টুকরো খবর
বাংলাদেশি প্রতিনিধি দল কল্যাণীতে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আট সদস্যের এক প্রতিনিধি দল এসেছে কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। সম্প্রসারণ বিভাগের প্রধান আব্দুল মোমেনের নেতৃত্বে ১৩ সদস্যের ওই দলটি এখানে পৌঁছয় ১ নভেম্বর। এক সপ্তাহ ধরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবে। ওই প্রতিনিধি দলের প্রধান আব্দুল মোমেন বলেন, “এখানকার বেশ কিছু প্রযুক্তি আমাদের দেশে নেই। এই কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ বিভাগের কাজও খুবই উন্নত মানের। এই সব প্রযুক্তি আমাদের দেশেও চালু করতে চাই। আমরা সার্বিক সহযোগিতাও পাচ্ছি।” বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে শঙ্কর আচার্য বলেন, “বাংলাদেশের ওই কৃষি বিজ্ঞানী দলটির সফরে আমরাও লাভবান হচ্ছি। সে দেশেও অনেক কৃষি প্রযুক্তি রয়েছে, যেগুলিকে কাজে লাগিয়ে এখানে কৃষির উন্নয়ন ঘটানোর সুযোগ রয়েছে।”

তরুণীর মৃত্যু
নিউ জলপাইগুড়িগামী তিস্তা-তোর্সা এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ছাত্রীর। নাম সঙ্গীতা হোড় (১৮)। বাড়ি বহরমপুরের গোরাবাজার নিমতলা মোড়ের কাছে নয়াসড়ক রোডে। মঙ্গলবার রাতে হাওড়া ডিভিশনের কাটোয়া-আজিমগঞ্জ শাখার টেঁয়া স্টেশনের কাছে ওই ছাত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে কাটোয়া জিআরপি থানার পুলিশ রেললাইন থেকে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে। কাটোয়া জিআরপি থানার ওসি বাসুদেব হাজরা বলেন, “আপ তিস্তা-তোর্সা এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে বহরমপুর কাশীশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ওই ছাত্রী আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনার তদন্ত চলছে।”

যুবকের দেহ উদ্ধার
মঙ্গলবার সকালে নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন রাস্তায় একটি ফলের দোকান থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির বয়স আনুমানিক ত্রিশের কাছাকাছি। যে দোকানে মৃতদেহটি পাওয়া গিয়েছে তার মালিক নিতাই দাস বলেন, “খুব ভোরে এলাকার মানুষ আমাকে খবর দেন যে, আমার দোকানে একজনের দেহ ঝুলছে। আমি দেখি দোকানের সিলিং এর বাঁশ থেকে পাটের দড়ির সঙ্গে দেহটি ঝুলে রয়েছে।” প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান ওই যুবক আত্মহত্যা করেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অধরা দুষ্কৃতী
২৪ ঘন্টা কেটে গেলেও রানাঘাটের সুভাষ এভিনিউ-এর ব্যাঙ্ক ডাকাতির সঙ্গে যুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সোমবার ওই ব্যাঙ্ক থেকে টাকা লুঠ করে চম্পট দেয় সশস্ত্র দুষ্কৃতীরা। জেলা পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র বলেন, “ডাকাতদের ধরতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে।”

অস্ত্র-সহ গ্রেফতার
একটি পাইপগান সহ শফিকুল দফাদার নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। তার বাড়ি তেহট্টের নওদাপাড়ায়। অভিযোগ মঙ্গলবার বিকেলে সে গ্রামেরই কয়েকজনকে পাইপগান নিয়ে শাসাচ্ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে শফিকুলকে হাতেনাতে ধরে ফেলে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.