নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ঘুষ নেওয়ার অভিযোগে একটি বেসরকারি ব্যাঙ্কের প্রধান আঞ্চলিক নিরাপত্তা অফিসারকে আটক করেছে সিবিআই। বুধবার বিকাল ৪টা নাগাদ শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে থেকে তাঁকে ৪০ হাজার টাকা সহ আটক করে সিবিআই অফিসাররা। ব্যাঙ্ক সূত্রের খবর, ওই অফিসারের নাম ক্যাপ্টেন আকাশদীপ। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার। গত দেড় বছর ধরে তিনি শিলিগুড়িতে ওই বেসরকারি ব্যাঙ্কের নিরাপত্তা অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। এদিন একটি বেসরকারি নিরাপত্তারক্ষী সরবরাহকারী সংস্থার কাছ থেকে তিনি টাকা ঘুষ নিচ্ছেন বলে অভিযোগ। সিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার শান্তনু কর বলেন, “তিনি একটি বেসরকারি সংস্থার টাকা ঘুষ নিয়ে ব্যাঙ্কে জমা করে দিয়েছিলেন। তার পরেই আটক করা হয়। ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হবে।” ব্যাঙ্কে শিলিগুড়ি রিজিউনাল অফিসার অরুণ কুমার বোদ রাজা বলেন, “সিবিআই ওই অফিসারকে ঘুষ নেওয়ার সময় আটক করেছে বলে জানিয়েছে। তিনি দেড় বছর ধরে এই অফিসে কাজ করছেন। কখনও কোনও অভিযোগ শুনিনি। কার কাছ থেকে কি কারণে টাকা নিচ্ছিলেন তা এখনও জানি না। বিষয়টি দেখা হচ্ছে।” ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি ব্যাঙ্কের শিলিগুড়ি আঞ্চলিক অফিসের অধীনে উত্তরবঙ্গ ও সিকিম রয়েছে। এই অঞ্চলে ৪৫টি শাখা অফিস ছাড়াও ৫০টির উপরে এটিএম কাউন্টার রয়েছে ওই ব্যাঙ্কের। সেখানে নিরাপত্তারক্ষী সরবরাহের কাজ করত শিলিগুড়ির একটি বেসরকারি সংস্থা। পুরো বিষয়টি দেখাশোনার দায়িত্ব ছিল ক্যাপ্টেন আকাশদীপের উপরে। অভিযোগ, ওই বেসরকারি সংস্থা ব্যাঙ্কের কাছে ১২ লক্ষ টাকা পাওনা ছিল। সেই টাকা পেতে অভিযুক্ত অফিসারের অনুমোদনের প্রয়োজন ঠছিল। অনুমোদন দেও।য়ার জন্য তিনি ৪০ হাজার টাকা ঘুষ চান বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তারা সিবিআইয়ের কাছে অভিযোগ করে। মঙ্গলবার সিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার শান্তনু করের নেতৃত্বে একটি দল শিলিগুড়িতে এসে নজরদারি শুরু করে। এদিন ওই অফিসার ব্যাঙ্কের সামনে ওই সংস্থার কর্তাকে ঘুষ সহ ডেকে পাঠান। তাঁরা সেখানে গেলে তিনি তাঁদের পাকুরতলা মোড়ে নিয়ে যান। সিবিআই কর্তারাও ওই অফিসারের পিছু নেয়। সেখানে ৪০ হাজার টাকা নিয়ে অভিযুক্ত অফিসার শিলিগুড়ি মহকুমা পরিষদের ওই বেসরকারি ব্যাঙ্কের নিজের অ্যাকাউন্টে জমা করে দেয় বলে অভিযোগ। এর পরেই সিবিআই অফিসাররা তাঁকে আটক ররে। রাতভর ওই ব্যাঙ্কে তল্লাশি চালায় তাঁরা। |