টুকরো খবর
অঘটন ঘটাতে শহরে ভাইচুংয়ের দল
সালগাওকর-বধের মতো কি আর একটা অঘটন ঘটাতে পারবে ভাইচুং ভুটিয়ার দল? শুক্রবার যুবভারতীতে প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামার আটচল্লিশ ঘণ্টা আগে সিকিম ইউনাইটেডকে ঘিরে এখন এই প্রশ্নই ইতিউতি ঘুরপাক খাচ্ছে ময়দানে। আই লিগের শুরুটা চমকপ্রদ ভাবে করলেও, ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ফিলিপ ডি’রাইডারের দল। গ্যাংটকে টানা চারটে ‘হোম ম্যাচ’ খেলে তাদের সংগ্রহ মাত্র চার পয়েন্ট। তবে মরসুমের প্রথম ‘অ্যাওয়ে ম্যাচ’ থেকে তিন পয়েন্টই লক্ষ্য রাইডারের। বুধবার ইস্টবেঙ্গল মাঠে অনুশীলনের পরে সিকিম কোচ বললেন, “পরিসংখ্যান দেখলে আমাদের পারফরম্যান্স বিচার করা যাবে না। সালগাওকর ম্যাচে যে দল নিয়ে নেমেছিলাম পরের ম্যাচেগুলিতে সে দল পাইনি। চোট-আঘাতেই সব শেষ হয়ে গেল। আমার আশা, কলকাতা থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরব।” রাইডারের কাজটা অবশ্য সহজ নয়। এক দিকে যেমন লাজং ম্যাচে ২-৩ গোলে হারের পরে ঘরের মাঠে জয়ের জন্য ফুঁসছেন র্যান্টি-কার্লোসরা, তেমনই যুবভারতীতে পুরো দল পাচ্ছেন না সিকিম কোচ। চোটের জন্য পাওয়া যাবে না দলের প্রধান স্ট্রাইকার বুধিরাম টুডু এবং সালগাওকর-বধের অন্যতম নায়ক রাজু দেবনাথকে। কার্ড সমস্যায় নেই দলের প্রধান স্টপার সন্দেশ এবং ভাইচুংও। রাইডার বলছিলেন, “আমরা তিরিশ শতাংশ দল নিয়ে এসেছি। এক জোট হয়ে খেলতে পারলে তিন পয়েন্ট পেতে কোনও অসুবিধা হবে না। জানি প্রয়াগ ভাল দল। কিন্তু আমরাও শক্ত লড়াইয়ের জন্য প্রস্তুত।” চোট সমস্যা থাকলেও রাইডারের জন্য সুখবর, দলের তিন বিদেশি-ই সুস্থ। গোলকিপার ইয়ন টা, মাইকেল রডরিগেজ এবং নুরউদ্দিন।

বড় ম্যাচ নিয়ে জট, ছাড়াচ্ছেন ক্রীড়ামন্ত্রী
আই লিগে চিডি বনাম ওডাফার বহু প্রতীক্ষিত ডার্বি লড়াই নিয়ে হঠাৎই সংশয়। শেষ পর্যন্ত রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্রর হস্তক্ষেপে জট খোলার পথে। ক্রীড়ামন্ত্রীর সাফ কথা, “৯ ডিসেম্বরের বড় ম্যাচ যুবভারতীতে হচ্ছেই।” কেন সংশয়? চলতি আই লিগে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ ৯ ডিসেম্বর। যে ম্যাচ আয়োজনের দায়িত্ব লাল-হলুদের। কিন্তু যুবভারতীতে তখন ফ্লাডলাইট সংস্কারের শেষ পর্যায়ের কাজ চলবে। তার জন্য ডিসেম্বরের শুরুর দিকে যুবভারতী দিন পনেরো বন্ধ রাখতে হবে। সরকারের তরফে আইএফএ-তে এই সম্পর্কিত চিঠি আসতেই বড় ম্যাচের আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে। কোনও কোনও মহল থেকে ম্যাচ পিছিয়ে দেওয়ার পাশাপাশি বড় ম্যাচ শিলিগুড়িতে সরিয়ে নেওয়ার পরামর্শও দেওয়া হয় ক্রীড়ামন্ত্রীকে। যদিও ফেডারেশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনও মতেই ম্যাচ পিছনো সম্ভব নয়। এর পরেই আসরে নামেন ক্রীড়ামন্ত্রী। তাঁর দফতর থেকে যোগাযোগ করা হয় ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং প্রয়াগ ইউনাইটেড কর্তাদের সঙ্গে। সব পক্ষকে নিয়ে বৃহস্পতিবারই জরুরি বৈঠক ডাকা হয়। আইএফএ কর্তাদের সঙ্গে যুবভারতীর সিইওকেও থাকতে বলা হয়েছে। বুধবার আনন্দবাজারকে ক্রীড়ামন্ত্রী বলেন, “কাল বেলা বারোটায় সবাইকে ডেকেছি। আলো সংস্কারের জন্য দিন পনেরো যুবভারতী আমাদের বন্ধ রাখতে হবে। কোন পনেরো দিন স্টেডিয়াম বন্ধ থাকবে তা ওঁরাই আলোচনা করে ঠিক করুক।”

