পাঁচ বছর বাদে ফের ভারত-পাক ক্রিকেটীয় মহাযুদ্ধ। ২০১১ বিশ্বকাপ সেমিফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছিল ঠিকই, কিন্তু সেটা মাত্র একটা ম্যাচ। দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সিরিজ দেখতে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে ভারক-পাক সমর্থকদের। তিনটে ওয়ান ডে আর দুটো টি-টোয়েন্টি মিলিয়ে সিরিজটা ছোটখাটো হলে কী হবে, তা ঘিরে উত্তেজনা তুঙ্গে। ভারত-পাক লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন বিরানব্বইয়ের বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক ইমরান খান স্বয়ং।
তবে ইমরান কোনও ভাবেই চান না, রাজনীতির রং যেন এই সিরিজে লাগে। “দু’দেশের রাজনীতিবিদ এবং সরকারের মধ্যে সম্পর্ক যদি ভাল হয়, তা হলে ক্রিকেট সেই সম্পর্কটাকে আরও মজবুত করে তোলে। এটা খুব সুস্থ প্রতিযোগিতা,” বলে ইমরান যোগ করেছেন, “কিন্তু রাজনীতিবিদরা যদি অসুস্থ আবহাওয়া তৈরি করেন, তা হলে মাঠের যুদ্ধটা সামরিক লড়াইয়ের মতো হয়ে দাঁড়ায়। তখন একটা ক্রিকেট ম্যাচ ভাল করার চেয়ে বেশি ক্ষতি করে।” তবে এখন দু’দেশের মধ্যে সম্পর্ক অনেক ভাল জায়গায় আছে বলে মনে করেন পাকিস্তানের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক। আর তাই ভারত-পাক সিরিজ দেখতে মুখিয়ে রয়েছেন তিনি।
প্রায় একই সুর শোনা যাচ্ছে ওয়াঘার এ পার-ও পারের আরও দুই প্রাক্তন অধিনায়কের গলায়। কপিল দেব ও ইনজামাম উল হকের সাফ বক্তব্য, দুই দেশের ক্রিকেট-ভবিষ্যতের পক্ষেই এই সিরিজ ইতিবাচক।
ইনজামাম যেমন বলেছেন, “ভারত ও পাকিস্তানের নিয়মিত একে অপরের বিরুদ্ধে সিরিজ খেলা উচিত। দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক যে ফের নতুন করে শুরু হচ্ছে, সেটা খুব ভাল। ভারত-পাক ক্রিকেটপ্রেমীদের পক্ষেও দারুণ খবর।” সঙ্গে যোগ করেছেন, “এই উদ্যোগের জন্য অবশ্যই পাক বোর্ডের স্বীকৃতি পাওয়া উচিত। কিন্তু যারা রাজনৈতিক হস্তক্ষেপ করে এই সিরিজ বানচাল করার চেষ্টা শুরু করে দিয়েছে, তাদের বোঝানো উচিত।” ওয়ান ডে আর টি টোয়েন্টি সিরিজ হচ্ছে। এ বার ভারত-পাক টেস্ট সিরিজও দেখতে চান ইনজামাম। তাঁর মতে, একটা পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ দুই দেশেই ক্রিকেট নিয়ে আগ্রহ অনেক বাড়িয়ে দেবে।
তিরাশির বিশ্বজয়ী ভারতীয় অধিনায়কও গলা মিলিয়েছেন ইনজামামের সঙ্গে। “এই সিরিজের মাধ্যমে ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক ফের জুড়তে চলেছে। এর মধ্যে কেউ আর দয়া করে রাজনীতিকে ঢোকাবেন না,” আবেদন কপিল দেবের। |