টুকরো খবর
শিল্পকর্মকে তুলে ধরতে উদ্যোগী মমতা
বাংলার মুখ। রাজারহাটে তৈরি হচ্ছে হস্তশিল্পের প্যাভিলিয়ন।
পুজোর আগেই তিনি বলেছিলেন, বিভিন্ন মণ্ডপ সাজিয়ে তোলা নানা শিল্পকর্মকে পর্যটকদের সামনে তুলে ধরার ভাবনা রয়েছে তাঁর। উদ্দেশ্য, এ রাজ্যের শিল্পকে দেশ-বিদেশের মানুষের নজরে আনা। বুধবার সেই ভাবনারই বাস্তবায়নের পথে এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার পরিকল্পনা, রাজারহাটে নির্মীয়মাণ ইকো ট্যুরিজম পার্ক চত্বরের একটি দিকে এ বার গড়ে তোলা হবে ‘বাংলার হাট’ নামে একটি প্যাভিলিয়ন। রাজ্যের বিভিন্ন এলাকার হস্তশিল্প ও কুটির শিল্পের প্রদর্শন এবং বিকিকিনির উদ্দেশ্যেই এই উদ্যোগ। প্রথম পর্যায়ে সেখানেই ঠাঁই পাবে এ বছর বিভিন্ন পুজোর মণ্ডপসজ্জায় ব্যবহৃত নানা শিল্পকর্ম। ইকো ট্যুরিজম পার্কে দেশ-বিদেশের পর্যটকদের আসা-যাওয়া লেগেই থাকবে। তাই সেখানে গড়ে ওঠা প্যাভিলিয়নের মাধ্যমে এ রাজ্যের শিল্পকে তাঁদের সামনে তুলে ধরাও সহজ হবে। এ দিনই এই পরিকল্পনার নকশা দেখে তাতে শিলমোহর দেন মমতা। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, নকশা অনুমোদন করে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মতোই অবিলম্বে কাজ শুরু করে দেওয়া হবে।

বিলগ্নিকরণ পিছোল
দ্বিতীয় ত্রৈমাসিকের ফল আশানুরূপ না-হওয়ায় নালকোর ১২.৫% শেয়ার বিলগ্নিকরণ পিছোল কেন্দ্র। সংস্থা জানিয়েছে, এই ফলের ভিত্তিতে শেয়ার দর মূল্যায়ন করলে নালকো-র প্রকৃত মূল্যায়ন হবে না। আশা, তৃতীয় ত্রৈমাসিকে ফল ভাল হলে জানুয়ারি-মার্চে শেয়ার বিক্রি হবে, জানান খনিমন্ত্রী দিনশা পটেল।

সৌজন্য সাক্ষাৎ
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ভারতে তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্ট-এর চেয়ারম্যান ভাস্কর প্রামাণিক। বৈঠক নিয়ে মুখ খোলেননি মমতা। ভাস্করবাবু বলেন, “সাক্ষাৎকার ছিল সৌজন্যমূলক।”

সেজে উঠেছে নসিপুর রাজবাড়ি

পুরনো রাজবাড়ি।

এখনকার রাজবাড়ি।
পর্যটন মরসুমের দিকে তাকিয়ে নতুন সাজে সেজে উঠেছে নসিপুর রাজবাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যায় পর্যটকদের জন্য তা খুলে দেওয়া হবে। রাজ পরিবারের সৌরেন্দ্রনারায়ণ সিংহ বলেন, “প্রাসাদ সংস্কারের অভাবে ভেঙে পড়ছিল। আমাদের একার পক্ষে তা সারানো সম্ভব ছিল না। ফলে নসিপুরের কয়েক জন যুবককে ওই প্রাসাদের একটা অংশ ৬০ বছরের জন্য লিজে দেওয়া হয়েছে। তারা বাগান, লক্ষ্মীনারায়ণ মন্দির দেখভাল করবেন।”
ছবি: গৌতম প্রামাণিক।

নতুন নিয়োগ
দীপঙ্কর দাস পুরকায়স্থ ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ নিউজপেপার্স অ্যান্ড নিউজ পাবলিশার্স (ডব্লিউএএন ইফ্রা)-এর উপদেষ্টা পরিষদের প্রথম এশীয় চেয়ারম্যান হলেন। দীপঙ্করবাবু আনন্দবাজার সংস্থার এমডি ও সিইও।

ধনতেরাস উপলক্ষে
ধনতেরাসে বৌবাজার বিপণিতে নয়া সুবিধা আনল দত্ত গিনি প্যালেস। সোনার গয়নার মজুরিতে মিলবে ২০% ছাড়। চলবে ১২ নভেম্বর পর্যন্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.