টুকরো খবর |
ইজরায়েলে কুয়োর গর্তে সন্ধান মিলল প্রস্তর যুগের ইতিহাসের
সংবাদসংস্থা • জেরুজালেম |
|
ইজরায়েলের জেজরিল এলাকায় সেই কুয়ো। ছবি: এএফপি |
নিতান্তই সাধারণ একটা পাথুরে কুয়ো। কিন্তু সেই কুয়োর গভীরেই প্রায় সাড়ে আট হাজার বছরের পুরনো ইতিহাসকে খোঁজার চেষ্টা করছেন প্রত্নতত্ত্ববিদ্রো। সম্প্রতি উত্তর ইজরায়েলের জেজরিল উপত্যকার মাটি খুঁড়ে তার সন্ধান পেয়েছেন এক দল প্রত্নতত্ত্ববিদ। তার ভিতর থেকে মিলেছে এক তরুণী ও এক পুরুষের দেহাবশেষও। সব কিছু দেখে প্রত্নতত্ত্ববিদ্দের দাবি, নব্যপ্রস্তর যুগের সম্পর্কে নয়া তথ্য যোগাতে পারে এই আপাত সাদামাটা কুয়োটি। বিশেষজ্ঞদের ধারণা, সাড়ে আট হাজার বছর আগে কুয়োটির জল ব্যবহার করা হত কৃষিকাজে। তবে, স্থানীয়রা পানীয় জলের উৎস হিসেবেও কুয়োটিকে ব্যবহার করতেন। অন্তত কুয়োর গঠন-বৈশিষ্ট্য ও তার আশপাশ থেকে উদ্ধার হওয়া প্রমাণ দেখে এই ধারণা করছেন তাঁরা। প্রত্নতত্ত্ববিদ্দের বিস্ময়, এত বছর আগেও কী ভাবে প্রাকৃতিক বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে চাষবাসের পরিকল্পনা করেছিলেন ইজরায়েলের যুগপ্রাচীন পূর্বসুরীরা। |
সিআইএ কর্তার ইস্তফা
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
নিজের বিবাহ বর্হিভূত সম্পর্কের কথা স্বীকার করে নিয়ে ইস্তফা দিলেন সিআইএ ডিরেক্টর ডেভিড পেত্রাইউস। এই রকম সম্পর্কে জড়িয়ে পড়লে সম্ভাবনা থাকে শত্রু পক্ষের নজরে পড়ে যাওয়ার। সে ক্ষেত্রে তাঁর মত উচ্চ পদাধিকারীকে ভয় দেখিয়ে গোপন তথ্য জেনে নেওয়ার চেষ্টা করতেই পারত শত্রুপক্ষ। এই কথা মাথায় রেখে শুক্রবার পদত্যাগ করলেন পেত্রাইউস। |
অমির ভাগ্য অনিশ্চিত
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাটিক প্রার্থী অমি বেরার জয় অনিশ্চিত হয়ে পড়ল। মঙ্গলবারের ভোটে সামান্য ব্যবধানে জিতেছিলেন তিনি। তাই অনুপস্থিত ভোটারদের ভোট শুরু হতেই, ক্যালিফোর্নিয়ার ওই অংশের ভবিষ্যৎ কার হাতে যাবে, তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। তবে ব্যবধান বেড়েছে। এখন প্রায় ১৭৭৯ ভোটে এগিয়ে রয়েছেন অমি। তবু আশঙ্কা থাকছেই। |
পাকিস্তান সফরে যাবেন হাসিনা
সংবাদসংস্থা • ঢাকা |
এ মাসের শেষেই পাকিস্তান সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে দেশে একটি আন্তর্জাতিক সম্মেলেন যোগ দেবেন তিনি। বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণপত্র দিয়েছেন পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার। |
আটলান্টায় বোমাতঙ্ক
সংবাদসংস্থা • আটলান্টা |
দিনের শুরুতেই বোমাতঙ্ক ছড়াল একটি মার্কিন খবরের চ্যানেলের অফিসে। পুলিশে ফোন করে এক ব্যক্তি জানান, ওই অফিসের মধ্যে রাসায়নিক বোমা রাখা আছে। কিছু ক্ষণের মধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশ। |
যশ চোপড়াকে শ্রদ্ধার্ঘ্য
সংবাদসংস্থা • দুবাই |
দোহা চলচ্চিত্র উৎসবেও ঠাঁই পেল ‘যব তক হ্যায় জান।’ আগামী ২০ নভেম্বর আর্ন্তজাতিক ওই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে প্রয়াত চিত্র পরিচালক যশ চোপড়ার শেষ ছবিটি। যশ চোপড়াকে শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের। দেখানো হবে যশ চোপড়া প্রোযোজিত ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ছবিটিও। ভারতীয় চিত্র পরিচালক, অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে এক আলোচনা সভার ব্যবস্থাপনাও করেছেন চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। |
অভিভূত নীতীশ
সংবাদসংস্থা • করাচি |
পাকিস্তানে এসে বন্ধুত্বের উষ্ণতায় অভিভূত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শনিবার মহম্মদ আলি জিন্নার সমাধি দর্শনের পরে নিজেই জানান। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ কাইম আলি শাহের নিমন্ত্রণে এসেছেন নীতীশ। |
করাচিতে হিংসা
সংবাদসংস্থা • করাচি |
করাচিতে হিংসায় নিহত হয়েছেন ১৪ জন। পুলিশ জানিয়েছে, ব্যক্তিহত্যা চালাচ্ছে দুষ্কৃতীরা। একটি মাদ্রাসার বাইরে হামলায় পাঁচ ছাত্র নিহত হয়েছেন। |
নতুন গ্রহ
সংবাদসংস্থা • লন্ডন |
তিনটি নতুন গ্রহ আবিষ্কার করলেন জ্যোতির্বিদরা। ৪৪ আলোকবর্ষ দূরে একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরা এই তিনটি গ্রহের মধ্যে একটির জলবায়ু প্রাণধারণের উপযুক্ত। |
|