টুকরো খবর
দুর্ঘটনায় মৃত ২, জখম ৩
উল্টো দিক থেকে আসা একটি মোটরবাইককে ধাক্কা মেরে বেসামাল হয়ে রাস্তার পাশে উল্টে গেল একটি গাড়ি। মোটরবাইক চালকের মৃত্যু হয়। মোটরবাইক আরোহী ও গাড়ির দুই সওয়ারি চোট পান। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে, রঘুনাথপুর থানার ডুমুরকোলা গ্রামের কাছে। পুলিশ জানায়, মৃতের নাম ফকির বাউরি (৩৮)। পাড়া থানার পলমা গ্রামের ওই বাসিন্দা সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী। বুধবার বিকেলে বাঁকুড়ার ধলডাঙায় রাস্তা পার হতে গিয়ে লরি চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। জয়ন্ত চৌধুরী (৩০) নামের ওই যুবকের বাড়ি খাতড়ার আরকামায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফকিরবাবু সাঁওতালডিহি থেকে ট্রেনে শাঁকা স্টেশনে নেমে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। তাঁর মোটরবাইকে চাপেন জোড়বেড়িয়া গ্রামের বাসিন্দা প্রদীপ চক্রবর্তী। দুর্ঘটনাস্থলেই ফকিরবাবুর মৃত্যু হয়। উল্টোদিকে পুরুলিয়া থেকে গাড়িতে আসছিলেন বর্ধমানের অন্ডালের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় ও পারুবালা রায়। মোটরবাইকটিকে ধাক্কা মারার পর তাঁদের নিয়ে গাড়িটি পাশের মাঠে পড়ে। পুলিশ জানায় আহত ৩ জনকে রঘুনাথপুর মহকুমা হাসপাতাল হয়ে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অন্য দিকে, একটি যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ৬ জন জখম হলেন। বুধবার দুপুরে পুঞ্চা থানার ভূতাম গ্রামের মোড়ে রাস্তার বাঁকে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, বাসের চালক ও সামনে থাকা যাত্রীরা চোট পেয়েছেন। তাঁদের পুঞ্চা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। ট্রাক্টরটি আটক করা হয়।

মন্দির পরিদর্শনে বিধায়ক দল
ছবি: শুভ্র মিত্র।
বিষ্ণুপুরের ভেঙে পড়া মন্দিরগুলি সংস্কারের জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব দেবে রাজ্যের পর্যটন, বন ও দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। বুধবার বিষ্ণুপুর পরিদর্শনে এসে এ কথা জানান ওই কমিটির চেয়ারম্যান শ্রীকান্ত মাহাতো। তিনি বলেন, “বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী মন্দিরগুলির রুগ্নদশা দেখে খারাপ লাগল। এগুলির সংস্কার করা প্রয়োজন। রাজ্য সরকারের কাছে এ ব্যাপারে রিপোর্ট দেওয়া হবে।” শ্রীকান্তবাবুর নেতৃত্বে ৬ বিধায়ক মন্দির ছাড়াও বিষ্ণুপুর লাগোয়া দ্বারিকা শিল্পাঞ্চলের তিনটি কারখানা ঘুরে দেখেন। শ্রীকান্তবাবু বলেন, “কারখানা সংলগ্ন এলাকার পরিবেশ যাতে কোনও ভাবেই দূষিত না হয়, সে জন্য গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। পরিদর্শনে সঙ্গী পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চিফ ইঞ্জিনিয়ার চন্দন ঘোষও বলেন, “এই পরামর্শ মানা হচ্ছে কি না, তা দেখার জন্য আমরা মাঝে-মাঝে পরিদর্শনে আসব।” এক কারখানার কর্তা বিনীত জৈনের দাবি, “কারখানা চত্বরে আগেও গাছ লাগিয়েছি। আরও গাছ লাগানো হবে।”

