স্থিতিশীল আর্থিক নীতির আশা
ওবামা ফেরায় খুশি ভারতের বাজার
দ্বিতীয় বারের জন্য ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ভারতীয় শেয়ার বাজার খুশি। এবং সেটা বিশ্ব বাজারের বিপরীতে হেঁটেই।
ওবামা ফেরার জেরেই বুধবার সেনসেক্স ৮৫ পয়েন্ট বেড়ে গিয়েছে বলে শেয়ার বাজার সূত্রের খবর। এক সময়ে সেনসেক্স বেড়েছিল ১৫৬ পয়েন্ট। কিন্তু মুনাফার টাকা তুলে নেওয়ার জন্য শেয়ার বিক্রির প্রভাবে পরের দিকে সূচকের উত্থান কিছুটা কমে আসে। বাজার বন্ধের সময়ে তা দাঁড়ায় ১৮,৯০২.৪১ অঙ্কে।
অন্য দিকে, ইউরোপ, এমনকী আমেরিকার বাজার এ দিন পড়েছে উল্লেখযোগ্য হারে। লেনদেনের প্রথমার্ধে ডাও জোন্স পড়ে যায় প্রায় ২০০ পয়েন্ট। পড়তে থাকে এস অ্যান্ড পি ৫০০ এবং ন্যাসডাক-ও। সংশ্লিষ্ট সূত্রের খবর, ওবামার আর্থিক নীতির উপর তেমন আস্থা নেই শিল্পমহলের। এর জেরে বিশেষ করে পড়েছে বিদ্যুৎ, ওষুধ ও ব্যাঙ্কিং সংস্থার শেয়ার দর। ওবামার কড়া আর্থিক নীতি ও ব্যসঙ্কোচের জেরে করের বোঝা বাড়ার আশঙ্কাই টেনে নামিয়েছে ওয়াল স্ট্রিটকে। নিরাপদ লগ্নির মাধ্যম হিসাবে বিশ্ব বাজারে বাড়ে সোনার দামও।
শেয়ার বাজারের পাশাপাশি, ভারতে ডলারে টাকার দামও বেড়ে গিয়েছে ২৩ পয়সা। কারণ বিশ্ব বাজারে পড়েছে ডলারের দরও। দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৫৪.২০ টাকা। ওবামার তত্ত্বাবধানে মার্কিন ফেডারেল রিজার্ভ কম সুদের জমানা বজায় রাখবে বলে মনে করছেন ভারতীয় লগ্নিকারীরা। এই আশায় ভারতে রফতানিকারীরা ডলার বিক্রি করার জেরেই বেড়েছে টাকার দাম।
জার্মানির ফ্রাঙ্কফুর্টে শেয়ার বাজারের চোখও ওবামার দিকে। ছবি: রয়টার্স
নতুন রাষ্ট্রপতি এলে আমেরিকার বিদেশ এবং আর্থিক নীতিতে পরিবর্তন আসার সম্ভাবনা সৃষ্টি হতে পারত। কিন্তু ওবামা জেতায় আমেরিকার এই দুই নীতিতে স্থিতিশীলতা বজায় থাকবে বলে মনে করছে ভারতের বাজার। তাদের ওবামার প্রতি আস্থার মূল কারণ এটাই।
ওবামার জয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমও বলেছেন, এর ফলে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক, বিশেষ করে আর্থিক সম্পর্কের উন্নতি হবে। চিদম্বরমের এই মন্তব্যও বাজারকে চাঙ্গা করেছে।
ভারত থেকে আমেরিকা যাওয়ার ব্যাপারে ভিসা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার পক্ষে ওবামা। তিনি জেতার ফলে ওই নীতির সুবিধা ভারতীয়রা পাবে বলে আশা করছে শেয়ার বাজার। এর ফলে বেশি সংখ্যক ভারতীয় আমেরিকায় যাওয়ার সুযোগ পেলে বিশেষ সুবিধা হবে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির। এ সম্ভাবনাও খুশি করেছে দেশের বাজারকে।
ভারতের বাজার অবশ্য বেশ কয়েক দিন ধরেই বাড়ছে। এ নিয়ে সূচক গত ৬ দিন ধরে টানা উঠল। এ দিন বাজার উঠেছে বিশেষ করে নির্মাণ শিল্প ছাড়াও স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার দর বৃদ্ধির হাত ধরেই।
তবে ওবামার জয়ের ফলে সৃষ্টি হওয়া তেজী ভাব কত দিন বজায় থাকবে, তা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। তাঁরা বিশেষ ভাবে উদ্বিগ্ন ইউরোপের আর্থিক অবস্থা নিয়ে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.