টুকরো খবর
দুর্ঘটনায় মৃত ৪
শহরে যাওয়ার পথে একটি যাত্রীবাহী গাড়ি খাদে পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় জখম হয়েছেন ৩ জন। তাঁরা বিপন্মুক্ত বলে বুধবার কালিম্পং হাসাপাতাল সূত্রে জানানো হয়েছে। মঙ্গলবার বিকালে দুর্ঘটনাটি ঘটে কালিম্পং থানার বড় ভালুখোপ এলাকায়। পুলিশ জানায়, মৃত দুই মহিলার নাম শান্তি শেরপা প্রধান (৪৭), সন্ধ্যা রাই (৬০) এবং অপর দু’জনের নাম তরুণ রাই (৫৫) ও পলদেন লামা (৪৪)। প্রথম তিন জনের বাড়ি বড় ভালুখোপের ধজেগাঁও এলাকায় এবং পলদেনের বাড়ি অ্যালাচিখোপে। এ ছাড়াও ওই ঘটনায় আরও ৩ জন জখম হয়েছেন। তাঁদের কালিম্পং হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি এক জন গাড়ি থেকে লাফ দিয়েছেন। তিনি সুস্থ রয়েছেন। কালিম্পংয়ের অতিরিক্ত পুলিশ সুপার সংমিত লেপচা বলেন, “রাস্তায় জল ছিল। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা খাদে পড়ে যায়। প্রায় তিনশ ফুট নীচে গাড়িটি পড়ে যায়। খবর পেয়েই উদ্ধার কাজ চালানো হয়। দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি দু’জনের শিলিগুড়ি যাওয়ার পথে মৃত্যু হয়েছে। গাড়িটি উদ্ধার করা হয়েছে। তদন্ত হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই যাত্রীবাহী গাড়িটি অ্যালাইচিখোপ থেকে কালিম্পং শহরে যাচ্ছিল। গাড়িতে ভালুখোপ এবং অ্যালাইচিখোপ থেকে সাত জন যাত্রী গাড়িতে ছিলেন। গাড়িটি কিছুদূর যাওয়ার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক ধ্রুব থাপা। গাড়িটি খাদে পড়ে যায়। সে সময় এক যাত্রী গাড়ি থেকে লাফ দেন। বাকিরা খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করে। পরে পুলিশও যায়। ঘটনাস্থলেই ২ মহিলার মৃত্যু হয়। চালক সহ বাকি ৫ জনকে কালিম্পং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তরুণের দেহ
প্রেমে ব্যর্থ হয়ে এক তরুণ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার দশরথপল্লিতে। পুলিশ জানায়, মৃতের নাম ভরত গোস্বামী (২২)। শোওয়ার ঘরের দরজা ভেঙে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ভরত বিভিন্ন রেস্তোরা ও হোটেলে ডিজে’র কাজ করত। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তাতে, প্রেমে ব্যর্থ হয়ে ভরত আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে লিখে গিয়েছে। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ সুপার এ রবীন্দ্রনাথ বলেন, “ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।” পুলিশ সূত্রের খবর, গত ২৬ সেপ্টেম্বর দেশবন্ধুপাড়ার এক কিশোরীকে নিয়ে পালিয়ে যায় ভরত। ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে শিলিগুড়ি থানায় ভরতের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করা হয়। পুলিশ ভরতকে গ্রেফতার করে। গত ৩ অক্টোবর থেকে আটদিন ভরত জেলে ছিল। ভরতের ভাই মনোরঞ্জন জানান, জেল থেকে ছাড়া পাওয়ার পরও ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল তাঁর দাদার। সম্প্রতি ওই কিশোরী অন্য এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে বলে মনোরঞ্জনের দাবি। সে বলে, “ওই কিশোরীর সঙ্গে দাদার সম্পর্ক সম্প্রতি খারাপ হয়েছে। সে দাদার সঙ্গে কথা বলছিল না। এক তরুণের সঙ্গে সে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছিল। ওই তরুণ দাদাকে কিশোরীটির সঙ্গে কথা বলতে বারণ করেছে। এটা সহ্য করতে না পেরেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।” মনোরঞ্জন জানায়, ওই দিন মনোরঞ্জন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ-এর কাজে ইসলামপুরে ছিল। সন্ধ্যা নাগাদ ভরত তাঁর মাকে ফোন করে জানায় সে বাড়িতে যাবে না। তাঁর মাকে মামার বাড়িতে চলে যেতে বলে ভরত। রাতে ভরত বাড়িতে ফেরে। ভোর সারে ৪টা নাগাদ কয়েকজন বন্ধুর মোবাইলে এসএমএস পাঠিয়ে সে আত্মহত্যা করে বলে পুলিশ জানতে পেরেছে।

শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত
পাহাড়ের তিন মহকুমায় জুনিয়ার হাই এবং হাই স্কুলগুলিতে শূন্যপদে শিক্ষক নিয়োগ করবে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। বুধবার জিটিএ-র স্কুল শিক্ষা বিভাগে দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী সদস্য রোশন গিরি এই কথা জানিয়েছেন। রোশন গিরি জানান, দীর্ঘদিন ধরে জুনিয়ার হাই স্কুল এবং হাই স্কুলগুলিতে ৬৪৩টি শূন্যপদ রয়েছে। জিটিএ এর মধ্যে ২৬৯টি পদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করবে। বাকি পদগুলি পাহাড়ের জন্য আলাদাভাবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পূরণ করা হবে। রাজ্য সরকারের আলোচনার পর বিষয়টি চূড়ান্ত হয়েছে। অস্থায়ী শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে। ২০০২ সালে প্রাথমিক স্কুলের জন্য ২২৫ জনের যে প্যানেল তৈরি করা হয়েছিল, তাও কার্যকর করে নিয়োগ প্রক্রিয়া দ্রুত চালু করা হবে। পুরো প্রক্রিয়ায় জিটিএ চিফ এক্সিকিউটিভ বিমল গুরুঙ্গ সম্মতি দিয়েছেন বলে রোশন গিরি জানিয়েছেন।

এবিজি-কাণ্ড নিয়ে সরকারকে তোপ
এবিজি কাণ্ডের পর পশ্চিমবঙ্গে আর কোনও শিল্প আসবে না বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। শনিবার শিলিগুড়ির রামকিঙ্কর হলে বিজেপির কর্মিসভায় রাহুলবাবু বলেন, “কেউ বিনিয়োগ করতে আসবে না। সবাই বুঝেছে বিনিয়োগ করলে স্ত্রী-ছেলেমেয়ে অপহরণ হবে, আধিকারিকদের মার খেতে হবে। সিঙ্গুর থেকে টাটাকে , হলদিয়া থেকে এবিজিকে তাড়ানো হয়েছে। সিপিএম যা করত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাই করছে।”

দুর্ঘটনায় মৃত মালবাজারে
নিয়ন্ত্রণ হারানো যাত্রী বোঝাই ছোট গাড়ি গাছের ধাক্কায় দুমড়ে মারা গেলেন চালক। বুধবার ভোরে ঘটনাটি ঘটে মালবাজার থানার ওদলাবাড়ির ঘিস সেতু সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে। ওই ঘটনায় ১০ জন জখম হয়েছেন। পুলিশ জানায়, মৃত চালকের নাম মহম্মদ সেলিম (২৭)। জখমদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৬ জনকে চা বাগানের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্রান্তির ভান্ডারী মেলা দেখে ফেরার সময় ছোট গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির আরোহীরা প্রত্যেকে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের লিস রিভার চা বাগান এলাকার বাসিন্দা। তাঁরা মঙ্গলবার রাতে গাড়ি ভাড়া করে মেলা দেখতে যায়।

ব্যবসায়ী গ্রেফতার
কালীপুজোর মুখে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সকালে রায়গঞ্জ থানারোড এলাকার একটি স্টেশনারি দোকানে ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম হিরেন দাস। ধৃতের কাছ থেকে নানা ধরনের শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ধৃত ৪
ট্রাক রুখে চাঁদা তোলার অভিযোগে চার যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে রায়গঞ্জ থানার লক্ষ্মনীয়া এলাকা থেকে তাদের ধরা হয়। একদল যুবক লক্ষ্মনীয়া এলাকার রায়গঞ্জ-বিন্দোল রাজ্য সড়কে একাধিক ট্রাক থামিয়ে চালকদের কাছ থেকে জোর করে কালী পুজোর চাঁদা তুলছিল।

অস্ত্র-সহ ধৃত
আগ্নেয়াস্ত্র সমেত এক যুবককে ধরল পুলিশ। বুধবার সকালে রায়গঞ্জ থানার কর্ণজোড়ায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ধৃতের নাম ভবেশ মালাকার। এলাকাতেই তার বাড়ি! ধৃতের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃতের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে।

আরএসপি-নেতার মৃত্যু
মারা গেলেন ডুয়ার্সের প্রবীণ আরএসপি নেতা জীবানন্দ ঝা। মঙ্গলবার আলিপুরদুয়ার হাসপাতালে তিনি মারা যান। বয়স হয়েছিল ৯২ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ষাট বছর আগে জীবানন্দবাবু কাজের খোঁজে বিহার থেকে ডুয়ার্সে আসেন। ১৯৭৮-এ কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতিও হন তিনি।

দুর্ঘটনায় মৃত্যু
নিয়ন্ত্রণ হারানো যাত্রী বোঝাই ছোট গাড়ি গাছের ধাক্কায় দুমড়ে মারা গেলেন চালক। বুধবার ভোরে ঘটনাটি ঘটে মালবাজারের ওদলাবাড়ির ঘিস সেতু সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে। ১০ জন জখম হয়েছেন। পুলিশ জানায়, মৃত চালকের নাম মহম্মদ সেলিম (২৭)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.