ধৃতদের জেল
কিশোরী পাচারের ঘটনায় ধৃতদের বুধবার পুরুলিয়া আদালত ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিল। গুজরাট থেকে উদ্ধার করে আনা ওই কিশোরীকে হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মানবাজার এলাকার ১৪ বছরের ওই কিশোরী ১১ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল। পরে অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ পুরুলিয়া শহরের কসাইমহল্লা থেকে ওই ঘটনায় যুক্ত অভিযোগে শেখ বাবন, শেখ কালু, মুন্নি বিবি, বেলা বিবি ও সাতুড়ির মুরাডি থেকে শেখ আসলাম ওরফে লালাকে গ্রেফতার করে। পুলিশের দাবি, আসলাম জেরায় জানিয়েছে, ওই কিশোরীকে কয়েক বার হাতবদল করে গুজরাটে বিক্রি করে দেওয়া হয়। পুলিশ গুজরাটের গাঁধীধাম থেকে মুকেশ বাঘেলা ও দ্রৌপদি বেন নামে দু’জনকে গ্রেফতার করে আনে। সেখানেই উদ্ধার হয় কিশোরী।

হিমঘরের ভাড়া বৃদ্ধির দাবিতে স্মারকলিপি
কোল্ড স্টোরেজের ভাড়া বাড়ানোর দাবিতে বাঁকুড়ায় জেলা পরিষদের সভাধিপতির কাছে স্মারকলিপি দিল ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি দিলীপ চট্টোপাধ্যায় বলেন, “প্রায় তিন বছর ধরে ভাড়া বাড়েনি। অথচ এই তিন বছরে বিদ্যুতের মাশুল অনেক বেড়ে গিয়েছে। যার জেরে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে।” তিনি জানান, ভাড়া বাড়ানোর দাবিতে ১৯ নভেম্বর তাঁরা হিমঘর ধর্মঘট করবেন। ৩০ নভেম্বরের পরে ভাড়া না বাড়ানো হলে অনির্দিষ্ট কালের জন্য তাঁরা হিমঘর বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন। ফব’র অগ্রগামী কিষাণ সভার রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মাণিক মুখোপাধ্যায় বলেন, “হিমঘর মালিকদের দাবি ন্যায্য হলেও সার ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় আলু চাষিরা ক্ষতির মধ্যে রয়েছেন।” জেলা পরিষদের সভাধিপতি পার্থপ্রতিম মজুমদার বলেন, “হিমঘর কর্তৃপক্ষের ভাড়া বাড়ানোর দাবি খতিয়ে দেখা হবে।”

কলেজে দুর্নীতির তদন্ত
জয়পুর বিক্রমজিৎ গোস্বামী মেমোরিয়াল কলেজে কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করছে রাজ্য শিক্ষা দফতর। জয়পুর কলেজের অধ্যক্ষ অসিত মাহাতো বলেন, “কর্মী নিয়োগ নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে রাজ্য শিক্ষা দফতর থেকে আধিকারিকরা শুক্রবার আসছেন। তাঁদের আমরা যথাসাধ্য সাহায্য করব।” গত ফেব্রুয়ারি মাসে হিসাবরক্ষক, করণিক, পিওন-সহ কলেজের মোট ৭টি শূন্যপদে নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ তোলে তৃণমূল। যুব তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি সমীরন মুখোপাধ্যায়ের অভিযোগ, “কলেজের পরিচালন সমিতির সদস্যদের ঘনিষ্ঠরা চাকরি পেয়েছিলেন। তদন্তের দাবিতে আমরা লাগাতার আন্দোলন করেছি। এই তদন্তকে স্বাগত জানাচ্ছি।”

খনি পরিদর্শন
ইসিএলের লিজ হোল্ড এলাকায় অবৈধ কয়লাখনি পরিদর্শন করল বিধানসভায় খনি বিষয়ক স্থায়ী কমিটির সদস্যেরা। বুধবার দুপুরে নিতুড়িয়া থানার ভামুরিয়া পঞ্চায়েতের কুঠিবাড়ি এলাকায় অবৈধ খনি তাঁরা ঘুরে দেখেন। তাঁদের সঙ্গে ছিলেন আধিকারিকরা। কমিটির সদস্য তথা পাড়ার কংগ্রেস বিধায়ক উমাপদ বাউরি বলেন, “সমস্ত কিছুই পরিদর্শন করা হয়েছে। বিশদ রিপোর্ট বিধানসভায় জমা করব।”

দেহ উদ্ধার
স্টেশনের প্লাটফর্মে মিলল বছর চল্লিশের এক ব্যক্তির দেহ। মঙ্গলবার রাতে আদ্রা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে দেহটি উদ্ধার হয়। তদন্ত শুরু হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.