মেসিরা টপকালেন রোনাল্ডোদের
লিও মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুই মহাতারকা ফুটবলারের লড়াইয়ে ক্লাব-যুদ্ধের মতো দেশজ-যুদ্ধেও আর্জেন্তিনীয় টপকালেন পর্তুগিজকে। লা লিগায় যেমন মাঠের ভেতরের লড়াইয়ে মেসির বার্সেলোনা পয়েন্টে এগিয়ে রোনাল্ডোর রিয়াল মাদ্রিদের চেয়ে, তেমনই ফিফা র‌্যাঙ্কিংয়ে মেসির আর্জেন্তিনা এ দিন টপকে গেল রোনাল্ডোর পর্তুগালকে। বিশ্ব এবং ইউরো সেরা স্পেন যথারীতি এক নম্বরে। দুইয়েও জার্মানিই আছে। কিন্তু পর্তুগালকে চারে নামিয়ে আর্জেন্তিনা তিনে উঠে এসেছে। সম্প্রতি আর্মেনিয়া এবং ডেনমার্কের বিরুদ্ধে ফ্রেন্ডলি আন্তর্জাতিক ম্যাচ জেতায় ইতালি তিন ধাপ উঠে পাঁচ নম্বরে। বিশ্ব ফুটবলের প্রথম পাঁচ শক্তির মধ্যে বহু দিন পরে ইতালি ঢুকলেও এক ধাপ করে নেমে গেছে ইংল্যান্ড (৬), নেদারল্যান্ডস (৭)। প্রথম দশের বাকি তিন দেশ যথাক্রমে কলম্বিয়া, রাশিয়া ও ক্রোয়েশিয়া। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল প্রথম দশের বাইরে, সেই ১৩ নম্বরেই আছে। যদিও ২০১৪ বিশ্বকাপ সংগঠক দেশ সম্প্রতি জাপান এবং ইরাককে হারিয়েছে। আফ্রিকার সেরা দেশ হিসেবে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে আছে দ্রোগবার আইভরি কোস্ট। এশিয়ার সেরা জাপান আছে ২৪ নম্বরে। ভারত এক ধাপ নেমে ১৬৯-এ।

শীর্ষে থাকতে হলে স্মিথদের দরকার ড্র
আইসিসি-র টেস্ট ক্রিকেট বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বর দেশের মর্যাদা দক্ষিণ আফ্রিকা মাস কয়েক আগে ইংল্যান্ডের থেকে কেড়ে নিয়েছে। বিশ্বসেরা টেস্ট দল হিসেবে গ্রেম স্মিথরা প্রথম পরীক্ষায় নামছেন শুক্রবার ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিন টেস্টের সিরিজ ড্র রাখলেই দক্ষিণ আফ্রিকা শীর্ষে থেকে যাবে। আর তিন বছর পরে রিকি পন্টিংরা এক নম্বরে ফিরতে পারেন যে কোনও ব্যবধানে এই সিরিজ জিতলে। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১২০, ইংল্যান্ডের ১১৭ এবং অস্ট্রেলিয়ার ১১৬।‘সি’ লাইসেন্সের পরীক্ষায় ২৪ জন প্রাক্তন জাতীয় কোচ স্যাভিও মেদেইরা এবং মার্কোস পাচেকোর তত্ত্বাবধানে কোচিংয়ে এএফসি ‘সি’ লাইসেন্সের জন্য পরীক্ষায় বসছেন দুই প্রাক্তন গোলরক্ষক প্রশান্ত ডোরা ও রজত ঘোষদস্তিদার। ১৮ নভেম্বর থেকে ১২ দিন পরীক্ষা চলবে কৃষ্ণনগর স্টেডিয়ামে। পরিদর্শক ভারতের প্রাক্তন অধিনায়ক বাসুদেব মণ্ডল। যিনি ‘বি’ লাইসেন্সের জন্য পরীক্ষায় বসবেন।

