টিডি-র ‘জুজু’ দেখে সরে গেলেন সঞ্জয়
পঁচিশ দিন আগে আই লিগে মোহনবাগানকে হারিয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। সেই হারের জেরে চাকরি গিয়েছিল মোহন-কোচ সন্তোষ কাশ্যপের। এ বার সেই সঞ্জয় সেনকেই সরে যেতে হল। মাথায় টিডি বসানোর ‘জুজু’ দেখিয়ে কোচের পদ থেকে সরে যেতে বাধ্য করা হল প্রয়াগ কোচকে। ফলে প্রশ্ন উঠে গেল মোহনবাগানের রোগ কি প্রয়াগে ধরল?
কার্যত স্পনসরদের চাপেই নতুন কোচ আসছেন দেশের সব থেকে বেশি বাজেটের টিমে। রব বান, উইম কোভারম্যান্সভারতীয় ফুটবলে এখন চলছে ডাচ যুগ। তার সঙ্গে সঙ্গতি রেখেই কোচ আনছে প্রয়াগ। নাম এলকো সাটোরি। ভারতে কখনও কোচিং না করলেও এশিয়ার বিভিন্ন দেশে কোচিং করেছেন এলকো। ওমান, বাহারিন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহীর বিভিন্ন নামী ক্লাবে কোচ করিয়েছেন এলকো। শেষ কোচিং করিয়েছেন ঘানার রেড বুল সেলজবার্গে।
‘আলবিদা প্রয়াগ’। বুধবার ম্যাচের পরে সঞ্জয় সেন।
নতুন কোচ এলকো। ছবি: শঙ্কর নাগ দাস।
স্পনসররা দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করছিলেন কোচ সরানোর। বুধবার ম্যাচের পর রাতে প্রয়াগ কর্তারা নিজেদের মধ্যে আলোচনায় বসে সিদ্ধান্ত নেন র‌্যান্টি-হার্নান্ডেজ-সুব্রত-গৌরমাঙ্গিদের সামলে চ্যাম্পিয়নশিপে রাখতে বিদেশি কোচ দরকারই। কিন্তু সেটা মানতে চাননি সঞ্জয়। এ দিন ব্যক্তিগত কাজে আটকে যাওয়ায় ইউনাইটেডের সভায় যাননি কোচ। ফলে ফোনেই তাঁর মাথায় টিডি বসানোর প্রস্তাব দেন কর্তারা। ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য বললেন, “আমরা যে রকম টিম করেছি সে রকম খেলতে পারছিলাম না। ফলে বিদেশি কোচ দরকার ছিল। স্পনসরদের চাপের জন্য নয় টিমের স্বার্থেই বিদেশি কোচ আনা হচ্ছে। সঞ্জয়দাকে রাখতে চেয়েছিলাম। উনি রাজি না হলে কী আর করা যাবে।”
তাঁকে সরিয়ে দেওয়ার পিছনে অবশ্য ‘ব্যক্তিস্বার্থ’-র হাত দেখছেন সঞ্জয়। সে ভাবে কারও বিরুদ্ধে তোপ না দাগলেও বলে দিয়েছেন, “আমি যা ফল করেছি সেটা খারাপ নয়। আই লিগে পাঁচের মধ্যে আছি। চারটে ম্যাচের মধ্যে একটি হার, একটি ড্র। খারাপ কোথায়! কলকাতা লিগেও দল ভাল জায়গায়। ঠিক আছে, দেখি না নতুন কোচ কেমন করেন। গুয়ার্দিওলাও তো ছয় মাস বসে ছিল। আমিও থাকব। সুযোগ পেলে আবার নিজেকে প্রমান করার চেষ্টা করব।” ময়দানে ভদ্রলোক হিসাবে পরিচিত সঞ্জয়ের গলায় বারবার ধরা পড়ছিল অভিমান।
কিন্তু কবে শহরে আসবেন নতুন কোচ এলকো? নবাব বললেন, “ভিসা সমস্যা মিটলেই চলে আসবে। আশা করছি এই সপ্তাহেই চলে আসবে।” শুক্রবারই র‌্যান্টিদের সঙ্গে খেলা ভাইচুং ভুটিয়ার দলের। সেখানে সম্ভবত কোচহীন হয়েই নামতে হবে গৌরমাঙ্গি-কার্লোসদের। ক্লাব কর্তারা জানাচ্ছেন, এলকো যত দিন না আসছেন কোচিং করাবেন ফিজিও গার্সিয়া।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhama• | Purulia | Murshidabad| Medinipur
National | Foreig• | Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permissio• .