মাত্র চব্বিশ ঘণ্টার নোটিশে আজ, বৃহস্পতিবার শিল্প সংক্রান্ত কোর কমিটির বৈঠক ডাকল রাজ্যর শিল্প দফতর! বুধবার রাজ্য শিল্পোন্নয়ন নিগমের ওই নোটিস পেয়ে কোর কমিটির অনেক প্রতিনিধিই বুঝতেই পারেননি, এত জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হল কেন। সরকারি সূত্রের খবর, নোটিসে কোনও ‘আলোচ্যসূচি’ রাখা হয়নি।
রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে এবং সে ক্ষেত্রে কোনও সমস্যা হলে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করতে গত জুন মাসে এই কোর কমিটি গড়া হয়েছিল। প্রথম দিকে মাসে দু’টি করে বৈঠক হত। কিন্তু তার পর মাসে এমনকী একটি বৈঠকও ঠিকমতো হয় না বলে জানিয়েছেন কোর কমিটির এক সদস্য। বৃহস্পতিবার যে বৈঠক ডাকা হয়েছে, তা গত সতেরো মাসে ১৩ তম।
এক দিনের নোটিসে বৈঠক ডাকার সরকারি ব্যাখ্যা না মিললেও অনেকে মনে করছেন, হলদিয়ায় আসন্ন ‘বেঙ্গল লিডস’ শিল্প সম্মেলন সফল করার জন্য বণিকসভার যোগদান এবং সাহায্য নিশ্চিত করতেই এই বৈঠক ডাকা হয়েছে।
প্রশাসনের একটি অংশ আবার জানাচ্ছে, হলদিয়ায় এবিজি-কাণ্ড এবং দুবরাজপুরে জনতা-পুলিশ সংঘর্ষের কারণে সরকারের ভাবমূর্তিতে যে কালি লেগেছে, তাতে প্রলেপ দিতেই তড়িঘড়ি বৈঠক ডাকা হয়েছে। অন্য একটি অংশ আবার বলছে, শুক্রবার শিল্পমহলকে বিজয়ার সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য। তার আগে বৈঠক করে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের মনোভাব বুঝে নিয়ে চাইছে সরকার।
তবে আলোচ্যসূচি ছাড়াই তড়িঘড়ি বৈঠক ডাকায় শিল্প সম্পর্কে রাজ্যের আন্তরিকতা নিয়েও প্রশ্ন উঠছে। এ দিন প্রায় শেষবেলায় বৈঠকের নোটিস পেয়ে শিল্পমহলের কেউ কেউ জানিয়েছেন, পূর্বনির্ধারিত কর্মসূচি পাল্টে বৈঠকে যাওয়া সম্ভব হবে কি না, সেটা নিশ্চিত নয়। কেউ কেউ তো বৈঠকে থাকতে পারবেন না বলে জানিয়েই দিয়েছেন।
উল্লেখ্য, শিল্প সংক্রান্ত কোর কমিটির সদস্য ৩০ জন। এর মধ্যে তিন মন্ত্রীকে রাখা হয়েছিল। এক জন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্য দু’জনের মধ্যে অর্থমন্ত্রী অমিত মিত্র বিদেশে। মানস ভুঁইয়া আর মন্ত্রীই নেই। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন কয়েকটি দফতরের সচিব এবং বিভিন্ন বণিকসভার প্রতিনিধিরা। |