৪ বছরের ছেলের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ ৪ লক্ষ টাকা লুঠ করে বোমা ছুড়ে পালাল এক দল দুষ্কৃতী। শনিবার গভীর রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার সোনাখোদা এলাকায় ঘটনাটি ঘটেছে। ইসলামপুরের থানার সোনাখোদার নয়াবস্তির মহম্মদ আব্দুলের বাড়িতে লুট করতে ঢোকে দুষ্কৃতীরা। সম্প্রতি আবদুল বিহারের জমি বিক্রি করে ৪ লক্ষ টাকা পান। তা বাড়িতে ছিল। তা নিয়ে যাওয়ার সময়ে ডাকাতেরা বোমা ছুড়লে ২ জন জখন হন। ২ জনই ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন। ইসলামপুর থানার আইসি মকসুদুর রহমান জানান, ঘটনায় যুক্ত সন্দেহে মহম্মদ আলম নামে এক জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, রাত ১টা নাগাদ দুষ্কৃতীরা হামলা চালায়। আব্দুলের চার বছরের ছেলে সাহিলকে কোলে তুলে তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে রাখে দুষ্কৃতীরা। আব্দুলের কথায়, “দুষ্কৃতীরা ওর গলায় ছুরি ধরে জমি বিক্রির টাকা চায়। না দিলে নলি কেটে দেওয়ারও হুমকিও দেয় তারা। বাধ্য হয়ে জমি বিক্রি করার চার লক্ষ টাকা দিয়ে দিই। যাওয়ার আগে ঘরের ভিতর থেকে রুপো ও সোনার গয়নাও নিয়ে চম্পট দেয় ডাকাতেরা।” ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।” পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, “ইসলামপুর শহরে পুজোর আগে শান্তিনগর, পুটিয়া মোড়, থানা কলোনি, পাওয়ারহাউস পাড়া-সহ কিছু এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছিল। পুলিশের উপর আস্থা হারিয়ে শহরের বেশির ভাগ এলাকাতেই বাসিন্দারা রাত জেগে পাহারা দিচ্ছেন। পুলিশ সক্রিয় না হলে শহরে পর পর অপরাধ বাড়তে থাকবে।” |