এক সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে ভক্তিনগর থানার ভানুনগর এলাকার মহানন্দা নদীর ধার থেকে ওই দেহ উদ্ধার হয়। সেটি প্লাস্টিকে মোড়া ছিল। এ দিন সকালে ওই এলাকায় নদীর চরে স্থানীয় কিছু শিশু খেলছিল। সে সময় তারা প্লাস্টিক মোড়ানো সদ্যোজাতকে দেখে অভিভাবকদের খবর দেয়। তাঁরা পুলিশকে জানালে মৃতদেহটি উদ্ধার করা হয়। সেটি পাহাড় থেকে নদীর জলে ভেসে এসেছে বলে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা।
|
বিবেকানন্দ মর্নিং সকার কোচিং ক্যাম্পের উদ্যোগে অনূর্ধ্ব ১৬ দিন রাতের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হল। রবিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে বসিরহাট কিশোর বাহিনীকে। বসিরহাটের বক্সের মধ্যে হ্যান্ডবল করায় পেনাল্টি থেকে এ দিন জয় সূচক গোলটি পায় ইউনাইটেড সিকিম। প্রতিযোগিতায় সব চেয়ে বেশি গোল করেছেন সিকিমের সেরিং জ্যাংগো।
|
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার বর্ধমান রোডে। মৃতের নাম সুরেশ শাহ (৫০)। বাড়ি সেবক রোডে। এদিন সকালে বর্ধমান রোডে বেহুঁশ অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
|
অপহরণের অভিযোগের বারো ঘণ্টার মধ্যে উদ্ধার হল এক যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি পুলিশ ফাঁড়ির মমতাপাড়ায়। পুলিশ জানায়, ওই যুবকের নাম প্রণব রায়। তার বাড়ি মমতাপাড়ার। তাঁর পরিবারের অভিযোগ, ওই দিন সকালে অজ্ঞাত পরিচয় ২ ব্যক্তি তাঁকে অপহরণ করে। বিকালে চোখ বেঁধে জলপাই মোড় এলাকায় ছেড়ে দেয় বলে প্রণব দাবি করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
শামুকতলার উত্তর পানিয়ালগুড়ির রতন তিরকে (৩৫) নামে এক যুবক খুনের ঘটনায় পুলিশ দুজনকে ধরে। নাম রাজীব গোপী ও মনোজিৎ মিনজ। পুলিশ জানায়, ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন রতন। এক সপ্তাহ আগে তিনি বাড়ি ফেরেন। শুক্রবার রাতের খাবার খেয়ে দশটা নাগাদ তিনি বাড়ি থেকে বার হন। শনিবার রতনের দেহ উদ্ধার করা হয়।
|
আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের সঙ্গে যুক্ত অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে অসম সীমান্তের কুমারগ্রাম থানার বারবিশার ঘটনা। |