নুমালিগড়ের শিরোপা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
তৈল শোধনাগার হলেও নেই দূষণের চিহ্ন। শ্রমিক, আবাসিকদের জন্য আধুনিক ও বিজ্ঞানসম্মত জীবনযাত্রার সব উপকরণ মজুত। রয়েছে আধুনিক হাসপাতাল। পরিবেশ রক্ষায় একরের পর এক সবুজ। এমন কী গড়া হয়েছে প্রজাপতি উদ্যানও। সেই সব কর্মকাণ্ডের স্বীকৃতি পেল অসমের নুমালিগড় তৈলশোধনাগার বা এনআরএল। দিল্লির ‘গ্রিনটেক ফাউন্ডেশন’-এর তরফে, ‘গ্রিনটেড এনভায়রনমেন্ট গোল্ড ক্যাটেগরি’ সম্মানে ভূষিত হল এনআরএল। হায়দরাবাদে ১৩তম গ্রিনটেড পরিবেশ সম্মেলনে, এনআরএল-এর ম্যানেজিং ডিরেক্টর দীপক চক্রবর্তীর হাতে সেই পুরস্কার তুলে দেন গ্রিনটেক সভাপতি কে শরণ ও ওএনজিসির প্রাক্তন অধিকর্তা এ কে হাজরিকা।
|
ধৃত ৬ চোরাশিকারি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দু’টি পৃথক ঘটনায় ধরা পড়েছে ছ’জন চোরাশিকারি। উদ্ধার হয়েছে গন্ডারের খড়্গ, রাইফেল। পুলিশ জানায়, গত কাল রাতে কার্বি আংলং জেলার পুলিশ বোকাখাতে হানা দিয়ে রাহুল পেগু নামে এক শিকারিকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি .৩০৩ রাইফেল ও সাইলেন্সার। অন্য দিকে, গত রাতেই পুলিশ বিশ্বনাথ চারিয়ালির মিলনপুর এলাকা থেকে পাঁচ শিকারিকে গ্রেফতার করে।
|
শব্দবাজি আটক, আরামবাগে ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
আরামবাগের কালীপুরের একটি বাড়িতে বুধবার দুপুরে হানা দিয়ে বেশ কিছু শব্দবাজি এবং বাজি তৈরির মশলা উদ্ধার করল পুলিশ। শব্দবাজি মজুতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সুকুমার দলুই নামে ওই বাড়ির এক যুবককে। পুলিশ জানায়, উদ্ধার করা হয়েছে ৩৫টি হাতবোমা, ২০০টি চকোলেট বোমা, হাউই-সহ বেশ কিছু শব্দবাজি। অন্য দিকে, রবিবার রাতে খানাকুলের নতিবপুরেও অভিযান চালিয়ে প্রায় ৬০ কিলো নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ। পুলিশ জানায়, কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযান ধারাবাহিক ভাবে চালানো হবে। |