ট্রেভর মর্গ্যানের তালিকায় নাম নেই। তাতে কী? উইম কোভারম্যান্সের দলে ডাক পেলেন ইস্টবেঙ্গল স্ট্রাইকার রবিন সিংহ।
এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে আজ বৃহস্পতিবার পুণে যাচ্ছে ইস্টবেঙ্গল। বিমানকর্মীদের বিরুদ্ধে চিডিদের খেলা ১০ নভেম্বর। বুধবার পুণের জন্য টিমের যে তালিকা লাল-হলুদ কোচ প্রকাশ করেছেন তাতে নাম নেই রবিনের। তাঁর জায়গায় দলে ঢুকেছেন লেন। অথচ ১৪ নভেম্বর গুয়াহাটিতে ইয়েমেনের বিরুদ্ধে ফিফা স্বীকৃত আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলার জন্য কোভারম্যান্স যে ২০ জনের নাম বুধবার ঘোষণা করেছেন, তাতে আছে রবিনের নাম। দলে দু’টি পরিবর্তন হয়েছে। ইস্টবেঙ্গলের রাজু গায়কোয়াড়ের জায়গায় দলে ঢুকেছেন পৈলান অ্যারোজের স্টপার শৌভিক ঘোষ। ডেম্পোর জোয়াকিম অ্যাব্রাঞ্চেজের জায়গায় দলে ফিরছেন মননদীপ সিংহ।
পর্তুগালের লিসবন থেকে সুনীল ছেত্রী দেশের হয়ে খেলতে আসবেন কি না তা নিয়ে সংশয় ছিল। কিন্তু নেহরু কাপ জয়ী দলের অধিনায়ক আসছেন। অধিনায়কত্বও করবেন। ফেডারেশন কর্তা শুভঙ্কর মুখোপাধ্যায় বললেন,“সুনীল এই ম্যাচটা খেলার জন্য পর্তুগাল থেকে আসছে। অধিনায়কত্বও করবে।” ক্লাবের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন সুব্রত পাল। তিনিও যোগ দিচ্ছেন। পর্তুগাল থেকে এই ম্যাচ নিয়ে সুনীল জানিয়েছেন “আর্ন্তজাতিক ম্যাচ না খেললে জানা যাবে না আমরা কোথায় দাঁড়িয়ে। গুয়াহাটির দর্শক-ঠাসা মাঠে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলে আনন্দ পেয়েছিলাম। এই ম্যাচেও প্রচুর দর্শক আসবে।”
নির্বাচিত ২০ জন—
গোল: সুব্রত, শুভাশিস ও করণজিত।
রক্ষণ: নির্মল, ডেঞ্জিল, গৌরমাঙ্গি, গুরবিন্দর, শৌভিক ও রহিম নবি।
মাঝ মাঠ: লেনি, মেহতাব, জুয়েল, ফ্রান্সিস, অলউইন জর্জ, অ্যান্টনি পেরিরা, সঞ্জু ও ক্লিফোর্ড।
ফরোয়ার্ড: রবিন সিংহ, সুনীল, মননদীপ সিংহ। |