংবাদপত্র দফতরে। ‘অরুণাচল টাইম্স’এর পর এ বার হামলার নিশানা ‘ইকো অফ অরুণাচল’। গত কাল রাতে সশস্ত্র দুষ্কৃতীরা সংবাদপত্রের দফতরে ঢুকে কম্পিউটার, দরজা, আসবাব, যন্ত্রপাতি ভাঙচুরের পাশাপাশি, অ্যাসোসিয়েট এডিটর তপন দাসকে জখম করে। তপনবাবুকে রামকৃষ্ণ মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অরুণাচল টাইম্স-এর দফতরে একাধিকবার হামলার পর, সব সংবাদপত্র দফতরেই সশস্ত্র পুলিশ প্রহরার ব্যবস্থা করে হয়। কিন্তু গত কাল ঘটনার সময় ‘ইকো অফ অরুণাচল’-এর দফতরে মোতায়েন দুই সশস্ত্র পুলিশ কনস্টেবল ‘রহস্যজনকভাবে’ উধাও হয়ে যান বলে অভিযোগ। পরে পুলিশ কর্তারা যখন দফতরে এসে পরিস্থিতি দেখছিলেন, তখন হামলাকারীরা অফিসে ফোন করে হুমকি দেয়, ‘এফআইআর’ করলে ফল আরও খারাপ হবে। সংবাদপত্রের তরফে এফআইআর করা হয়েছে। পুলিশ অপরাধীদের ধরতে তল্লাশি চালাচ্ছে।
|
বিহারের বিধায়ক নেপালের জেলে
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিহারের লোকজনশক্তি পার্টির বিধায়ক জাকির আনওয়ারকে গ্রেফতার করল নেপাল পুলিশ। জানা গিয়েছে, নেপালের এক ব্যবসায়ীকে অপহরণ করার দায়েই বিহারের এই বিধায়ক ও তার সঙ্গী ভোলাশঙ্কর তিওয়ারিকে নেপাল পুলিশ মোরাং জেলা থেকে গ্রেফতার করেছে। এর পর তারা কাঠমান্ডু পুলিশের হাতে তুলে দেয় জাকির আনওয়ারকে। নেপাল পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, তুলসী রাম অগ্রবাল নামে বিরাটনগরের এক ব্যবসায়ীকে অপহরণ করে আনওয়াররা ৫ কোটি টাকা মুক্তিপণ আদায় করে। সম্প্রতি এই ঘটনায় পাপ্পু দেও নামে এক কুখ্যাত অপরাধীকে নেপাল পুলিশ গ্রেফতার করে। তাকে দেরা করেই আনওয়ার ও ভোলাশঙ্করের নাম পায় তারা। নেপাল পুলিশ পুরো ঘটনাটি বিহার পুলিশকে ও কূটনৈতিক স্তরে ভারতীয় বিদেশ মন্ত্রককেও জানিয়েছে। চলছে তদন্ত।
|
নতুন দল গড়লেন অণ্ণা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দুর্নীতি-বিরোধী আন্দোলনের জন্য নতুন দল গড়লেন অণ্ণা হজারে। তাতে বিশেষ আমন্ত্রিত হিসেবে থাকতে পারেন প্রাক্তন সেনাপ্রধান বিজয়কুমার সিংহ। রাজনৈতিক দল গড়ে অন্য পথে হেঁটেছেন তাঁর সহযোগী অরবিন্দ কেজরিওয়াল। তাই নতুন দল গড়েছেন অণ্ণা। দলের সদস্যদের মধ্যে রয়েছেন কিরণ বেদি, সন্তোষ হেগড়ে, মেধা পাটকর, অখিল গগৈ।
|
অসম বিজেপি প্রধানের ইস্তফা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অসম প্রদেশ বিজেপি-র সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন রঞ্জিৎ দত্ত। নতুন সভাপতি হলেন সর্বানন্দ সোনোয়াল। ডিসেম্বরে প্রদেশ বিজেপির নির্বাচন হওয়ার কথা। তার মাসখানেক আগেই হঠাৎ করে বর্তমান সভাপতি ইস্তফা দেওয়ায়, সোনোয়ালকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে ঘোষণা করেন।
|
জঙ্গি ঘাঁটি থেকে
সংবাদসংস্থা • রাঁচি |
লাতেহার জেলার মণিকা থানার বারওইয়া জঙ্গলে কাল বিকেলে মাওবাদীদের সঙ্গে পুলিশের প্রায় আধ ঘণ্টা গুলির লড়াই হয়। পুলিশের গুলিতে একজন জঙ্গি জখম হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাঁচ ডজনেরও বেশি তাজা কার্তুজ, চারটি গ্রেনেড, প্রচুর পরিমাণ ডিটোনেটর এবং মাওবাদী বইপত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুপার ক্রান্তিকুমার ঘরদেশি জানান।
|
আমি ডেঙ্গির মশা: অরবিন্দ
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বিদেশমন্ত্রী সলমন খুরশিদ এবং অরবিন্দ কেজরিওয়ালের কাজিয়ায় এ বার ঢুকে পড়ল মশা। তা-ও আবার যা তা মশা নয়, একেবারে ডেঙ্গির মশা! খুরশিদ বলেছিলেন, কেজরিওয়ালের অভিযোগ মশার কামড়ানোর মতো। যাতে সামান্য বিরক্তি ছাড়া আর কিছুই হয় না। শনিবার তার জবাবে কেজরিওয়াল বলেন, “আমি মশা, কিন্তু ডেঙ্গির মশা। তাই আমি কামড়ালে কংগ্রেস এবং বিজেপি দু’জনেই বিপদে পড়ে যাবে।” শনিবারও কেজরিওয়ালের বিরুদ্ধে আক্রমণ জারি রেখেছেন কংগ্রেস নেতৃত্ব।
|
বিমানে ত্রুটি
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় জবলপুরগামী একটি বিমান ফিরে এল দিল্লিতে। যাত্রী ও বিমান কর্মী মিলিয়ে মোট ৮১ জন ছিলেন বিমানটিতে। |
|