টুকরো খবর
২৫ ফুট কালী রজতজয়ন্তীতে
পুজো শুরু হয়েছিল ১৯৮৭ সালে। এ বছর ২৫ বছর পূর্তিতে তাই ২৫ ফুট উঁচু কালী প্রতিমা তৈরি হচ্ছে মালদহের চাঁচলের কলিগ্রাম মুনলাইট ক্লাবে। রজতজয়ন্তী বর্ষকে স্মরণে রাখতে এ বছর মহা ধুমধাম করে শক্তিদেবীর আরাধনায় ব্রতী হয়েছেন ওই ক্লাবের উদ্যোক্তারা। পুজোর খরচ বাঁচিয়ে পরিকল্পনা করা হয়েছে দুঃস্থ মেধাবী পড়ুয়াদের বই বিলির পরিকল্পনাও। পুজো কমিটি সম্পাদক ও কোষাধ্যক্ষ রতন দাস ও প্রসূন রায়চৌধুরী জানান, কালী পুজো এক দিনের হলেও রজতজয়ন্তী বছরকে স্মরণীয় করে রাখতে ৫ দিন নানা অনুষ্ঠান হবে। বাঁশের মাচা বেঁধে ২৫ ফুট উঁচু প্রতিমা তৈরি করছেন শিল্পী বিশু পাল। বিরাট ও সুদৃশ্য প্রতিমার পাশাপাশি থাকছে চন্দননগরের আলোকসজ্জাও। আলোর ঝর্ণায় মুড়ে ফেলা হচ্ছে ক্লাব সংলগ্ন গোটা এলাকা। আকর্ষণ বাড়াতে বন্দোবস্ত করা হয়েছে পুজোর সন্ধ্যায় আতসবাজি প্রদর্শনীর। রঙ-বেরঙ-এর আতসবাজি নিয়ে আসা হয়েছে কলকাতা সহ দক্ষিণ ভারত ঘুরে. যে আতসবাজির প্রদর্শনীতে দেখা যাবে ৩০ ফুট উঁচু কদমগাছের আলোকমালা. চরকির মতো ঘুরবে বড়ো ছাতা, জলে আলো ছড়াবে আতসবাজির হাঁস। কমিটি সূত্রে জানা যায়, স্থানীয় শিল্পীদের নৃত্যনাট্য, গীতিনাট্য সহ স্থানীয় নাট্যগোষ্ঠীর নাটকের পাশাপাশি কলকাতার শিল্পীদের আধুনিক, বাউল ও বাংলা ব্যান্ডের গানও। অনুষ্ঠানের শেষ দিন রবিবার থাকছে আতসবাজির প্রদর্শনী। যেখানে দেখা যাবে জলে, স্থলে আতসবাজি নানা কারসাজি।

কোচবিহার রাসমেলা
তথ্য: অরিন্দম সাহা ও ছবিটি তুলেছেন হিমাংশুরঞ্জন দেব।
২০০ বছর পূর্তি উপলক্ষে এবার কোচবিহার রাসমেলার মেয়াদ ৩ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। ফলে ফি বছর রাসমেলা ১৫ দিন চললেও এ বছর ২৭ নভেম্বর থেকে টানা ১৮ দিন ধরে চলবে। বুধবার কোচবিহার জেলাশাসকের দফতরে ওই মেলার প্রস্তুতি নিয়ে আয়োজিত বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে। কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সুদীপ মিত্র, বৈঠকে পুলিশ সুপার প্রণব দাস, কোচবিহার পুরসভা চেয়ারম্যান বীরেন কুন্ডু ছাড়াও বিদ্যুৎ, দমকল, পূর্ত, স্বাস্থ্য, জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রতিনিধিরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুদীপ মিত্র বলেন, “এবার রাসমেলার দুশো বছর বলে বেশ কয়েকদিন মেয়াদ বাড়ানোর জন্য বিভিন্ন মহল থেকে আর্জি জানানো হয়। বৈঠকে আলোচনার ভিত্তিতে অবশ্য মেলার মেয়াদ ৩ দিন বাড়ানোর বিষয়টি চূড়ান্ত হয়েছে।” কোচবিহার পুরসভার চেয়ারম্যান বীরেন কুন্ডু বলেন, “দুশো বছরের রাসমেলা জমজমাট করার ব্যাপারে কোনও খামতি রাখা হবে না।” এদিকে জেলা ব্যবসায়ী সংগঠনের তরফে এদিন মেলা শুরুর দিন থেকে নাগরদোলা, মৃত্যুকূপ, সার্কাস , চিত্রহার সহ বিভিন্ন বিনোদন বন্দোবস্ত চালুর দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। তাঁদের অভিযোগ, মেলার শুরুর দিন থেকে ওই সব বিনোদন ব্যবস্থা চালু না হওয়ায় মেলা জমে উঠতে দেরি হয়। কোচবিহার পুরসভা চেয়ারম্যান তাঁদের আশ্বস্ত করেছেন।

নাবালিকা উদ্ধার, আটক সহপাঠী
এক নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ইসলামপুর শহরের জেলখানা মোড় সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। পুলিশ জানায়, কালিয়াগঞ্জের শঙ্করপুর এলাকার দশম শ্রেণির ওই ছাত্রীর অভিযোগ, ১৯ অক্টোবর টিউশন পড়ে ফেরার পথে তাকে মাদক মেশানো পানীয় খাইয়ে দিল্লি নিয়ে যায় তার এক সহপাঠী কল্যাণ রায়। তাকে প্রথমে দিল্লি, সেখান থেকে শিলিগুড়ি ও পরে ইসলামপুরের দিকে নিয়ে যাচ্ছিল কল্যাণ। এদিন সকালে মেয়েটি ইসলামপুরে বাস থেকে নেমে বাড়ির লোকজনদের ফোনে খবর দেয়। ছাত্র ইসলামপুর থানায় আত্মসমর্পণ করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.