টুকরো খবর
যন্ত্রপাতি উধাও ডানলপে, চমকে গেলেন প্রতিনিধিরা
প্রতিনিধি দল ডানলপে। ছবি: তাপস ঘোষ।
সব কিছু ঠিকঠাক চললে দীপাবলির আগে সাহাগঞ্জের কারখানা খোলার ইঙ্গিত দিন কয়েক আগেই দিয়েছিলেন ডানলপ চেয়ারম্যান পবন রুইয়া। কর্তৃপক্ষের তরফে বুধবার সেই কারখানার হাল-হকিকত খতিয়ে দেখতে এসে চমকে গেলেন গেলেন ৬ জনের একটি প্রতিনিধি দল। তাঁরা দেখলেন কারখানা কার্যত ফাঁকা। চুরি গিয়েছে বহু যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ। বিদ্যুতের কেব্ল লাইন ৮০ শতাংশই উধাও। এ ব্যাপারে পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগও তুলেছেন ওই প্রতিনিধিরা। এ দিন দুপুর দেড়টা নাগাদ কারখানার ম্যানেজার মুর্তজা খানের নেতৃত্বে কারখানাটির প্রতিটি বিভাগ পরিদর্শন করে প্রতিনিধি দলটি। কারখানায় ডানলপ সংস্থার নিজস্ব নিরাপত্তারক্ষী থাকলেও তাঁদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে চুরি হয় বলে দাবি করেন মুর্তজা খান। তিনি বলেন, “কারখানায় এ ভাবে চুরির ব্যাপারে পুলিশের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি। পরিস্থিতির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। বিদ্যুতের কেব্ল ব্যবস্থা ঢেলে সাজতে হবে। তাতে যথেষ্ট সময় লাগবে। ধাপে ধাপে কারখানা খোলা হবে।” উদাসীনতার অভিযোগ উড়িয়ে দিয়েছেন হুগলির পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী। তিনি বলেন, “ডানলপ কর্তৃপক্ষের তরফে কারখানায় চুরির ব্যাপারে কখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তা হলে পুলিশ ব্যবস্থা নিত। রক্ষণাবেক্ষণে কারখানা কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেননি। তাঁদের গাফিলতি ছিল।”

তৃণমূলের দুই গোষ্ঠীর মারামারি
স্কুল ভোটের প্রচারকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারপিট বাধল গোঘাটের কয়েকটি গ্রামে। বুধবার রাতে জখম জনা দ’শেক। গোটা পনেরো বাড়িতে ভাঙচুর হয়েছে। র্যাফ, পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা করানো হয়। পুলিশ জানায়, অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আগামী রবিবার গোঘাট ২ ব্লকের ঝড়িয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন। তৃণমূল নেতা আতাউল হক ও ফরিদ খানের গোষ্ঠী পৃথক ভাবে মনোনয়ন দাখিল করেছে। বিরোধী কোনও দলের প্রার্থী নেই। গণ্ডগোল প্রসঙ্গে আতাউল বলেন, “আমাদের দলের ছেলেরা পাণ্ডগ্রামে প্রচার চালানোর সময়ে দলেরই কিছু দুষ্কৃতী তাদের উপরে হামলা করে। তার জেরে রামানন্দপুর, সুন্দরপুর, ভাতশালায় গণ্ডগোল ছড়িয়ে পড়ে। ওরা সাতটি বাড়িতে ভাঙচুর করেছে।” অন্য দিকে, ফরিদের বক্তব্য, “জন সমর্থন হারিয়ে দলেরই একটি গোষ্ঠীর লোকজন আমাদের ছেলেদের উপরে হামলা চালিয়েছে। মারধর করেছে। ঘরও ভাঙচুর করেছে।” দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি তপন দাশগুপ্ত বলেন, “দলের অনুশাসন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলীয় স্তরে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

