উত্তাল বঙ্গোপসাগরে বুধবার ফের নৌকাডুবি। মায়ানমার থেকে ১১০ আরোহী নিয়ে নৌকাটি অবৈধ ভাবে মালয়েশিয়ায় যাচ্ছিল। বাংলাদেশের তটরক্ষীরা ১০ জনকে উদ্ধার করলেও অন্তত ১০০ জন সাগরে তলিয়ে গিয়েছেন বলে আশঙ্কা। উদ্ধার হওয়া এক জন জানান, চাকরির খোঁজেই বিপদ মাথায় মালয়েশিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। দশ দিন আগে প্রায় একই জায়গায় মায়ানমারের নৌকা ডুবে অন্তত ১৩০ জন রোহিঙ্গা নিখোঁজ হয়েছিলেন।
|
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলা ফের চালুর জন্য সুইৎজারল্যান্ড কর্তৃপক্ষকে সরকারি চিঠি দিল পাকিস্তান। শর্ত একটাই। প্রেসিডেন্ট হওয়ার জন্য যে আন্তর্জাতিক রক্ষাকবজ তিনি পেয়ে থাকেন, তা তাঁকে দিতে হবে। পাক সুপ্রিম কোর্টের নির্দেশে সরকার এই চিঠি দেয়। বিদেশ মন্ত্রকের মাধ্যমে সুইৎজারল্যান্ডে পাঠানো হয় চিঠিটি।
|
স্যান্ডির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এসে পড়েছে ভোট। তার ফল বেরনোর পরের দিনই ফের ঝড় হওয়ার আশঙ্কায় আমেরিকা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার সকালে স্যান্ডি-বিধ্বস্ত নিউ ইয়র্ক এবং নিউ জার্সি-র উপর দিয়েই বয়ে যেতে পারে প্রবল ঝঞ্ঝা। হাওয়ার গতি ঘণ্টা প্রতি ২৫ থেকে ৪০ মাইল হতে পারে।
|
প্রেসিডেন্ট পদে দ্বিতীয় বার নির্বাচিত হলেন ওবামা। স্বভাবতই গর্বিত তাঁর পরিবার, তাঁর স্ত্রী ও দুই মেয়ে। পিছিয়ে নেই বাকিরাও। স্ত্রী ও কন্যাদের পাশাপাশিই বিজয় উৎসবে মত্ত ওবামার জন্মভিটের আত্মীয়পরিজনেরা। মানুষকে ভালবাসতে জানেন ওবামা, আর এটাই তাঁর জয়ের কারণ। বললেন ওবামার ঠাকুমা সারা ওবামা।
|
আগের বার বাবার কাছে মেয়েদের আবদার ছিল জিতলে তাদের চাইই চাই একটি পোষা কুকুর। সেই আবদার মিটিয়েছিলেন ওবামা। প্রেসিডেন্ট হওয়ার পর মেয়েদের দেন ছোট্ট ‘বো’কে। এ বার কিন্তু আগে ভাগেই বাবা জানিয়ে দিলেন আর ‘বো’ নয়। একটি পোষ্যই যথেষ্ট।
|
মার্কিন প্রেসিডেন্ট পদে পুনরায় ওবামার জয়ে খুশি তামাম হলিউড। তাঁর জয়ের খবর ছড়িয়ে পড়তেই টুইটারে আসতে থাকে একের পর এক হলিউড তারকার শুভেচ্ছা বার্তা। দেশের ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে ওবামাকে পেয়ে যথেষ্টই খুশি তাঁরা, এই বার্তাই স্পষ্ট তাঁদের উচ্ছ্বাস থেকে।
|
গাঁধী ও নেলসন ম্যান্ডেলার উত্তরাধিকারী হিসেবেই নিজেকে দেখতে চান প্রেসিডেন্ট ওবামা। গত মার্চে নিউ ইয়র্কে নির্বাচনী প্রচারের সময় এমন কথাই জানিয়েছিলেন তিনি। দেশে যুগান্তকারী পরিবর্তন চাইলে দিতে হবে আরও একটা সুযোগ, মার্কিন বাসিন্দাদের কাছে এই ছিল ওবামার আবেদন।
|
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ক’দিন রমরমিয়ে ব্যবসা করল টুইটার। সম্ভাব্য ফল ঘিরে টুইটার ওয়ালে পোস্টের সংখ্যা মঙ্গলবারই ছিল প্রায় সাড়ে তিন কোটি। ফল ঘোষণা শুরুর কিছু ক্ষণের মধ্যেই আড়াই কোটি শুভেচ্ছা বার্তা। |