নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পুরসভার তরফে আপত্তি জানানো হয়েছে। রেলের তরফেও কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। পুলিশে অভিযোগ করা হয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের তরফে। তার পরেও শিলিগুড়ি জেলা হাসপাতালের উল্টো দিকে অবৈধ ভাবে ওষুধের দোকানের নির্মাণ কাজ বন্ধ হয়নি বলে অভিযোগ। হইচই হওয়ার পর গভীর রাতে সেখানে নির্মাণ কাজ করা হচ্ছে বলে অভিযোগ। এর পিছনে প্রভাবশালী কোনও মহলের মদত রয়েছে কি না তা নিয়েই প্রশ্ন উঠেছে। অভিযোগের ভিত্তিতে এ দিন পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “ওই জায়গা দখল করে অবৈধ নির্মাণের অভিযোগে একটি মামলা হয়েছে। বিষয়টি দখা হচ্ছে।” বুধবার শিলিগুড়ি পুরসভার তরফেও চিঠি পাঠিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালের উল্টোদিকে অবৈধ ভাবে ওই ওষুধের দোকানের নির্মাণকাজ বন্ধ করতে বলা হয়েছে। রেল এবং এসজেডিএ কর্তৃপক্ষকেও ওই জায়গায় নির্মাণের ব্যাপারে বিস্তারিত জানাতে বলা হয়েছে। জায়গাটি রেলের হলেও এসজেডিএ তা নেওয়ার জন্য রেল কর্তৃপক্ষকে আগাম টাকা দিয়েছে। সে কারণে ভবিষ্যতে সমস্যার কথা মাথায় রেখে রেলের সঙ্গে কথা বলেই এসজেডি’র তরফে অবৈধ নির্মাণের ক্ষেত্রে পুলিশে অভিযোগ করার বিষয়টি জানানো হয়েছে। ওই জায়গায় তিনটি ওষুধের দোকানের মালিকপক্ষ এক যোগে নতুন কোম্পানি তৈরি করেছেন। সে কারণেই তারা দোকানের কিছু সংস্কার করছেন বলে জানিয়েছিলেন। বাস্তবে স্থায়ী নির্মাণ চলছে বলে অভিযোগ। মালিকপক্ষের তরফে আগে জানানো হয়েছিল, তাদের হাতে প্রয়োজনীয় নথি রয়েছে। তবে পুরসভার কাছে তারা প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি। এসজেডিএ’র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গোদালা কিরণ কুমার বলেন, “নিবেদিতা মার্কেট এবং হকার্স কর্ণারের ওই জায়গায় উন্নয়ন কাজের পরিকল্পনা নিয়েছে এসজেডিএ। রেলের কাছ থেকে সে কারণে ওই জায়গা নেওয়া হয়েছে। কিছু ব্যবসায়ী সেখানে অবৈধ নির্মাণ করছেন। আশা করি পুলিশ ব্যবস্থা নেবে।” |