|
|
|
|
ওবামার জয়ের সঙ্গী দুই হিন্দু মুখ
নিজস্ব প্রতিবেদন |
মার্কিন কংগ্রেসে এই প্রথম দুই হিন্দু মুখ। অমি বেরা এবং তুলসী গাবার্ড। তবে অমি ভারতীয় বংশোদ্ভূত হলেও তুলসী মার্কিন হিন্দু।
তুলসীর বাবা ক্যাথলিক, মা হিন্দু। হাওয়াই থেকে জয়ের পরে ৩১ বছরের এই ডেমোক্র্যাট বলেন, “মার্কিন কংগ্রেসে যখন এক জন হিন্দু রয়েছেন, আশা করছি ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও মজবুত হবে।” |
|
|
অমি বেরা |
তুলসী গাবার্ড |
|
এ দিকে, ভোট-বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী সফল করে জিতে গেলেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রার্থী অমি বেরা। তবে বাকি ভারতীয়-মার্কিনদের ক্ষেত্রে কিন্তু হিসেবটা মিলল না। পাঁচ ভারতীয়-বংশোদ্ভূত ডেমোক্র্যাটদের মধ্যে জয়ের মুখ দেখলেন এক মাত্র অমিই। জিততে পারলেন না রিপাবলিকান রিকি গিলও।
জয়ের এক মাত্র ভাগীদার অমিকেও কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছে রিপাবলিকান প্রতিপক্ষ ড্যান লানগ্রেনকে হারাতে। ২ শতাংশেরও কম ভোটে জিতেছেন অমি। তিনি পেয়েছেন ৮৮৪০৬ ভোট, ড্যানের থেকে মাত্র ১৮৪ ভোট বেশি। প্রায় ৫০ বছর আগে মা-বাবার সঙ্গে আমেরিকায় আসেন অমি। এত দিন পর্যন্ত মার্কিন প্রতিনিধিসভার সদস্য হওয়ার সম্মান পেয়েছিলেন মাত্র দু’জন ভারতীয় বংশোদ্ভূত, দালিপ সিংহ সৌন্দ ও ববি জিন্দল। এ বার সেই তালিকায় নাম উঠল অমিরও। |
|
|
|
|
|