আবার এক নম্বরই লক্ষ্য: ধোনি
ইংল্যান্ডের কাছেই গত বছর ধোনির ভারত টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বরের মুকুট খুইয়েছিল। দেশের মাঠে প্রথম টেস্টে ইংরেজদের মুখোমুখি হওয়ার আগে ভারত অধিনায়ক দাবি করছেন, এক নম্বরে প্রত্যাবর্তনের কাজ তাঁর দলের জারি রয়েছে। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে নামতে নামতে ভারত এখন পাঁচে। ধোনি তবু এ দিন সচিনের শহরে প্রচারমূলক অনুষ্ঠানে এসে বলেছেন, “যে খেলাটাই যে খেলে, তার লক্ষ্য থাকে বিশ্বের এক নম্বর হওয়া। আমাদেরও বিশ্বের এক নম্বর টেস্ট দল হওয়ার কাজ সব সময় জারি আছে। এটা একটা ধীর কিন্তু ধারাবাহিক কাজ।” পিটারসেনদের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ ‘উত্তেজক হবে’ বলেন ধোনি। “ইংল্যান্ড খুব ভাল দল। তবে আসল কথা হল, আমাদের শক্তি আর দুর্বলতা দু’টো বিষয়েই পুরোপুরি ফোকাসড্ থাকতে হবে। নিজেদের পারফরম্যান্স ভাল করে যেতে হবে আমাদের,” বলেছেন ভারত অধিনায়ক।

পদকজয়ীদের সংবর্ধনা

এনজেপি স্টেশনে কৃতী খেলোয়াড়েরা। —নিজস্ব চিত্র।
আন্তঃ জেলা রাজ্য স্কুল টেবল টেনিস প্রতিযোগিতায় পদকজয়ীদের সংবর্ধনা জানাল শিলিগুড়ি জেলা বিদ্যালয় স্কুল ক্রীড়া সংস্থা। বুধবার চুঁচুড়া থেকে পদক নিয়ে ফিরতেই নিউ জলপাইগুড়ি স্টেশনে সংবর্ধনা জানানো হয়। ওই প্রতিযোগিতায় টিম ইভেন্টে অনূর্ধ্ব ১৭ এবং ১৯ বিভাগে ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েরা অনূর্ধ্ব ১৪ বিভাগে সেরা। অনূর্ধ্ব ১৭ বিভাগে তারা রানার্স হয়েছে। সিঙ্গলসে অনূর্ধ্ব ১৭ বিভাগে শিলিগুড়ির সর্বজিৎ গুহ চ্যাম্পিয়ন হয়েছে। তিনি শিলিগুড়ির সোলাঙ্ক চক্রবর্তীকে ৩-০ গেমে হারান। অনূর্ধ্ব ১৯ বিভাগে শিলিগুড়ির শুভম বসাক সেরা। হুগলির নীলাঞ্জন সরকারকে তিনি হারান ৩-০ গেমে। অনূর্ধ্ব ১৪ বিভাগে রানার্স শিলিগুড়ির পূজা পাল। জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি মদন ভট্টাচার্য বলেন, “আনুষ্ঠানিক সংবর্ধনাও দেওয়া হবে।”

ধারাবহিকতা ধরে রাখতে বাগানের ভরসা ওডাফা-ই
ছেলে অসুস্থ। তাই সকালের অনুশীলনে ক্লাবে না এলেও বিকেলে দলের সঙ্গেই দিল্লি এলেন ওডাফা। দলের ভরসা তিনি-ই। টোলগের হঠাৎই দেশে ফিরে যাওয়ার আকষ্মিক ধাক্কাকে সরিয়ে রেখে আপাতত আই লিগের পঞ্চম পর্বে ওএনজিসি-কে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে কলকাতায় ফেরাই লক্ষ্য নবি-নির্মলদের। বিপক্ষের কাৎসুমি-যতীন সিংহ বিস্তরা ১৪ দলের আই লিগে ১৩ নম্বরে থাকলেও তাঁদের হেলাফেলা করতে নারাজ মোহনবাগান কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায়। রাজধানীতে পা দিয়েই তিনি বললেন, “আই লিগে সব দলকেই সমীহ করছি। আগের ম্যাচে জয় এসেছে বলে আত্মতুষ্টির জায়গা নেই। পরপর দুটো ম্যাচ জিতে আই-লিগের লড়াইয়ে আমরা ফিরেছি মাত্র। কিন্তু তা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কোন কারণ নেই।” ছেলে জুনিয়র অসুস্থ। তাই মন ভাল নেই মোহনবাগানের নাইজেরীয় গোলমেশিন ওডাফার। স্পোর্টিং ক্লুব দ্য গোয়া ম্যাচে হ্যাটট্রিক করার পরে অনুশীলনে নামতে পারেননি সে কারণেই। তবে কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায় বলছেন, “মাঠে না নামলেও ট্রেডমিলে বাড়িতে অনুশীলন চালিয়েছে ওডাফা। অসুবিধা হবে না।”

