নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের আয়োজনে দশম বার্ষিক নির্মলচন্দ্র চৌধুরী স্মারক বক্তৃতা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এবারের বক্তৃতার বিষয় ছিল ‘তথ্যের রাজনীতি ও অর্থনীতি’। বক্তা ছিলেন রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচার, গোলপার্কের গ্রন্থাগার উপদেষ্টা অরুণ ঘোষ। সভামুখ্য ছিলেন অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের উপ অধিকর্তা বিশ্ববরণ গুহ। গ্রন্থাগার পরিষেবায় উল্লেখযোগ্য অবদানের জন্য ২০১১ সালের নির্মলচন্দ্র স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয় ডায়মন্ডহারবারের স্ট্যালিন আইনস্টাইন শতবার্ষিকী স্মারক পাঠাগারের গ্রন্থাগারিক অরুণাভ দাশকে।
|
কৃষ্ণনগর কলস্বরের আয়োজনে দু’দিনের আবৃত্তি উৎসব মঙ্গলবার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে শুরু হয়েছে। প্রথম দিনে ছিল নদিয়ার কবিদের নিয়ে কবি সম্মেলন। পরে আকাশ দত্তের পরিচালনায় কলস্বরের শিক্ষার্থী আবৃত্তিকারদের একক ও সম্মেলক আবৃত্তি পরিবেশিত হয়। বুধবার দ্বিতীয় দিনে থাকছে শ্রুতিনাটক এবং আবৃত্তি। থাকবেন জগন্নাথ বসু, উর্মিমালা বসু এবং কবি কৃষ্ণা বসু।
|
রূপকথা প্রযোজিত বাদল সরকারের নাটক ‘এবং ইন্দ্রজিৎ’ ৩১ অক্টোবর বুধবার কৃষ্ণনগর রবীন্দ্রভবনে মঞ্চস্থ হয়। নির্দেশক তৃষিত মৈত্র।
|
|
|
কৃষ্ণনগরে দু’টি নাটক। মহাবিদ্যা ও এবং ইন্দ্রজিৎ। নিজস্ব চিত্র।
|
|
কৃষ্ণনগরের অরণি নাট্যগোষ্ঠীর প্রযোজনায় শনিবার রবীন্দ্রভবনে মঞ্চস্থ হয়েছে মনোজ মিত্রের নাটক ‘মহাবিদ্যা’। নির্দেশক সুজিত সাহা। দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
|
নবদ্বীপ সাহিত্য সমাজের আয়োজনে রবিবার রমেন্দ্রনাথ গুঁই মঞ্চে অনুষ্ঠিত হয়েছে বিজয়া সম্মিলনী। অনুষ্ঠানে বিজয়ার সেকাল একাল বিষয়ে আলোচনার আয়োজন করা হয়। প্রবীণ কথক গোরাচাঁদ ভট্টাচার্য তাঁদের স্মৃতি থেকে সেকালের বিজয়ার মনোজ্ঞ কিছু গল্প শোনান। কথা হয় তত্ত্ব নিয়েও। |