এ বার কাজে ফেরার পালা।
ভোট-পর্ব শেষ। ফল হাতে। “এ বার সময় হয়েছে কাজে ফেরার”, ডাক দিলেন প্রেসিডেন্ট ওবামার। লক্ষ্য স্পষ্ট মধ্যবিত্তদের ঘাড় থেকে করের বোঝা কমানো।
আগামী সপ্তাহে মার্কিন কংগ্রেসের নতুন সদস্যদের নিয়ে বৈঠকে বসছেন ওবামা। দ্রুত পদক্ষেপ করা না হলে সামনের বছরের মধ্যেই একটা বিশাল করের মুখে পড়বেন মধ্যবিত্তেরা। সে বিষয়েই সমাধান খুঁজতে বৈঠক। ওবামার কথায়, “তাই যাঁরা ভাবছেন, এত দিনের এত পরিশ্রমের পরে এ বার একটু ঘুমোনো যায়, তাঁদের বলি কাজে ফেরার সময় হয়েছে। অনেক কিছু করতে হবে। রাজনীতির জন্য নয়, বরং কাজের জন্যই দেশবাসী আমাদের ভোট দিয়েছেন। তাঁরা যাতে নিজেদের কাজটা মন দিয়ে করতে পারে, তার জন্যই আমাদের বেছে নিয়েছেন।”
ওবামা জানান, বছরের শেষে দেশের স্বার্থেই কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যাতে মানুষ সমস্যার মুখে পড়তে পারেন। এখনও মন্দা কাটেনি, তার মধ্যে নয়া ‘দুর্যোগ’। মোকাবিলায় মধ্যবিত্তদের কর-ছাড়ের সিদ্ধান্ত। বৈঠকের আগেই ওবামার পূর্বাভাস, “যদি সত্যিই সত্যিই কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়, সে ক্ষেত্রে ধনীদের হয় তো একটু বেশি কর দিতে হবে।” হোয়াইট হাউসে এ খবর শোনাতেই, হাততালিতে ভরে যায় হল ঘর। ‘ওয়াল স্ট্রিট দখল’ আন্দোলনের অন্যতম বিষয়বস্তু ছিল এটাই। এক দল লোকের হাতে প্রচুর অর্থ, অন্য দল ধুঁকছে। এখন সে সমস্যা মেটানোই যে প্রথম লক্ষ্য, জানিয়ে দিলেন দেশের ৪৪তম প্রেসিডেন্ট। |