প্লাস্টিক বন্ধে ফের অভিযানে পুরসভা |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার রুখতে ফের অভিযান শুরু করেছে জলপাইগুড়ি পুরসভা। বুধবার সকালে শহরের বড় পাইকারি ও খুচরো বাজার দিনবাজারে অভিযান চালিয়ে একটি দোকান থেকে ৩৫ কেজি প্লাস্টিকের ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়। সিল করা হয় ওই বাজার এলাকার ৬টি প্লাস্টিক ক্যারিব্যাগের গুদাম। পুরসভার ভাইস চেয়ারম্যান পিনাকী সেনগুপ্ত এ দিনের অভিযানের নেতৃত্ব দেন। পুরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, “জলপাইগুড়ি শহরকে প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত করা পুরসভার লক্ষ্য। লাগাতার অভিযান চলবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পুরসভার সহযোগিতা করেছে। যে সব ব্যবসায়ীরা প্লাস্টিকের ক্যারিব্যাগ বিক্রি অথবা মজুত করছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” গত এপ্রিল মাস থেকে শহরে প্লাস্টিক বিরোধী অভিযান শুরু করেন জলপাইগুড়ি পুর কর্তৃপক্ষ। বিভিন্ন দোকানে হানা দেওয়ার পাশাপাশি প্লাস্টিক ব্যবহারকারীদের ‘স্পট ফাইন’ হয়। কয়েক দফায় অভিযানের পরে শহরে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার কিছুটা নিয়ন্ত্রিত হলেও পুজোর সময় কড়াকড়ি কিছুটা শিথিল হতে ফের শুরু হয় বলে অভিযোগ। ওই কারণে এদিন সকালে ফের প্রশাসনের কয়েকজন আধিকারিক এবং পুলিশ বাহিনী নিয়ে অভিযানে নামেন পুর কর্তৃপক্ষ। |
প্রথমে দিনবাজারের একটি দোকানে হানা দিয়ে প্রায় ৩৫ কেজি ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়। পুরসভার অভিযানের খবর পেয়ে বাজারের কয়েকটি দোকান বন্ধ হয়ে যায়। একটি বন্ধ দোকান মালিকের সঙ্গে অভিযানকারী দল যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। এর পরে দিনবাজার লাগোয়া কামারপাড়ায় প্লাস্টিকের ক্যারিব্যাগ মজুত রাখা এক গুদামে হানা দেয় অভিযানকারী দল। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকালে গুদাম খুলেও হঠাৎ বন্ধ হয়ে যায়। একটি গুদামের দরজা ফাঁক দিয়ে পুরকর্মীরা ছবি তোলেন। ক্যারিব্যাগ বোঝাই একাধিক বস্তা ওই ছবিতে ধরা পড়ে। পরপর ৬টি গুদামে তালা ঝুলিয়ে দেন পুর কর্তৃপক্ষ। এর পর গুদাম মালিকদের পুরসভায় দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। বাজারের প্লাস্টিক ব্যবসায়ী অরুণ গোয়েল বলেন, “ক্যারিব্যাগ নয় এমন কিছুও বাজেয়াপ্ত করা হচ্ছে। এদিন অনেক বড় বড় ব্যবসায়ী দোকান বন্ধ করে চলে যান।” পুরসভার ভাইস চেয়ারম্যান পিনাকী সেনগুপ্ত বলেন, “নিয়মিত অভিযান হবে। মালিকের খোঁজ না পেয়ে কিছু গুদাম সিল করা হয়েছে। স্পট ফাইনও চালু করা হবে।” |