সিপিএম নেতাদের মারধরের নালিশ
সিপিএমের দলীয় কার্যালয়ে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠল পুড়শুড়ায়। বুধবার সকালে পুড়শুড়া ১ লোকাল কমিটির অফিসে ‘নভেম্বর বিপ্লব’ উপলক্ষে দলীয় পতাকা টাঙানো হয়েছিল। অভিযোগ, মারধরে জখম হয়েছেন লোকাল কমিটির সম্পাদক সন্দীপ সামন্ত-সহ দলের ৫ নেতা। সন্দীপবাবু বলেন, “তৃণমূলের জনা কুড়ি ছেলে ঢুকে জানতে চায়, দলীয় পতাকা কেন তুলেছি আমরা। কোনও কথা বলার সুযোগ না দিয়েই ওরা আমাকে মারতে থাকে। প্রতিবাদ করতে গিয়ে প্রহৃত হন আরও কয়েক জন।” বিষয়টি পুলিশকে জানিয়েছেন সিপিএম নেতৃত্ব। সিপিএমের পুড়শুড়া জোনাল কমিটির সম্পাদক সুখেন্দু অধিকারী বলেন, “তৃণমূল চরম সন্ত্রাস করছে। মানুষই এর বিহিত করবে।” অন্য দিকে, তৃণমূলের পুড়শুড়া ব্লক সভাপতি জয়দেব জানা বলেন, “একেবারেই কাল্পনিক ঘটনা। সিপিএম জনমানস থেকে মুছে গিয়েছে। এ সব গল্প ফেঁদে আসলে ওরা টিঁকে থাকতে চাইছে।” অন্য একটি ঘটনায়, গোঘাটের বালিদেওয়ানগঞ্জ হাটতলায় সিপিএম দলীয় পতাকা তোলার পরে সেই পতাকা তৃণমূলের লোকজন নামিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বালি পঞ্চায়েতের সিপিএম প্রধান ভূমেন রায়ের বাড়িতে হামলা হয় বলেও অভিযোগ করেছেন সিপিএম নেতৃত্ব। তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।

একশো দিনের প্রকল্পে দুর্নীতির নালিশ গোঘাটে
গোঘাট ১ ব্লকের ভাদুর পঞ্চায়েতের বাদেশ্বর গ্রামে একশো দিনের কাজের প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল সুপারভাইজারদের বিরুদ্ধে। শ্রমিকরা গণস্বাক্ষর সম্বলিত অভিযোগ জানিয়েছেন বিডিও দেবেন্দ্রনাথ বিশ্বাসের কাছে। শ্রমিকদের অভিযোগ, গ্রামের পুকুর সংস্কারের কাজের যে ‘মাস্টার রোল’ দেখিয়ে টাকা তোলা হয়েছে, তাতে ভুয়ো শ্রমিকের নাম ঢুকিয়ে প্রায় দেড় লক্ষ টাকা আত্মসাৎ করেছেন সুপারভাইজাররা। বিডিও বলেন, ‘‘তদন্ত শুরু হয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’ অভিযুক্ত সুপারভাইজারদের মধ্যে তৃণমূল কর্মী রাজীব ঘোষ এবং সৌমেন ঘোষ বলেন, “কোনও দুর্নীতি করিনি। সিপিএমের কিছু লোক মিথ্যে অপবাদ দিচ্ছে।’’ সিপিএমের তরফে বলা হয়েছে, এই তদন্তের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।

আগ্নেয়াস্ত্র-সহ দুষ্কৃতী গ্রেফতার
আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে মঙ্গলবার রাতে পুড়শুড়ার দেউলপাড়া থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের ধৃতের নাম পলাশ মালিক। বাড়ি স্থানীয় ডিহিবাতপুরে। পুলিশ জানায়, তার কাছ থেকে এক রাউন্ড গুলি এবং একটি ছঘরা রিভলভার উদ্ধার উদ্ধার করা হয়েছে। পুড়শুড়া-সহ মহকুমার কয়েকটি থানা এলাকায় তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতির অভিযোগ আছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ছিল। রাত ১০টা নাগাদ দেউলপাড়ায় তাকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় মানুষ পুলিশে খবর দেন।

প্রয়াত ভাষাবিদ
প্রয়াত হলেন সংস্কৃত ভাষা ও সাহিত্যের বিশিষ্ট পণ্ডিত পঞ্চানন চট্টোপাধ্যায় (৯৮)। তিনি কাব্যব্যকরণ স্মৃতিতীর্থ উপাধি পেয়েছিলেন। ডোমজুড়ের মাকড়দহের বাসিন্দা পঞ্চাননবাবু বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি সংস্কৃত শিক্ষা পরিষদ অনুমোদিত মাকড়দহ চতুষ্পাঠীর অধ্যাপক এবং সম্পাদক ছিলেন। এ ছাড়াও তিনি হাওড়া সংস্কৃত সাহিত্য পরিষদের সদস্য ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.