|
|
|
|
মুম্বই-হামলার তদন্তের নিষ্পত্তি |
ক্রিকেটের বদলে পাক সহায়তা চায় কেন্দ্র |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
পাকিস্তানকে ক্রিকেট খেলার আমন্ত্রণ জানিয়ে নতুন করে কূটনৈতিক সম্পর্কের সূচনা করতে চাইছে নয়াদিল্লি। প্রতিদান হিসেবে মুম্বই হামলার ষড়যন্ত্রীদের শাস্তি দেওয়ার বিষয়ে ইসলামাবাদের সাহায্য মিলবে, আশা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
কেন্দ্র মনে করছে, খুব শীঘ্রই পাকিস্তান সন্ত্রাসবাদীদের কণ্ঠস্বরের নমুনা ভারতের হাতে তুলে দেবে। মুম্বই হামলার সাত জন অভিযুক্তের বিরুদ্ধে পাক আদালতে মামলা চলছে। এই মামলা শেষ করতেও পাক সরকার তৎপর হয়েছে বলে ধারণা কেন্দ্রের।
লস্কর প্রধান হাফিজ সইদ-সহ কয়েক জন জঙ্গির কণ্ঠস্বরের নমুনা হাতে পেতে বহু দিন আগেই পাকিস্তানকে চাপ দিয়েছিল নয়াদিল্লি। কিন্তু, ইসলামাবাদ জানিয়ে দেয় পাক আইনে এই ধরনের কোনও ব্যবস্থা নেই। এখন অবশ্য এই বিষয়ে নতুন আইনের খসড়া তৈরি করেছে পাক সরকার। রোমে দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে বলেন, “আমরা আশাবাদী যে কণ্ঠস্বরের নমুনা পাওয়া যাবে।”
মুম্বই হামলার সময়ে আজমল কাসভদের পাকিস্তান থেকে ফোনে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশের রেকর্ড ভারতীয় গোয়েন্দাদের কাছে আছে। পাক অভিযুক্তদের কণ্ঠস্বরের নমুনা গেলে তা ওই রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা যেত।
তবে মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে পরিচিত হাফিজ সইদের বিরুদ্ধে পাকিস্তান এখনও কোনও ব্যবস্থা নেয়নি। সে কথা মেনে নিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারাও। তাঁরা জানিয়েছেন, মুম্বই হামলা চলাকালীন জঙ্গিদের সঙ্গে পাকিস্তানে তাদের নেতাদের কথাবার্তার রেকর্ড পাকিস্তানকেও দেওয়া হয়েছে। তারা সহজেই ওই নমুনার সঙ্গে হাফিজ সইদের কণ্ঠস্বর মিলিয়ে দেখতে পারে। তাহলেই বোঝা যাবে, হাফিজ ষড়যন্ত্রে কতটা জড়িত। ভারতের দাবি, করাচিতে মুম্বই হামলার ‘কন্ট্রোল রুম’-এ হাফিজ হাজির ছিলেন। |
|
|
|
|
|