বেআইনি ভাবে সার বিক্রির অভিযোগ তুলে বুধবার মন্তেশ্বরের জয়রামপুর সমবায় সমিতির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, শুক্রবার সমবায় সমিতির সারের গুদাম থেকে কামরা গ্রামের এক ব্যক্তিকে ১৬ বস্তা সার বিক্রি করেন সমবায়ের সহকারী ম্যানেজার শ্যামল রায়। কিন্তু কোনও বিল দেননি। এমনকী সমবায়ের নথিতে সার বিক্রির কোনও প্রমাণও রাখা হয়নি। এই ঘটনার কথা জানতে পারেন সমবায় সমিতির পরিচালন সমিতির সদস্য জলিল শেখ। |
বুধবার সমবায় সমিতির অফিস খুলতেই জলিলের নেতৃত্বে জয়রামপুর, বালিজুড়ি, সিংহালি গ্রামের লোকজন সহকারী ম্যানেজার শ্যামলবাবুর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে জড়ো হন। বাসিন্দাদের দাবি, ক্ষোভের মুখে শ্যামলবাবু নিজের দোষ স্বীকার করেন। ভবিষ্যতে এমন হবে না জানিয়ে একটি মুচলেকাও দেন। সার বিক্রি বাবদ প্রায় সাড়ে আঠারো হাজার টাকা সমবায়ের তহবিলে জমা দিয়ে দেওয়ার কথাও জানান তিনি। এর পরেই বিক্ষোভ থামে।
|
মোটরবাইকে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক প্রাথমিক শিক্ষকের। বুধবার সকালে দুর্গাপুরের ধান্দাবাদ রবীন্দ্রপল্লি থেকে গলসির রাখোনা মোড়ে আসার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর নাম সমীরণ কর্মকার (৪৮)। ট্রাকটি পলাতক। |