অস্ট্রেলিয়ার গোপন গেমপ্ল্যান ফাঁস
দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে-আগেই ফাঁস হয়ে গেল প্রোটিয়াদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গোপন গেমপ্ল্যান। ফাঁস হল অস্ট্রেলীয় সংবাদমাধ্যমেরই হাতে। গেমপ্ল্যানের সৌজন্যে জানা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার প্রত্যেক ক্রিকেটারের বিরুদ্ধে আলাদা আলাদা কী স্ট্র্যাটেজি নিতে চলেছে অস্ট্রেলিয়া। টেস্ট র‌্যাঙ্কিংয়ে দু’নম্বর ব্যাটসম্যান হাসিম আমলাকে ক্রমাগত স্লেজিং, জাক কালিসকে একের পর এক বাউন্সার দেওয়া, তরুণ লেগস্পিনার ইমরান তাহিরকে আক্রমণ বাদ যায়নি কিছুই। এই সিরিজেই আবার অস্ট্রেলীয় শিবিরের মেন্টর প্রাক্তন দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার। বর্তমান প্রোটিয়া টিমের প্রায় সবার সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা আছে যাঁর। মনে করা হচ্ছে, আর্থারই এই নকশার মাস্টারমাইন্ড।

আইবিএলের শুরু সাইনার হাতে
বিশ্ব ব্যাডমিন্টনে সাইনা নেহওয়ালের সাফল্যকে মুখ করে ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা আইপিএলের ধাঁচে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগ (আইবিএল) করতে চান। সাড়ে পাঁচ কোটি টাকার লিগে আমির খান, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা ইতিমধ্যেই থাকার সম্মতি দিয়েছেন। দীপিকার বাবা, অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রকাশ পাড়ুকোনও আছেন এই লিগে। বরাবরের ব্যাডমিন্টন-ভক্ত সুনীল গাওস্করকে আইবিএলে আনার চেষ্টা হচ্ছে। ১০ নভেম্বর মুম্বইয়ে সাইনাকে দিয়েই ফ্র্যঞ্চাইজি ও তারকা প্লেয়ারদের নাম ঘোষণা করবে ফেডারেশন। লিন ডান, লি চং, তৌফিক হিদায়াত, পিটার গেডের মত বিদেশি তারকা-সহ ৭২ জন খেলতে পারেন এই লিগে।

আজ থেকে ফের রাজ্য টিটি
রাজ্য সংস্থার পর বৃহস্পতিবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেই শুরু হচ্ছে বিটিটিএ-র আর একটি টেবল টেনিস রাজ্য চ্যাম্পিয়নশিপ। যেখানে সেরা আকর্ষণ হতে পারেন ১২ নভেম্বর ফাইনালে বাংলার প্রাক্তন তারকা টিটি প্লেয়ার রূপা বন্দোপাধ্যায়ের সম্ভাব্য উপস্থিতি। যাঁর বিরল নজির আছে বিশ্ব টিটি-তে ভারত এবং কানাডা দু’টো ভিন্ন দেশের প্রতিনিধিত্ব করার। পাঁচ দিনের টুর্নামেন্টে ১১টি ব্যক্তিগত বিভাগে ১০১৮ প্লেয়ার এবং ৪টি টিম ইভেন্টে ১৭ জেলার ৬০টি দল অংশ নিচ্ছে। তাৎপর্যের, দক্ষিণ কলকাতার বছর তেরোর সুরভি পাটোয়ারির তিন বিভাগে শীর্ষ বাছাই হওয়া। মেয়েদের সিঙ্গলস থেকে বালিকা এবং সাব জুনিয়র বিভাগ পর্যন্ত।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhama• | Purulia | Murshidabad| Medinipur
National | Foreig• | Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permissio• .