পরিবর্তনের জেরে ক্রমশ দুর্বল হয়ে পড়া সংগঠন চাঙ্গা করতে সংগঠনের দার্জিলিং জেলা সম্পাদক হিসেবে নতুন মুখ নিয়ে এল সিটু।
রবিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সংগঠনের দু’দিন ধরে চলা জেলা সম্মেলন শেষ হয়। এদিন ওই সম্মেলন মঞ্চ থেকেই নতুন জেলা সম্পাদক হিসেবে সমন পাঠকের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি সম্পাদকের দায়িত্বে থাকা অজিত সরকারকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। সিপিএমের দার্জিলিং জেলার ভারপ্রাপ্ত সম্পাদক জীবেশ সরকার বলেন, “দলে কমবয়েসি নেতাদের দায়িত্ব দেওয়া হচ্ছে। সম্মেলনের মাধ্যমেই তরুণ নেতা সমন পাঠককে সম্পাদক করা হয়েছে। অজিতবাবুকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বয়সের কারণে সভাপতির দায়িত্বে থাকা আনন্দ পাঠক সরে দাঁড়িয়েছেন।”
সংগঠন সূত্রের খবর, সমন পাঠক সিপিএম ও সিটু’র দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলেছেন। এ ছাড়া তিনি দলের রাজ্যসভার সাংসদও ছিলেন। পাশাপাশি অজিতবাবু ও আনন্দবাবু ২০ বছরের বেশি সময় ধরে সম্পাদক ও সভাপতির দায়িত্বে ছিলেন। অজিতবাবু বলেন, “শ্রমিক সংগঠনের দীর্ঘদিন ধরে আমি জড়িত। যতদিন শরীর সঙ্গ দেবে শ্রমিকদের পাশেই থাকব।” নতুন দায়িত্বপ্রাপ্ত সমনবাবু বলেন, “আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বের সঙ্গে তা পালন করব।” |