গলার নলি কেটে খুন হাবরায়
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
|
সুপর্ণা মণ্ডল।
—নিজস্ব চিত্র। |
গলার নলি কেটে এক গৃহধূকে খুনের অভিযোগে দেওরকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে হাবরা থানার রাউতারা পঞ্চায়েতের মেঠোপাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে নিহতের নাম সুপর্ণা মণ্ডল (২৭)। সুপর্ণাদেবীর বাবা কুমার গায়েনের অভিযোগের ভিত্তিতে পুলিশ দেওর পলাশ মণ্ডলকে গ্রেফতার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দশেক আগে পেশায় ঠিকাশ্রমিক সুনীল মণ্ডলের সঙ্গে বিয়ে হয় সুপর্ণাদেবীর। তাঁদের তিনটি সন্তানও রয়েছে। পলাশ সম্পর্কে সুনীলবাবুর পিসতুতো ভাই। ক্রমে সুপর্ণাদেবীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তার জেরে মাস পাঁচেক আগে সুপর্ণাদেবীকে নিয়ে পলাশ ব্যারাকপুরের ইছাপুরে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। কিন্তু সেখানে নিত্য অশান্তি হওয়ায় সুপর্ণাদেবী বাপের বাড়ি চলে যান। মঙ্গলবার রাতে তিনি শৌচাগারে গিয়েছিলেন। তখনই পলাশ তাঁকে ধরে তাঁর গলার নলি কেটে দেয়। এমনকী তাঁকে ছুরি দিয়ে কোপায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মারা যান সুপর্ণাদেবী। ঘটনাস্থল থকে পুলিশ একটি ছুরিও উদ্ধার করেছে।
|
যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। মঙ্গলবার রাতে সন্দেশখালির ধামাখালির ঘটনা। মৃত আব্দুল মহিদ বিশ্বাসের (৩২) বাড়ি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার যশোরপাড়ায়। ইটভাটায় কাজ করতেন তিনি। স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে থাকতেন ইটভাটারই একটি ঘরে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পারিবারিক অশান্তিতে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। যদিও পরিবারের দাবি, মহিদকে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু ছাত্রের
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
গৃহশিক্ষকের কাছে পড়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থীর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে বনগাঁর রায় সেতুর কাছে বনগাঁ-চাকদহ সড়কে। পুলিশ জানিয়েছে, এ দিন বিচুলিহাটা থেকে টিউশন সেরে দুই বন্ধু সাইকেলে বাড়ি ফিরছিল। রায় সেতুর কাছে একটি ট্রাক জাহিদ মণ্ডল (১৫) কে ধাক্কা মারে। জয়ন্তীপুরের বাসিন্দা জাহিদ নরহরিপুর সারদাচরণ বিদ্যাপীঠের ছাত্র। প্রথমে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে তাকে কলকাতায় আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে সে মারা যায়।
|
গ্রামীণ ব্যাঙ্কে চুরি
নিজস্ব সংবাদদাতা • ঢোলাহাট |
গ্রামীণ ব্যাঙ্কের ভল্ট ভেঙে কয়েক লক্ষ টাকা লুঠ করল দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে ঢোলাহাট বাজারে ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে কর্মীরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন ব্যাঙ্কের ভিতরের গেটের তালা ও ভল্ট ভাঙা। সমস্ত টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পুলিশে লিখিত অভিযোগ জানানো হয়েছে। ব্যাঙ্কের ম্যানেজার অরুণাভ নস্কর জানান, পিছনের জানলা ভেঙে দুষ্কৃতীরা ঢুকেছিল। প্রায় ৩ লক্ষ ৮১ হাজার টাকা লুঠ হয়েছে বলে তাঁর দাবি।
|
খুনের অভিযোগে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
খুনের অভিযোগে বনগাঁর নকফুল এলাকা থকে মঙ্গলবার রাতে দশরথ মণ্ডল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার একটি পুকুর থেকে চণ্ডী মজুমদার নামে স্থানীয় এক বাসিন্দার মৃতদেহ উদ্ধার হয়। বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। মৃতের পরিবারের অভিযোগ পেয়ে দশরথকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|
টাকার বিনিময়ে জাল জন্ম-শংসাপত্র বিক্রির অভিযোগে পুলিশ গোপাল সিংহ নামে এক যুবককে বুধবার নৈহাটি থেকে গ্রেফতার করেছে। কল্যাণীর মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী বলেন, “দিন কয়েক আগে কল্যাণী পুরসভায় এক যুবক রেশন কার্ড করার জন্য ভুয়ো জন্ম-শংসাপত্র নিয়ে আসেন। তাকে জেরা করেই গোপালের নাম জানা যায়।”
|
মঙ্গলবার রাতে অশোকনগর থানার পুলিশ বুড়ো দাস নামে সেনডাঙা বাজার থেকে এক চোলাই বিক্রেতাকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে ১২০ লিটার চোলাই উদ্ধার হয়েছে। |